পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ

১. পৃথিবী কত ডিগ্রী কোণে হেলে আছে?
উত্তরঃ ৬৬½°
২.২২শে ডিসেম্বর কোথায় সবথেকে দিন বড় এবং রাত ছোট হয়?
উত্তরঃ মেলবোর্ন।
৩. কত তারিখে অস্ট্রেলিয়ায় দিন সব থেকে ছোট হয়?
উত্তরঃ ২১ শে জুন।
৪. পৃথিবীর গতিবেগ কত?
উত্তরঃ ৭২ কিমি /সেকেন্ড।
৫.২১শে জুন উত্তর মেরুতে কত সময় সূর্যালোক দেখতে পাওয়া যায়?
উত্তরঃ ২৪ ঘন্টা।
৬. পৃথিবীর কঠিন আবরণে সব থেকে বেশি পরিমাণে কি পাওয়া যায়?
উত্তরঃ অক্সিজেন।
৭. পৃথিবীর মোটামুটি গড় ঘনত্ব কত?
উত্তরঃ ৫.৫১৭ g cm-³
৮. পৃথিবীর কঠিন আবরণে অবস্থিত দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাতু কোনটি?
উত্তরঃ অ্যালুমিনিয়াম।
৯. পৃথিবীর গড় ব্যাস কত?
উত্তরঃ ১২,৭৩৪ কিমি।
১০. পৃথিবীর ভূ-পৃষ্ঠকে কটি স্তরে ভাগ করা হয়?
উত্তরঃ ৪
১১. পৃথিবীর ভূত্বকের গভীরতা কত কিমি?
উত্তরঃ ৩০-৩৫ কিমি।
১২. সম্পূর্ণ জীবজগৎ কোন স্তরে অবস্থিত?
উত্তরঃ বায়োস্ফিয়ার।
১৩. ভূপৃষ্ঠে জলমণ্ডলের গড় মাপ কত?
উত্তরঃ ৩,৫৫৪ মিটার।
১৪.৪,৬০০ কোটিবছর পূর্বে পৃথিবী জন্ম নেওয়ার পর পৃথিবীকে কটি ভাগে ভাগ করা হয়?
উত্তরঃ ৪
১৫. কোন যুগে স্থলভাগের প্রাণের সঞ্চার ঘটে?
উত্তরঃ প্যালিওজোয়িক যুগ।
১৬. কোন গ্রহকে পার্থিব গ্রহ বলা হয়?
উত্তরঃ বুধ।
১৭.  প্যালিওজোয়িক যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়?
উত্তরঃ ৬ টি।
১৮. টিয়াসিক যুগ কোন যুগের অন্তর্ভুক্ত?
উত্তরঃ মেসোজোইক যুগ।
১৯. কোন মাসে দিন বড় ও রাত ছোট হয়?
উত্তরঃ জুন।
২০. কোন মাসে দিন ছোট ও রাত বড় হয়?
উত্তরঃ ডিসেম্বর।
২১. উত্তর  গোলার্ধে কবে দিন বড় রাত ছোট হয়?
উত্তরঃ ২১ জুন।
২২. দক্ষিণ গোলার্ধে কবে দিন বড় রাত ছোট হয়?
উত্তরঃ ২২ ডিসেম্বর।
২৩.সবথেকে কাছের নক্ষত্র থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তরঃ ৪-৩ মিঃ।
২৪. দক্ষিণ গোলার্ধে কবে রাত বড় দিন ছোট হয়?
উত্তরঃ ২১ জুন।
২৫. কোন তারিখকে মহাবিষুব  বলা হয়?
উত্তরঃ ২১ শে মার্চ।
২৬. কোন তারিখকে জলবিষুব বলা হয়?
উত্তরঃ ২৩ শে সেপ্টেম্বর।
২৭. উত্তর গোলার্ধে নাতিশীতোষ্ণ অঞ্চলে কত তারিখে বসন্ত ঋতু শুরু হয়?
উত্তরঃ ২১ শে মার্চ।
২৮. সূর্যগ্রহণ কখন হয়?
উত্তরঃ যখন চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে।
২৯. সুমেরুতে কোন সময়ে দিন বড় ও রাত ছোট হয়?
উত্তরঃ দক্ষিণায়ন।
৩০. ভূতাত্ত্বিক বিবর্তন অনুযায়ী বিভক্ত যুগেরএখন কোন যুগ চলছে?
উত্তরঃ হলোসিন যুগ।
৩১. কোন ধূমকেতুকে প্রতি ৭৬ বছর অন্তর দেখতে পাওয়া যায়?
উত্তরঃ হ্যালির ধুমকেতু।
                          নবম শ্রেণী
       অধ্যায়ঃ পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ
১. সূর্য পৃথিবীর আয়তনের কত লক্ষ গুণ বড়?
উত্তরঃ ১৩ লক্ষ গুণ বড়ো।
২. নিরক্ষরেখা দীর্ঘতম দিন কত ঘন্টার?
উত্তরঃ ১২ ঘন্টার।
৩. পৃথিবীর কক্ষপথের পরিধি কত?
উত্তরঃ ৯৬ কোটি কিমি।
৪.পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে কত দিন সময় লাগে?
উত্তরঃ ৩৬৫ দিন।
৫. পৃথিবীর ব্যাস এর দৈর্ঘ্য কোন দিক বরাবর বেশি থাকে?
উত্তরঃ নিরক্ষরেখা বরাবর বেশি।
৬.২১ শে মার্চ দিনটিকে কি বলা হয়?
উত্তরঃ মহাবিষুব বলে।
৭. অ্যান্টার্কটিকা মহাদেশের গ্রীষ্মকালে সূচনা কবে?
উত্তরঃ ডিসেম্বর মাসে।
৮. পৃথিবীর মেরু রেখা বা কক্ষ তার কক্ষে সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
উত্তরঃ ৬৬½° কোণে হেলে থাকে।
৯. অরোরা বোরিয়ালিস দেখা যায় কোথায়?
উত্তরঃ উত্তর মেরুতে দেখা যায়।
১০. পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত?
উত্তরঃ ৪০,০৭৬ কিলোমিটার।
১১. পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১২,৭৫৭ কিমি।
১২. পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি?
উত্তরঃ শুক্র।
১৩. অপসুর অবস্থানে সূর্য ও পৃথিবীর দূরত্ব কত কিলোমিটার?
উত্তরঃ ১৫.২ কোটি কিলোমিটার।
১৪. সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কত তারিখে কিরণ দেয় ?
উত্তরঃ ২১ শে জুন।
১৫. পৃথিবীর চতুর্দিকে ঘুরতে চাঁদের কত দিন সময় লাগে?
উত্তরঃ ২৭½° দিন।
১৬. পৃথিবী কেমন ভাবে আবর্তন করে?
উত্তরঃ পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে।
১৭. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত?
উত্তরঃ ১৬৩০ কিমি প্রতি ঘন্টায়।
১৮. ২১ শে জুন সূর্য রশ্মি কোন রেখার উপর লম্ব হয় পড়ে?
উত্তরঃ কর্কটক্রান্তি রেখার উপর লম্ব হবে পরে।
১৯. কর্কটক্রান্তি রেখার মান কত?
উত্তরঃ ২৩½° উত্তর।
২০. পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি কোথায়?
উত্তরঃ নিরক্ষরেখায়।
২১. বিষুবরেখা কক্ষ তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
উত্তরঃ ২৩½° কোণে হেলে থাকে।
২২. জলবিষুব হয় কত তারিখে?
উত্তরঃ ২৩ শে সেপ্টেম্বর তারিখে।
২৩. মকর সংক্রান্তির দিনটি কি?
উত্তরঃ ২২ শে ডিসেম্বর।
২৪. কর্কট সংক্রান্তির দিনটি কি?
উত্তর ২১শে জুন।
২৫. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার?
উত্তরঃ ১৫ কোটি কিলোমিটার।
২৬. সূর্যের নিকটতম গ্রহের নাম কি?
উত্তরঃ বুধ।
২৭. পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন?
উত্তরঃ অভিগত গোলকের মত।
২৮. পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ অঞ্চলের নাম কি?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট।
২৯. পৃথিবীর বন্ধুরতার প্রসার কত কিলোমিটার?
উত্তরঃ ২০ কিলোমিটার।
৩০. পৃথিবীর গড় পরিধি কত?
উত্তরঃ ৩০,০০০ কিমি।
৩১. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
উত্তরঃ ৬৮০০ কিমি।
৩২. নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় বছরে কতবার?
উত্তরঃ ২ বার।
৩৩. গ্রহ গুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড় গ্রহের নাম কি?
উত্তরঃ বৃহস্পতি।
৩৪.৩ রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কিলোমিটার হয়?
উত্তরঃ ১৪ কোটি ৭০ লক্ষ কিমি ।
৩৫. ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে বেঁকে যায়?
উত্তরঃ ডানদিকে
৩৬. ৬৬½° দক্ষিণ সমাক্ষরেখাকে কি বলে?
উত্তরঃ কুমেরু বৃত্ত বলে।
৩৭. কোন দিনে পৃথিবীর অনুসুর অবস্থান হয়?
উত্তর ৩ রা জানুয়ারি।
৩৮. পৃথিবীর কয়টি গতি আছে?
উত্তরঃ দুইটি।
৩৯.সূর্য ও তার চারদিকে ঘুর্ণয়মান জ্যোতিষ্ক গুলিকে একসাথে কি বলে?
উত্তরঃ সৌর পরিবার।
৪০. আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের কততম গ্রহ?
উত্তরঃ পঞ্চম।
৪১. অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে?
উত্তরঃ যে বছরের ফেব্রুয়ারি মাসকে ২৮ দিনের পরিবর্তে (২৮+১)= ২৯ দিনে ধরা হয় এবং বছরকে ৩৬৫ দিনের পরিবর্তে(৩৬৫+১)= ৩৬৬ দিনে ধরা হয়, সেই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয় ।পৃথিবীর একবার সূর্য পরিক্রমার সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড বা ৩৬৫ দিন ৬ ঘন্টা। কিন্তু আমরা ৩৬৫ দিনে এক বছর ধরি, এতে প্রতি বছর প্রায় ৬ ঘন্টা সময় বাড়তি থেকে যায় ।এই জন্য প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসে ১ দিন বাড়িয়ে সমতা বজায় রাখা হয়। সাধারণভাবে খ্রিস্টাব্দ সংখ্যাকে ৪ দিয়ে ভাগ করলে যদি কোন ভাগশেষ না থাকে তবে ওই সব বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। এই হিসেবে ২০২০ সালটি একটি লিপ ইয়ার , কেননা এটি ৪ দিয়ে বিভাজ্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url