সাধারণ কিছু ভৌগলিক সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
চিত্র: ভ্যাটিকান সিটি
সাধারণ কিছু ভৌগলিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. বিশ্বের সবথেকে সরু দেশ কোনটি?
উঃ চিলি(দৈর্ঘ্য ৬১৫৫)।
২. বিশ্বের সর্ব দক্ষিনের শহরের নাম কি?
উঃ পুন্টা আরেনাস, চিলি।
৩. বিশ্বের সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি?
উঃ ইন্দোনেশিয়া ১৩,৫০০)।
৪.ইন্দোনেশিয়ার কয়টি দ্বীপে মানব বসতি রয়েছে?
উঃ প্রায় ৬০০০টি।
৫. বিশ্বের বেশি নিরপেক্ষ দেশ কোনটি?
উঃ সুইজারল্যান্ড।
৬.কোন দেশ এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে কোন যুদ্ধে অংশগ্রহন করেনি?
উঃ সুইজারল্যান্ড।
৭. সুইজারল্যান্ড কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে?
উঃ১০সেপ্টেম্বর ২০০২সালে।
৮. বিশ্বের কোন দেশটি সবচেয়ে জনবহুল দেশ ?
উঃ চীন(পৃথিবীর মােট জনসংখ্যার ২৩%)।
৯. বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র দেশ কোনটি?
উঃ নাউরু (আয়তন -২১বর্গ কিমি)
১০. পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান সিটি,(১০৮ একর)।
১১.বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে রয়েছে ?
উঃ যুক্তরাষ্ট্র ও কানাডা(৬,৪১৬ কিমি-আলাস্কার ২৫৪৭ কিমি ছাড়াই)।
১২. দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে রয়েছে?
উঃ আর্জেন্টিনা ও চিলির মধ্যে(৫২৫৫ কিমি)।
১৩. বিশ্বে কোন সীমান্ত দিয়ে সর্বাধিক লােক অতিক্রম করে?
উঃ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত এই সীমান্ত দিয়ে বছরে প্রায় ৫০কোটি লােক অতিক্রম করে।
১৪. সবচেয়ে বেশি সংখ্যক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি?
উঃ চীন, (১৫দেশের সাথে সীমান্ত যুক্ত)।
১৫. বিশ্বের সংক্ষিপ্ত সীমান্ত কোনটি?
উঃ জিব্রাল্টার ও স্পেন (১.৫৩কিমি)।
১৬. বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্র সীমান্ত কোনটি?
উঃ ভ্যাটিক্যান সিটি ও রােম মধ্যে রয়েছে (৪,০৭ কিমি নিয়ে বিস্তৃত )।
১৭.আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উঃ রাশিয়া (পৃথিবীর মােট আয়তনের ১১.৫%)।
১৮. কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে?
উঃ নেদারল্যান্ড।
১৯.কোন দেশের তিনটি রাজধানী?
উঃ দক্ষিণ আফ্রিকা, রাজধানী গুলি হল — প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন।
২০.সৌর জগত সৰ্ব প্রথম কে আবিস্কার করেন?
উঃ কোপারনিকাস(১৫৪০ সালে)।
২১.সর্ব প্রথম মাউন্ট এভারেষ্ট কে জয় করেন?
উঃ হিলারী তেনজিং (১৯৫৩)।
২২. কোন মহিলা সর্ব প্রথম মাউন্ট এভারেষ্ট জয় করেন?
উঃ জনাকো তাবেই, ১৯৭৫ সালে।
২৩.ভারত গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন?
উঃ ভাস্কো দা গামা।
২৪.সর্বপ্রথম চন্দ্র কে প্রদক্ষিণ করেন?
উঃ ফ্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস (১৬৬৮ সালে)।
২৫.ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিস্কার করেন?
উঃ ক্যাপ্টেন জন স্পেক (১৮৫৬ সালে)।
২৬.উত্তর মেরু কে আবিস্কার করেন?
উঃ রবার্ট পিয়ের (১৯০৯ সালে)।
২৭.দক্ষিণ মেরু কে আবিস্কার করেন?
উঃ ব্ৰমান্ড সেন(১৯১২সালে)
২৮.আমেরিকা কে আবিস্কার করেন ?
উঃ ইটালীর নবিক কলম্বাস (১৪৯৮সালে)।
২৯.পশ্চিম ভারতীয় দীপপুঞ্জ কে আবিস্কার করেন?
উঃ কলম্বাস(১৪৯২সালে)।
৩০.সর্ব প্রথম কে পলের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন?
উঃ ম্যাগিলান (১৫১৯ সালে)।
৩১.প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের গমন পথ কে আবিস্কার করেন?
উঃম্যাগিলান।
৩২.ভিক্টোরিয়া জলপ্রপাত কে আবিস্কার করেন?
উঃ ডেভিড লিভিংস্টোন।
৩৩.গ্রীনল্যান্ড কে আবিস্কার করেন?
উঃ এরিক দি রেড ভাইকিং (৯৮২ সালে)।
৩৪.অস্ট্রেলিয়া কে আবিস্কার করেন?
উঃ উইলিয়াম জ্যাকসন(১৯০৬ সালে)।
৩৫.বাংলাদেশ ছাড়া কোন দেশের পয়সা ক্ষুদ্রতম মুদ্রা?
উঃ মায়ানমার।
৩৬.বর্তমানে হংকং কোন দেশের সাথে একভূত হয়েছে?
উঃ চীন।
৩৭.বিশ্বে কোন ভাষায় সবচেয়ে বেশি লােক কথা বলে ?
উঃ চাইনিজ মান্দারিন ভাষায়।