পৃথিবীর জানা ও অজানা কিছু তথ্য

চিত্র:  প্লাটু ষ্টেশন ও আতাকামা মরুভূমি
   •• পৃথিবীর জানা ও অজানা কিছু তথ্য ••
পৃথিবীর বয়স: ৪৬০ কোটি বছর প্রায় (৪.৬ বিলিয়ন বছর)।
পৃথিবীর আয়তনঃ ৫১ কোটি ৬৬ হাজার বর্গকিমি।
পৃথিবীর স্থলভাগের আয়তন : ১৪ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার বর্গকিমি (মােট আয়তনের ২৯.১%)।
পৃথিবীর জলভাগের আয়তন : ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গকিমি (মােট আয়তনের ৭০.৯%)।
পৃথিবীর সমুদ্র এলাকার আয়তন : ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গকিমি।
পৃথিবীর উপকূলীয় রেখার আয়তন : ৩ লাখ ৫৬ হাজার বর্গকিমি।
                    •• পরিধি ••
নিরক্ষরেখা বরাবর পরিধিঃ ৪০,০৬৬ কিমি।
মেরুরেখা বরাবর পরিধিঃ ৩৯,৯৯২ কিমি।
                    •• ব্যাস ••
নিরক্ষরেখা বরাবর ব্যাসঃ ১২,৭৫৩ কিমি।
মেরুরেখা বরাবর ব্যাসঃ ৬,৩৫৫ কিমি।
                  •• ব্যাসার্ধ ••
নিরক্ষরেখা থেকে ব্যাসার্ধঃ ৬,৩৭৬ কিমি।
মেরুরেখা থেকে ব্যাসার্ধঃ ৬,৩৫৫ কিমি।
পৃথিবীর সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেষ্ট, উচ্চতা ৮,৮৪৮ মিটার।
পৃথিবীর সর্বনিম্ন বিন্দু : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, যা সমুদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীর। পৃথিবীর সামুদ্রিক এলাকায় সর্বনিম্ন বিন্দুঃ প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যা ১০,৯২৪ মিটার বা ৩৫,৮৪০ ফুট গভীর।
স'লসীমা : ২ লাখ ৫০ হাজার ৪৭২ কিমি। ০৩।
পৃথিবীর সর্বাধিক সীমানা-বেষ্টিত দেশ : দুটি; চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমান-বেষ্টিত)।
পানির প্রকারভেদ : ২ প্রকার (৯৭% লবণাক্ত, ৩% সুপেয়।)
পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে : ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে : ২৩ ঘন্টা ৫৬ মিনিট।
পৃথিবীর আবর্তনের গতিবেগ : ৬৬,৭০০ মাইল/ঘন্টা বা ১,০৭,৩২০ কিমি/ঘন্টা।
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব : ১৪ কোটি ৯৫ লক্ষ কিমি (প্রায়)।
পৃথিবীর একমাত্র উপগ্রহ : চাঁদ।
পৃথিবীর উত্তর গােলার্ধে সবচেয়ে বড় দিন : ২১ জুন।
পৃথিবীর দক্ষিণ গােলার্ধে সবচেয়ে বড় দিন : ২২ ডিসেম্বর।
পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান : ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
পৃথিবীর গঠন হল : লােহা ৩৫%, অক্সিজেন ২৮%, ম্যাগনেসিয়াম ১৭%, সিলিকন ১৩%, সালফার ২.৭%, নিকেল ২.৭%, ক্যালসিয়াম ১.২% ও এলুমিনিয়াম ০.৪%।
আয়তনে দিক অনুযায়ী বিশ্বের বৃহত্তম দেশ : রাশিয়া; ১,৭০,৭৫,২০০ বর্গকিমি বা ৬৫,৯২,৭৬৮.৮৭ বর্গমাইল।
বর্তমান বিশ্বের মােট জনসংখ্যা : ৭০৫ কোটি ২১ লাখ প্রায় [২০১২বিশ্ব রিপাের্ট অনুযায়ী ]
বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.১% (২০১২-১৫)।[২০১২বিশ্ব রিপাের্ট অনুযায়ী ]
 বিশ্বের জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম দেশ : চীন, ১৩৪ কোটি ৫৮ লাখ [UNFPA ২০০৯]।
আয়তনের দিক দিয়ে বৃহত্তম মুসলিম দেশ : কাজাখস্থান; ২৭,১৭,৩০০ বর্গকিমি।
জনসংখ্যায় দিক দিয়ে বৃহত্তম মুসলিম দেশ : ইন্দোনেশিয়া।
আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হল: ভ্যাটিক্যান সিটি; আয়তন ০.৪৪ বর্গকিমি বা ০.১৭ বর্গমাইল এবং লােকসংখ্যা ৯২০ জন (মার্চ
২০১০)।
মহাসাগর : ৫টি মহাসাগর, মহাসাগর গুলি হল- প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ বা এন্টার্কটিকা মহাসাগর ও উত্তর বা আর্কটিক মহাসাগর।
বিশ্বের বৃহত্তম মহাসাগর : প্রশান্ত মহাসাগর।
পৃথিবীর গভীরতম মহাসাগর : প্রশান্ত মহাসাগর।
মহাসাগরের সর্বোচ্চ গভীর খাত : প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ।
পৃথিবীর গভীরতম সাগর : ক্যারিবিয়ান সাগর, যার গভীরতা ২২৭৮৮ ফুট বা ৬৯৪৬ মিটার।
পৃথিবীর বৃহত্তম সাগর : দক্ষিণ চীন সাগর (আয়তন ২৯,৭৪,৬০০ বর্গকিমি)।
পৃথিবীর দীর্ঘতম নদী : নীল নদ, আফ্রিকা, দৈর্ঘ্য ৬৮২৫ কিমি।
পৃথিবীর উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।
পৃথিবীর বৃহত্তম হ্রদ দ্বীপ : ম্যানিটুলিন, (হিউরন হ্রদ, অন্টারিও; আয়তন ১০৬৮ বর্গমাইল বা ২৭৬৬ বর্গকিমি)।
পৃথিবীর বৃহত্তম হ্রদ : কাস্পিয়ান, অবস্থান এশিয়া-ইউরােপ; আয়তন ৩,৭১,০০০ বর্গকিমি।
পৃথিবীর গভীরতম হ্রদ : বৈকাল হ্রদ, রুশ ফেডারেশন; গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার।
পৃথিবীর মহাদেশ : ৭টি মহাদেশ, মহাদেশ গুলি হল-এশিয়া, আফ্রিকা, ইউরােপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং আন্টার্কটিকা।
পৃথিবীর আয়তনের দিক দিয়ে বৃহত্তম মহাদেশ : এশিয়া; ৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার বর্গকিমি।
পৃথিবীর জনসংখ্যার বৃহত্তম মহাদেশ : এশিয়া; ৪১২ কোটি ১১ লাখ [UNFPA ২০০৯]।
পৃথিবীর জনশূন্য মহাদেশ : এন্টার্কটিকা।
বিশ্বে মােট দেশ কয়টি : ২৩৩টি
পৃথিবীর মােট রাষ্ট্র- ২০৪ টি (তথ্যসূত্র : http://en.wikipedia.org/wiki/List_of_sovereign_states )
পৃথিবীর মােট স্বাধীন রাষ্ট্র- ১৯৩টি (জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র)(তথ্যসূত্র: http://en.wikipedia.org/wiki/List_of_sovereign_states
পৃথিবীর স্বাধীন দেশের সংখ্যা- ১৯৫ টি (সর্বশেষ: দক্ষিণ সুদান, ৯ জুলাই ২০১১)।
পৃথিবীর স্বাধীন ও সার্বভৌম দেশ : ১৯৪টি (কসভাে স্বাধীন কিন্তু সার্বভৌম নয়)।
পৃথিবীতে জাতিসংঘের সদস্য দেশ : ১৯৩টি (কসভাে ও ভ্যাটিকান জাতিসংঘের সদস্য নয়)
পৃথিবীতে গনতান্ত্রিক দেশ : ১২২টি।
পৃথিবীতে এলডিসিভুক্ত দেশ : ৪৯টি।
বিশ্বে ২টি দেশ এশিয়া ও ইউরােপ দুই মহাদেশে অবস্থিত- রাশিয়া ও তুরস্ক।
প্রঃ পৃথিবীর কোন শহর বা নগর ২টি মহাদেশে অবস্থিত
উঃ ইস্তাম্বুল (তুরস্কে অবস্থিত)।
প্রঃ বিশ্বে কোন ২টি দেশ জাতিসংঘের সদস্য নয়? উঃভ্যাটিকান সিটি ও কসােভাে।
 প্রঃ পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্রের নাম কি?
উঃ ইতালি। কারণ এর মধ্যে ভাটিকান সিটি ও সানম্যারিনাে অবস্থিত।
প্রঃপৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্রের নাম কি? 
উঃইসরাইল (এটি মধ্যপ্রাচ্যর ক্যান্সার নামেও পরিচিত)।
প্রঃনিজ ভূমিতে পরাধীন কোন দেশ?
উঃফিলিস্তিন।
প্রঃবিশ্বে জাতীয় পতাকা অর্ধনমিত নিষিদ্ধ কোন দেশে? 
উঃসৌদি আরব ও ইরান।
প্রঃবিশ্বে কোন দেশগুলাের নাম ও রাজধানীর একই?
উঃ মােনাকো, লুক্সেমবার্গ, সানম্যারিনাে, ভ্যাটিকান সিটি (ইউরােপ); জিবুতি ,আফ্রিকা,সিঙ্গাপুর (এশিয়া)।
প্রঃইউরােপের মুসলিম দেশগুলাের নাম কি?
উঃ বসনিয়া- হার্জেগােভিনা,তুরস্ক, আলবেনিয়া ও কসােভাে।
পৃথিবীতে সর্বোচ্চ সংখ্যক স্বাধীন দেশ রয়েছে কোন দেশে?
উঃ আফ্রিকা মহাদেশে (৫৩টি)।
প্রঃবিশ্বে প্রধান ধর্ম গুলি কি কি?
উঃ ইসলাম, খ্রিষ্ট, বৌদ্ধ, হিন্দু প্রভৃতি।
প্রঃপৃথিবীর উত্তরের নগরী কোনটি?
উঃ হ্যামারফাষ্ট (নরওয়ে)।
পৃথিবীর দক্ষিণের নগরী : পুয়ের্তো উইলিয়াম (চিলি)।
পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র : ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সানমারিনাে রাষ্ট্র অবস্থিত।
পৃথিবীর প্রাচীনতম দেশ : সানুমারিনাে; ৩০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত।
পৃথিবীর মধ্যে উচ্চতম রাজধানী : লাপাজ।
পৃথিবীর মধ্যে সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ: ভারত।
পৃথিবীর মধ্যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র : ৮টি (যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া)।
পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ: মাউন্ট এভারেষ্ট, চীন নেপাল; ৮৮৫০ মিটার বা ২৯,০৩৫ ফুট।
পৃথিবীতে ঘনবসতিপূর্ণ দেশ : মােনাকো; ১৬,২০৫ জন প্রতি বর্গকিমি ]
পৃথিবীতে কম ঘনবসতিপূর্ণ দেশ : মঙ্গোলিয়া ও নামিবিয়া ২ জন প্রতি বর্গকিমি।
পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার : ১.২%। [UNFPA ২০০৯]।
মহিলা প্রতি উর্বরতার হার : ২.৫৪ শতাংশ।
বিশ্বের মাথাপিছু আয় : ৯,৯৭২ মার্কিন ডলার।
পৃথিবীতে সর্বোচ্চ মুদ্রাস্ফিতির দেশ : জিম্বাবুয়ে।
পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধিহারের দেশ : কাতার, ১০.৭% [UNFPA ২০০৯]।
বিশ্বের সর্বাধিক শিশু মৃত্যুহারের দেশ : সিয়েরা লিওন, প্রতি হাজার জীবিত জনে ২৬২ জন মরে।
বিশ্বের সর্বনিম্ন শিশু মৃত্যুহারের দেশ : সিঙ্গাপুর, সুইডেন, লুক্সেমবার্গ, লিচটেনষ্টাইন, আইসল্যান্ড; প্রতি হাজার জীবিত জনে ৩ জন।
বিশ্বের সর্বোচ্চ গড় আয়ুর দেশ : জাপান; ৮২.৭ বছর [UNFPA ২০০৯]।
বিশ্বের সর্বনিম্ন গড় আয়ুর দেশ : আফগানিস্থান, ৪৩.৬ বছর [ মানব উন্নয়ন রিপাের্ট ২০০৯)।
বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা : মান্দারিন (চীন); শতাধিক কোটি মানুষ এটি ব্যবহার করে।
জনসংখ্যায় বৃহত্তম রাজধানী শহর : টোকিও (জাপান); ৩ কোটি ৫৩ লাখ ২৭ হাজার।
জনসংখ্যায় বৃহত্তম নগর: সাংহাই (চীন); ১ কোটি ৩৩ লাখ।
পৃথিবীর উষ্ণতম স্থান : দালােল, দেনাকিল ডিপ্রেসন, ইথিওপিয়া; বার্ষিক গড় তাপমাত্রা ৯৩.২০ ফারেনহাইট বা ৩৪০ সেন্টিগ্রেড।

* বৃহত্তম মরুভূমি :
০ পৃথিবীর উষ্ণমণ্ডলীয় স্থান: সাহারা, উত্তর আফ্রিকা; ৩৫,০০,০০০ বর্গমাইল বা ৯১,০০,০০০ বর্গকিলােমিটার।
০ পৃথিবীর উপকূলীয় স্থান: আতাকামা, চিলি; ৫৪,০০০ বর্গমাইল বা ১৩৯,৮৬০ বর্গকিলােমিটার।
০ নাতিশীতােষ স্থান: গােবি মরুভূমি, চীন; ৫,০০,০০০ বর্গমাইল বা ১২,৯৫,০০০ বর্গকিলােমিটার।

পৃথিবীর বৃহত্তম অরণ্য : তৈগা।
পৃথিবীর মধ্যে বৃহত্তম দ্বীপ: গ্রিনল্যান্ড, যার আয়তন ৮,৪০,০০৪ বর্গ মাইল বা ২১,৭৫,৬০০ বর্গকিলােমিটার। উল্লেখ্য, অষ্ট্রেলিয়া হলাে ব্যাপকভাবে মহাদেশীয় ভূখণ্ড হিসেবে পরিচিত পৃথিবীর বৃহত্তম দ্বীপ, যার আয়তন ২৯,৪১,৫১৭ বর্গমাইল বা ৭৬,১৮,৪৯৩
বর্গকিলােমিটার।
পৃথিবীর মধ্যে বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া, যার আয়তন ৭,৫,৩৫৮ বর্গমাইল বা ১৯,০৪,৫৬৯ বর্গকিলোমিটার।
পৃথিবীর বৃহত্তম আগ্নেয় দ্বীপ: সুমাত্রা, ইন্দোনেশিয়া; আয়তন ১,৭১,০৬৯ বর্গমাইল বা ৪,৪৩,০৬৬ বর্গকিলােমিটার।
পৃথিবীর শীতলতম স্থান : প্লাটু ষ্টেশন, এন্টার্কটিকা; বার্ষিক গড় তাপমাত্রা- ৫৬.৭০ সেলসিয়াস।
পৃথিবীর মধ্যে আর্দ্রতম স্থান : মসিনরাম, আসাম, ভারত; বার্ষিক গড় বৃষ্টিপাত ১১,৮৭৩ মিলিমিটার বা ৪৬৭৪ ইঞ্চি।
পৃথিবীর শুষ্ক তম স্থান : আতাকামা মরুভূমি, চিলি (বার্ষিক বৃষ্টিপাত অনুযায়ী)।
পৃথিবীর শুষ্কতম স্থান (জনবসতিপূর্ণ) : আসওয়ান, মিশর; বার্ষিক বৃষ্টিপাত ০.০২"।
পৃথিবীতে আর্দ্রতম জনবসতিপূর্ণ স্থান : বুয়েনা ভেনতিয়া, কলম্বিয়া, বার্ষিক বৃষ্টিপাত ২৬৭ ইঞ্চি বা ৬৭৮১.৮০ মিলিমিটার।
পৃথিবীতে মহাদেশ - ৭টি। (এশিয়া, ইউরােপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, এন্টার্কটিকা)
বিশ্বের বৃহত্তম মহাদেশ - এশিয়া (আফ্রিকার ১.৫গুণ, ইউরােপের ৪,৫গুণ,অষ্ট্রেলিয়ার ৬ গুণ) আয়তন প্রায়-৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার বর্গ কি.মি.)
বিশ্বের মালভূমির মহাদেশ- আফ্রিকা।
বিশ্বের বরফের মহাদেশ-এন্টার্কটিকা
এশিয়া-ইউরােপকে একত্রে কি বলা হয় - ইউরেশিয়া
বিশ্বের জনবসতিহীন মহাদেশ-এন্টার্কটিকা (উচ্চতম মহাদেশ)
জ্যামিতিক সীমারেখায় বিভক্ত কোন দেশ- উত্তর অফ্রিকার দেশ সমূহ
ডাউন আন্ডার কোন দেশ- অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
কোন দুটি মহাদেশ দুই মহাদেশে অবস্থিত - রাশিয়া তুরস্ক , মিশর
পৃথিবীর উন্নক্ত চিড়িয়াখানার নাম কি? 
উঃ আফ্রিকা মহাদেশ
কোন মহাদেশ জলভাগ দ্বারা বিচ্ছিন্ন নয়?
 উঃএশিয়া ও ইউরােপ মহাদেশ।
বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ-ওশেনিয়া।
কোন শহর দুই মহাদেশে অবস্থিত?
উঃইস্তাম্বুল
বিশ্বের মূল মধ্যরেখা-গিনিচের মান মন্দিরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে।
পৃথিবীর বিষুব রেখা/নিরক্ষ রেখার মান -০°
পৃথিবীর কর্কটক্রান্তি রেখার (Tropic of Cancer) মান -২৩.৫ উত্তর অক্ষংশ।
পৃথিবীর মকরক্রান্তি রেখার (Tropic of Capricorn) মান-২৩.৬৬ দক্ষিণ অক্ষাংশ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url