বাগধারা
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা
অ
অজগর বৃত্তি = আলসেমি
অবরেসবরে = কালে-ভদ্রে
অসূর্যস্পশ্যা = গৃহে অন্তরীণ
অক্ষরে অক্ষরে = সম্পূর্ণভাবে
অ আ ক খ = প্রাথমিক জ্ঞান
অক্ষয় বট = প্রাচীন ব্যক্তি
অর্ধচন্দ্র = গলাধক্কা
অমাবস্যার চাঁদ = দুর্লভ বস্তু
অন্ধকারে ঢিল ছোঁড়া = পুরাপুরি আন্দাজে কাজ করা
অথৈ জল = ভীষণ বিপদ
অনুরােধ টেঁকি গেলা = পরের অনুরােধে কষ্ট পাওয়া
আ
আকাশ ধরা = বৃষ্টি বন্ধ হওয়া
আকাশে থুথু ফেলা = নিজেরই ক্ষতি করা।
আক্কেলমন্দ = বিবেচনা করে এমন
আটকপালে = হতভাগ্য
আটখান করা, আটখানা করা = টুকরাে টুকরাে করা
আমি-আমি করা = আত্মপ্রশংসা করা।
আয়ােসুয়াে = সধবা স্ত্রীলােকের দল
আঁকুপাঁকু করা = ছটফট করা
আকাশের চাঁদ = দুর্লভ বস্তু
আক্কেলগুড়ুম = হতবুদ্ধি হওয়া
আনাড়ি = অপটু, অনভিজ্ঞ
ই
ইতুনিদকঁড়ে = অলস।
ইঁচড়ে পাকা = অকালপক্ক
ইলশে গুঁড়ি = গুড়ি গুড়ি বৃষ্টি
ইদুর কপালে = মন্দভাগ্য
ইতর বিশেষ = প্রভেধ বা পার্থক্য
ইদের চাঁদ = কাক্ষিত বস্তু
উ
উড়াে কথা = গুজব।
উড়নচণ্ডী = উচ্ছঙ্খল
উকর-ধাকর = এলােপাথাড়ি
উনিশ-বিশ = সামান্য পার্থক্য
উপড়নপেকে = অপব্যয়ী
উলুখাগড়া = গুরুত্বহীন লােক
উড়াে চিঠি = বেনামি পত্র
উনপাঁজরে = অপদার্থ
উনপঞ্চাশ বায়ু = পাগলামি
উর্মিমালী = সমুদ্র
এ
এক লহমায় = এক মুহুর্তে
এলেবেলে = নিকৃষ্ট
এক চোখা = পক্ষপাত দুষ্ট
একাদশ বৃহস্পতি = মহাসৌভাগ্য
এক ক্ষুরে মাথা মুড়ানো = এক দলভুক্ত
এক কথার মানুষ = দৃঢ় সংকল্প ব্যক্তি
এলাহি কান্ড = বিরাট আয়ােজন
ক
কলমির ঝাড় = বংশে বহু লােক
কচু পােড়া = অখাদ্য
কচ্ছপের কামড় = যা সহজে ছাড়ে না
কড়ি কপালে = ভাগ্যবান
কড়ি কাঠ গনা = কাজ না করে কালহরণ
কাবুতে পাওয়া = বাগে পাওয়া
কুঁচো বাসন = ছােটখাটো থালাবাটি
কুঁজড়ােপনা = ঝগড়াটে স্বভাব
কেঁচে গণ্ডুষ = গােড়া থেকে শুরু
কলুর বলদ = একটানা খাটুনি
কপাল ফেরা = সৌভাগ্য লাভ।
কত ধানে কত চাল = হিসেব করে চলা
কড়ায় গণ্ডায় = সম্পূর্ণ, পুরােপুরি
কাচা পয়সা = নগদ উপার্জন
খ
খামকাজ = ভুলকাজ
খুদে রাক্ষস = পেটুক মানুষ
খেজুরে আলাপ = কাজের কথা
খিচুড়ি পাকানো = জটিল করা
খণ্ডকপাল = দুর্ভাগ্য
খণ্ডপ্রলয় = তুমূলকাণ্ড, ভীষণ ব্যাপার
খোদার খাসি। = হৃষ্টপুষ্ট
খাবি খাওয়া = ছটফট করা
গ
গড্ডালিকা প্রবাহ = অন্ধ অনুকরণ।
গদাই লস্করী চাল = মন্থর গতি।
গরীবের ঘােড়া রোগ = অতিরিক্ত আশা করা।
গর্দভ রাগিনী = মাধুর্যহীন চিৎকার ।
গােকুলের ষাঁড় = স্বেচ্ছাচারী লােক, বেকার।
গা লাগা = মনােযােগ দেয়া।
গায়ে লাগা = মনােযােগ দেয়া।
গায়ে ফু দিয়ে বেড়ানো = ফাঁকির মনােভাব।
গাছে তুলে মই কাড়া = প্রতিশ্রুতি ভঙ্গ করা।
ঘ
ঘাট মানা = অন্যায় স্বীকার করা
ঘাড়ে-গদানে = অত্যন্ত মােটা
ঘুণ হওয়া = দক্ষতা লাভ করা।
ঘােড়ার ডিম = অবাস্তব।
ঘুঘু চরানাে = সর্বনাশ করা
ঘর ভাঙ্গা = ঐক্য নষ্ট করা
ঘােড়র ঘাস কাটা = অকাজে সময় নষ্ট
ঘােড়র কামড় = দৃঢ় পণ
ঘন্টাগরুড় = অকর্মণ্য লােক
ঘাটের মড়া = অতি বৃদ্ধ, যে মরতে বসেছে।
চ
চক্ষুদান করা = চুরি করা
চশমখোর = সম্পূর্ণ বেহায়া
চাঁদ-কপালে = ভাগ্যবান
চোখের বালি = চক্ষুশূল
চক্ষের পুতলি। = আদরের ধন
চড়ুই পাখির প্রাণ = ক্ষীণজীবী লােক
চিনির পুতুল = শ্ৰমতাতুরে
চর্বিত চর্বণ = পুনরাবৃত্তি
চাচা আপন বাঁচা = স্বার্থপর
চিনির বলদ = ভারবাহী
চক্ষু চড়ক গাছ = বিস্ময়ে চোখ বড় হয়ে যাওয়া
ছ
ছাঁদনাতলা = বিবাহের মণ্ডপ
ছামনি নাড়া = দৃষ্টি বিনিময়
ছুঁচোর কেত্তন = অবিরাম কলহ
ছাই চাপা আগুন = অপ্রকাশিত প্রতিভা
ছেলের হাতে মোয়া = সামান্য বস্তু
ছক্কা পাঞ্জা করা = বড় বড় কথা বলা
ছিচ কাঁদুনে = অল্পেই কাঁদে এমন
ছিনিমিনি খেলা = নষ্ট করা
জ
জলভাত = সহজসাধ্য
জলযোগ = হালকা খাবার
জলপান = হালকা খাবার
জলপানি = বৃত্তি
জক (জগ) = ঠকানো
জলগ্রহণ না করা = সম্পর্ক না রাখা
জলের দাগ = ক্ষণস্থায়ী
জামাই-আদর = প্রচুর আদর যত্ন
জিগির তােলা = ধ্বনি দেওয়া
জীয়ন্তে মারা = জীবন্ত
জোড়ের পায়রা = ঘনিষ্ঠ বন্ধু
ঝ
ঝাড়বংশে = সবশুদ্ধ
ঝাকের কৈ = এক দলভূক্ত
ঝাল ঝোলে অম্বলে = সর্বত্র বিরাজিত
ঝড়াে কাক = বিপর্যস্ত
ঝিঙেফুল ফোটা = আয়ু ফুরিয়ে আসা
ঝােলর লাউ অম্বলের কদু = সব পক্ষের মন জুগিয়ে চলা।
ঝোলে অম্বলে এক করা = মিশিয়ে ফেলা
ঝরাপাতা = জীর্ণশীর্ণ লােক
ট
টনক নড়া = সজাগ হওয়া
টাকার কুমির = ধনী ব্যক্তি
টাকাটা সিকিটা = খুব সামান্য টাকা
টুপ ভুজঙ্গ = নেশায় বিভাের
টানা পােড়েন = বিরক্তিকর যাতায়াত
ঢেকে গোঁজা = আত্মসাৎ করা
টুপি পরানাে = তােসামােদ করা
টাল সামলানো = বিপদ হতে মুক্তি
টীকা ভাষ্য = দীর্ঘ আলােচনা
ঠ
ঠারে ঠারে = ইঙ্গিতে
ঠান্ডা লড়াই = গােপনে বিরােধিতা
ঠোট কাটা = স্পষ্টভাষী
ঠেকা মেয়ে = চিরকুমারী
ঠুটো জগন্নাথ = অকর্মণ্য
ঠাট বজায় রাখা= অভাব চাপা রাখা
ড
ডিমে রােগা = চির-রুগ্ন
ডান হাতের ব্যাপার = খাওয়া
ডামাডােল = গােলযােগ
ডকে ওঠা = নষ্ট হওয়া
ডুমুরের ফুল = অদর্শনীয়
ডুবে ডুবে জল খাওয়া = গােপনে গােপনে কাজ করা।
ঢ
ঢক্কা নিগাদ = উচ্চ কণ্ঠে ঘােষণা
ঢাকের কাঠি = তােষামুদে
ঢাক ঢাক গুড় গুড় = লুকোচুরি
ঢাকে বাঁয়া = অপ্রয়ােজনীয়
ঢাকের কাঠি = সূচনা করা
চেঁকি অবতার = নিবোধ লােক
টেকির কুমির = অপদার্থ
ত
ত-খরচ = বাজে খরচা
তক্কে তক্কে থাকা= গােপনে সর্তক থাকা
তাল গাছের আড়াই হাত = শেষ ও সবচেয়ে কঠিন অংশ
তুলসী বনের বাঘ= সুবেশে দুবৃত্ত
ত্রিশঙ্কু অবস্থা = মধ্যাবস্থা।
থ
থ হয়ে যাওয়া = স্তম্ভিত হওয়া
থরহরি কম্প = ভয়ে প্রচণ্ড কাঁপা
থাউকি বেলা = বিলাল বেলা
দ
দক্ষিণ হাতের ব্যাপার = খাওয়া
দুধের মাছি = সুসময়ের বন্ধু
দা-কুমড়া সম্বন্ধ = শত্রুতা
দহরম মহরম = মাখামাখি বন্ধুত্ব
ধ
ধামাধরা = তোষামুলে
ধর্মের কল = সত্য।
থােপে টেকা = যুক্তিসিদ্ধ
ধর্মের ষাড় = স্বেচ্ছাচরী
ন
ননীর পুতুল = শ্রমবিমুখ
নকড়া ছকড়া করা = হেলাফেলা করা
নাকানি চুবানি = কষ্ট
নজর লাগা = অশুভ দৃষ্টিতে পড়া
নিকুচি করা = অগ্রাহ্য করা
প
পুকুর চুরি = বড় ধরনের চুরি
পায়াভারি = অহংকার
পর্বতের মুষিক প্রসদ = ব্যাপক প্রত্যাশায় সামান্য
পাথরে পাঁচকলি = প্রবল সৌভাগ্য
পটল তােলা = মারা যাওয়া
ব
ব্যাঙের সর্দি = অসম্ভব ব্যাপার
বক ধার্মিক = ভণ্ড তপস্বী
বর্ণচোরা = আপনার পরিচয় গােপন করে যে
ভ
ভিটায় ঘুঘু চাড়ানো = সর্বনাশ করা
ভুইফোড় = নতুন
ভানুমতির খেল = অবিশ্বাস্য ব্যাপার
ভুশণ্ডির কাক = দীর্ঘজীবী
ভিজে ভেড়াল = নিরীহ কিন্তু সুযােগ সন্ধানি
ম
মগের মুল্লুক = অরাজক দেশ
মাছের মায়ের পুত্র শোক = কপট বেদনা
মিছরির ছুরি = মুখে মধু অন্তরে বিষ
মানিক জোড় = নিরর্থক দুঃখ
য/র/ল
যমের দোসর = নিষ্ঠুর ব্যক্তি
রাহুর দশা = দুঃসময়
লােটা কম্বল = সামান্য সংগীত
লেফাফা দুরন্ত = বাইরে ঠাট বজায় রাখা
রাজা উজির মারা = বড় বড় কথা বলা
শ/ষ/স/হ
শকুনি মামা = কুচক্রী লােক
শনির দৃষ্টি = কু দৃষ্টি
শাপে বর = অনিষ্ঠে ইষ্ট লাভ
সােনার পাথর বাটি = অসম্ভব বস্তু
সাক্ষী গােপাল = নিষ্ক্রিয় দর্শক
ষােলআনা = পুরােপুরি।
যত্ব-ণত্ব জ্ঞান = কাণ্ডজ্ঞান
হাতটান = চুরির অভ্যাস
হাতের পাঁচ = শেষ সম্বল
হাটুর বয়স = নিতান্ত শিশু