বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব-১

1. বায়ুমণ্ডলে মেঘ জমার কারণ কোনটি ?
উঃ ঘনত্ব ‌।
2. জলের চেয়ে ভারী অধাতু কোন্‌টি?
উঃআয়ােডিন
3. কোথায় খামসিন বায়ুপ্রবাহ দেখা যায় ?
উঃ মিশর
4. শ্বসনের ফলে মােট কত অনু ATP উৎপন্ন হয়?
উঃ 38 অনু
5. বল ও সরণের গুণফল কোনটি?
উঃকার্য
6. নীচের কোন অক্সিজেন ডুবুরিদের ব্যবহৃত অক্সিজেন গ্যাস সিলিন্ডারে তরল করতে ব্যবহৃত হয়?
উঃহিলিয়াম
7. হাড় ও দাঁতে কোন রাসায়নিক পদার্থটি থাকে?
উঃক্যালসিয়াম ফসফেট
8. কোন প্রাণীর দ্বারা রাবিস ছড়ায়?
উঃ কুকুর।
9. পৃথিবীপৃষ্ঠ থেকে সবচেয়ে দূরবর্তী বায়ুস্তর কোটি ?
উঃ এক্সোস্ফিয়ার।
10. পানীয় জলের pH মাত্রা কত হওয়া উচিত?
উঃ 6.5-8.5
11. কোন কণার কোনও ভর ও তড়িদাধান নেই?
উঃ নিউট্রন
12. কোনটির অভাবে ক্রোটিনিজম হয়?
উঃ থাইরক্সিন
13. প্রােটিন কোথায় সংশ্লোষিত হয় ?
উঃ রাইবােজোমে
14. কোন খনিজ পদার্থটি আগুনে পােড়ে না?
উঃ অভ্র।
15. মানুষের জিহ্বায় কোথায় তিক্ত স্বাদ থাকে?
উঃ পিছনে
16. বাতাসের কোন ক্রিয়াটি মরুদ্বান সৃষ্টির মূলে দায়ী?
উঃ অপসরণ।
17. সালফিউরিক অ্যাসিডের হিমাঙ্ক কত?
উঃ 10.4°C
18. কোনটিতে সব থেকে বেশি কার্বন আছে?
উঃ ঢালাই লােহা
19. সবচেয়ে সক্রিয় হ্যালােজেন মৌল কোনটি?
উঃ F
20. আলকাতরার আংশিক পাতনের ফলে কোনটি 
উঃ বেঞ্জিন।
21. বস্তুতন্ত্রে সৌরশক্তি কোথায় আবদ্ধ হয় ?
উঃ উৎপাদকে
22. মায়ােটেম পেশি কোন প্রাণীতে দেখা যায় ?
উঃ মাছে
23. প্রােটিন-বাঁচোয়া খাদ্য কোটি ?
উঃ স্বর্ণলতায়
24. কার দ্বারা অ্যামিবা শ্বাসকার্য করে?
উঃ দেহতল দ্বারা।
25. কোনটিকে সালােকসংশ্লেষীয় একক বলা হয়?
উঃ কোয়ান্টোজোমকে।
26. যে জলে কোনও ক্যাটায়ন থাকে না তাকে কী বলে?
উঃ আয়নমুক্ত জল।
27. নিচের কোনটি রান্নার বাসনপত্র নির্মাণে ব্যবহার হয়?
উঃ অ্যালুমিনিয়াম।
28. নিম্নের কোনটি সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস?
উঃ হিলিয়াম
29. পরমাণু কেন্দ্রের ব্যাস কোন এককে মাপা হয় ?
উঃ ফার্মি
30. ডপলার ক্রিয়া কোন বিষয় সংক্রান্ত ?
উঃ শব্দ
31. অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয় কোনটি ?
উঃ লাল
32. কপার ও দস্তা দিয়ে কোনটি তৈরি হয়?
উঃ পিতল
33. কোন বিজ্ঞানী পর্যায়সূত্র প্রকাশ করেন ?
উঃ মেন্ডেলিফ
34. কোনটিতে সবচেয়ে বেশি কার্বন আছে?
উঃ ঢালাই লােহা।
35. কোনও ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কোনটি বেরিয়ে আসে?
উঃ ইলেকট্রন।
36. নিম্নের কোনটি প্রাণিদেহে বিভাজিত হয় না?
উঃ স্নায়ুকোষ।
37. নিম্নের কোনটি তরল ধাতু?
উঃ গ্যালিয়াম
38. সােডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কোন্ প্রকৃতির ?
উঃ ক্ষারীয়
39. মাইটোসিস কোষ বিভাজনের ক’টি দশা?
উঃ চারটি
40. কোনটি স্বভােজী কিন্তু পরাশ্রয়ী উদ্ভিদ?
উঃ অর্কিড
41. অক্সিজেন ও ওজোন হল পরস্পরের -
উঃ অ্যালােটপ।
42. নিম্নের কোনটি ননস্টিক রান্নার বাসনে ব্যবহৃত হয়?
উঃ টেফলন।
43. কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কোনটি ?
উঃ ফেনল
44. ক্যালামাইন নীচের কোন ধাতুর আকরিক?
উঃ জিংক (zn)
45. কোনটি সন্দিগত মৌল?
উঃ Fe
46. ব্লু-ভিট্রিয়েলে জলের অনুর সংখ্যা কয়টি?
উঃ 5
47. আলফা-অলফা ঘাসে প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায় ?
উঃ ভিটামিন-K
48. কোনটি অক্সিজেনে দহনের ফলে সর্বাধিক তাপ উৎপন্ন হয় ?
উঃ ফ্যাট।
49. কোন ধানে আর্সেনিকের মাত্রা বেশি হয় ?
উঃ বােরাে ধান।
50. আয়ােডিনের অভাবে কী হতে পারে?
উঃ গয়টার
51. কোনটি ব্যাক্টেরিয়া ঘটিত রােগ নয় ?
a) ইনফ্লুয়েঞ্জা (b) ডিপথেরিয়া (c) কলেরা (d) টাইফয়েড
উঃ ইনফ্লুয়েঞ্জা।
52. কোন আলােয় সালােকসংশ্লেষ সবচেয়ে কম হয়?
উঃ নীল
53. নিম্নের কোনটির উপস্থিতির জন্য মানবদেহে রক্ত জমাট বাঁধে ?
উঃ হেপারিন।
54. ফোটোভােল্টিক কোষে কোন ধাতু ব্যাবহৃত হয়?
উঃ সিলিকন ।
55. ইউট্রোফিকেশন কথাটি কোন দূষণের সঙ্গে যুক্ত?
উঃ জলদূষণ।
56. কোন অ্যাসিডটি আঙুরে পাওয়া যায় ?
উঃসাইট্রিক অ্যাসিড
57. মানবদেহের কোন অঙ্গে রক্ত পরিস্রুত হয় ?
উঃ বৃক্ক
58. দেহ মধ্যস্থ জৈব রাসায়নিক বিক্রিয়া কোনটি?
উঃ মেটাবলিজম
59. কোন উদ্ভিদে পত্ৰজ মুকুল দেখা যায় ?
উঃ বিগোনিয়া।
60. কোন খাদ্যে তাপশক্তি সবচেয়ে বেশি পাওয়া যায় ?
উঃ ঘি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url