ভারতের ইতিহাসের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. তৃতীয় পাণিপথের যুদ্ধ কবে হয় ?
উঃ ১৪ জানুয়ারি, ১৭৬১।
2. তৃতীয় পাণিপথের যুদ্ধে মারাঠাদের দলপতি
কে ছিলেন ?
উঃ পেশােয়া সদাশিব রাও ভাউ।
3. আফগান দলপতি আহমেদ শাহ আবদালি
(যিনি আহমেদ শাহ দুরানি নামে অধিক পরিচিত) ১৭৪৮ থেকে ১৭৬৭ সাল পর্যন্ত কতবার ভারত আক্রমণ করেন ?
উঃ ৭ বার।
4. দুরানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আহমেদ শাহ
আবদালি কার ডাকে সাড়া দিয়ে ভারত দখলের
আশায়, মারাঠাদের বিরুদ্ধে পাণিপথের (তৃতীয়) যুদ্ধ জয় করেন ?
উঃ ওয়ধের নবাব সুজা-উদ-দৌল্লা (যুদ্ধে দুরানি জয়ী হন)।
5. ১৭৪৭ সালে ৪০,০০০ সেনা নিয়ে খাইবার
পাস দিয়ে ভারতে ঢুকে আহমেদ শাহ আবদালি
বিনা বাধায় মুঘল সাম্রাজ্যের কোন অংশ দখল
করেন?
উঃ পেশােয়ার।
6. কোন বিদেশি পর্যটকের ভ্রমণ বৃত্তান্তের নাম
'রাহেলা ?
উঃ ইবন বতুতা।
7.ইবন বতুতা কোন দেশের বাসিন্দা ছিলেন ?
উঃ মরক্কো।
৪. ইবন বতুতা বিজয়নগর সাম্রাজ্যের কোন
রাজার আমলে সেখানে গিয়েছিলেন?
উঃ প্রথম হরিহর।
9. ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ – এটি ভারতবর্ষ
সম্বন্ধে কোন বিখ্যাত ঐতিহাসিকের উক্তি ?
উঃ ভিনসেন্ট স্মিথ।
10. জৈন সাহিত্য কোন ভাষায় লেখা ?
উঃ অর্ধমাগধী বা প্রাকৃত।
11.জুনাগড় লিপি থেকে কার সম্বন্ধে জানা যায় ?
উঃ মহাক্ষত্ৰপ রুদ্রমন।
12. গন্ডােফার্নিস কোন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ?
উঃ পহ্লব বা পার্থিয়।
13. প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উঃ প্রথম ভােজ।
14. জলপুরের কলচুরি বংশের রাজধানী কোথায় ছিল ?
উঃ ত্রিপুরী।
15, ‘মহারাজা, ‘শিলাদিত্য,‘সকলােত্তরাপথনাথ’ উপাধিগুলি কার ?
উঃ হর্ষবর্ধন।
16. হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তরিত
করেন ?
উঃ কনৌজে।
17. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উঃ ধর্মপাল।
18. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উঃ লক্ষ্মণ সেন।
19. আইহােলের বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন ?
উঃ চালুক্য।
20. কোন বিখ্যাত সুফী সন্ত, সুলতান আলাউদ্দিন খলজীর আনুকূল্য লাভ করেছিলেন ?
উঃ নিজামুদ্দিন আউলিয়া।
21. জালালউদ্দিন ফিরােজ খলজী কাকে হত্যা
করে দিল্লির সিংহাসনে বসেন ?
উঃ কাইকোবাদ।
22. আলাউদ্দিন খলজীর মৃত্যুর পর দিল্লির
সিংহাসনে কে বসেন ?
উঃ গিয়াসউদ্দিন তুঘলক।
23. তুঘলক বংশের কোন সুলতান, বিখ্যাত হিন্দু তীর্থ জ্বালামুখী’, ধ্বংস করেছিলেন ?
উঃ ফিরােজ শাহ তুঘলক।
24. বিখ্যাত ঐতিহাসিক জিয়া-উদ-দীন বারাউনী কার সভাসদ ছিলেন ?
উঃ ফিরােজ শাহ তুঘলক।
25. লােদী বংশের কোন সুলতান ১৫০৩ সালে
আগ্রা শহর প্রতিষ্ঠা করেন ও তিনি সেখানে তার
রাজধানী স্থাপন করেন।
উঃ সিকন্দর লােদী।
26. লােদী বংশের কোন সুলতানের প্রকৃত নাম
নিজাম খান ছিল ?
উঃ সিকন্দর লােদী।
27. লােদী বংশের শ্রেষ্ঠ সুলতান হিসাবে কাকে
অভিহিত করা হয় ?
উঃ সিকন্দর লােদী।
28. লােদী বংশের প্রতিষ্ঠাতা বহলুল লােদীর
মৃত্যুর পর কে সুলতান হন ?
উঃ ছেলে সিকন্দর লােদী (রাজত্বকাল ১৪৮৯-
১৫১৭ সাল)।
29. সিকন্দর লােদী বাংলার কোন সুলতানের
সঙ্গে সন্ধি স্থাপন করেন?
উঃ হুসেন শাহ।
30. হুসেন শাহীবংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ আলা-উদ-দীন হুসেন শাহ(রাজত্বকাল ১৪৮৯-১৫১৯ সাল)
31. আলা-উদ-দীন হুসেন শাহ কাকে হত্যা করে সিংহাসনে বসেন ?
উঃ শামসুদ্দীন মুজাফফর শাহ। 
32. মহম্মদ বিন তুঘলকের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
উঃ তার ভাইয়ের ছেলে ফিরােজ শাহ তুঘলক (রাজত্বকাল ১৩৫১-১৩৮৮ সাল পর্যন্ত)।
33. পার্সি ধর্মের প্রবক্তা কে ?
উঃ জরাথ্রুষ্ট
34. নাসির উদ-দীন মহম্মদ (হুমায়ূন) কাকে মখদুমুল-মুল্ক' (দেশপূজ্য) উপাধি দেন ?
উঃ মােল্লা আব্দুল্লা সুলতানপুরীকে।
35. ‘ফাজিল’ শব্দের বাংলা প্রতিশব্দ কী ?
উঃ জ্ঞানী বা, বিদগ্ধ।
36. আকবরের আমলের অন্যতম সেরা লেখক মােল্লা আব্দুল কাদির বদায়ূনীর লেখা মৌলিক
বই কোনটি ?
উঃ মুন্তখিবুত-তওয়ারিখ।
37.দিল্লিতে নাসির উদ-দীন মহম্মদ হুমায়ুনের
স্মৃতি সৌধ কে তৈরি করান ?
 উঃ তার প্রথম স্ত্রী বেগা বেগম ওরফেহাজী বেগম (পুরাে সৌধটি তৈরি করতে তখনকার দিনে খরচ হয়েছিল ১০.৬ কোটি টাকা, যার পুরােটাই সম্রাজ্ঞী
নিজের সঞ্চয় থেকে দিয়েছিলেন)।
38. সুলতান হুমায়ুনের স্মৃতিসৌধের স্থপতিবিদ কে ছিলেন ?
উঃ পারস্যের স্থপতিবিদ মিরাক মির্জা গিয়াস ও তার ছেলে সৈয়দ মুহাম্মদ।
39. জালাল উদ-দীন মহম্মদ আকবর, কবে।
টোডরমলকে ‘মুশরিফ-ই-দিওয়ান’ (অর্থমন্ত্রী)
করেন?
উঃ ১৫৭৫ খ্রিস্টাব্দে।
40. ১৬০৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির
প্রতিনিধি হিসাবে কে মুঘল বাদশা জাহাঙ্গীরের
দরবারে আসেন ?
উঃ ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স।
41. সম্রাট জালাল উদ-দীন মহম্মদ আকবর কবে গােরু হত্যা করলে, মৃত্যুদণ্ডের কুম জারি করেন ?
উঃ ১৫৮৩ সালে।
42. ভারতে কে প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উঃ জালাল উদ-দীন মহম্মদ আকবর।
43. ভারতের কোন মােগল সম্রাট তুর্কি পােশাক
ছেড়ে ভারতীয় পােশাক পড়া চালু করেন ?
উঃ জালাল উদ-দীন মহম্মদ আকবর।
44. সম্রাট জালাল উদ-দীন মহম্মদ আকবর ধর্মশাস্ত্র আলােচনার জন্য কবে ইবাদতখানা’ তৈরি করার আদেশ দেন ?
উঃ ১৫৭৫ সালে।
45. কোন মুঘল সম্রাট ভারতের প্রথম গ্রন্থাগার তৈরি করেন ?
উঃ হুমায়ুন।
46. জাহাঙ্গীর পাদসা সিংহাসনে বসে কাকে সুবা বাংলার দেওয়ান করেন ?
উঃ ওয়াজির খাঁ’কে।
47. বিজয় নগর সাম্রাজ্যের সেরা রাজা কে
ছিলেন ?
উঃ রাজা কৃষ্ণদেব রায়।
48. সুলতানি যুগে কে সেচের জন্য সবচেয়ে
বেশি খাল খনন করান ?
উঃ ফিরােজ শাহ তুঘলক।
49. তুঘলক বংশের কোন সুলতান লিপিশিল্পী
(Caligrapher) ছিলেন ?
উঃ মহম্মদ বিন তুঘলক।
50. সৈয়দ বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?
উঃ মুহম্মদ শাহ (রাজত্বকাল ১৪৩৪-১৪৪৩)।
51. চৈতন্যদেবের সময় বাংলার শাসনকর্তা কে
ছিলেন ?
উঃ আলা-উদ-দীন হুসেন শাহ।
52. 'আমুক্ত মাল্যদা’ কে লেখেন ?
উঃ কৃষ্ণদেব রায়।
53. ভারতে ‘কৃষি বিভাগ’ প্রথম কোন সুলতান চালু করেন ?
উঃ ফিরােজ শাহ তুঘলক।
54. সুলতানি আমলে ‘পেনসন বিভাগ’ কে কী
বলত ?
উঃ “দেওয়ান-ই-ইস্তিয়াখ’ ।
55. কাকে তুর্কী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় ?
উঃ আলা-উদ-দীন খলজিকে।
56. বাগদাদের খলিফার কাছ থেকে কোন শাসক সুলতান-ই-আজম’ উপাধি পান ?
উঃ ইলতুৎমিস।
57. হায়দার আলি কবে মহীশূরের শাসক হন ?
উঃ ১৭৬১ সালে।
58. আলা-উদ-দীন খলজি প্রথম অভিযানে
কোন রাজ্য জয় করেন ?
উঃ গুজরাত।
59. তুঘলক বংশের কোন সুলতান 'Token Currency' প্রচলন করেন ?
উঃ মোহাম্মদ বিন তুঘলক।
60. গৌতম বুদ্ধ কোন মৌর্য রাজার রাজত্বকালে মারা যান ?
উঃ অজাতশত্রু।
61. বৎস রাজ্যের রাজধানীর নাম কী ?
উঃ কৌশাম্বি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url