ভারতের ভূগোলের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. শ্রীনগর থেকে গিলগিট হয়ে পামির যাওয়ার
গিরিপথের নাম কী ?
উঃ বুর্জিল গিরিপথ।
2. বানিহাল গিরিপথের অপর নাম কী ?
উঃ জওহর সুড়ঙ্গ।
3. জওহর সুড়ঙ্গ কত কিলােমিটার দীর্ঘ ?
উঃ ২.৫৬ কিলােমিটার।
4. বুন্দিলপীর ও বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত?
উঃ পীরপাঞ্জাল পর্বতে।
5. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ তথা ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ K2-র উচ্চতা কত ?
উঃ ৮,৬১১ মিটার।
6. ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি ?
উঃ লাদাখ।
7. লাদাখের গড় উচ্চতা কত ?
উঃ ৫,৩০০ মিটার।
৪. কোন শৈলশৃঙ্গ লাদাখকে দু’টি সুস্পষ্ট বিভাগে ভাগ করেছে ?
উঃ চাঙ্গ চেনমাে শৈলশ্রেণি।
9. জম্মু থেকে শ্রীনগর যাওয়ার গিরিপথ কোনটি ?
উঃ বানিহাল গিরিপথ।
10. সিঞ্চুলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ রেনিগঙ্গা।
11. দার্জিলিঙের হিমালয় পার্বত্য অঞ্চলে কোথায় বিমানবন্দর আছে ?
উঃ বাগডােগরায়।
12. ‘মকাইবাড়ি’ কীসের জন্য বিখ্যাত ?
উঃ উন্নতমানের চায়ের জন্য।
13. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কোথায় সেনানিবাস আছে।
উঃ কালিম্পঙে।
14. পশ্চিমবঙ্গে পর্বত আরােহণ প্রশিক্ষণ কেন্দ্র কোথায় আছে ?
উঃ দার্জিলিঙে।
15. এক শৃঙ্গবিশিষ্ট গণ্ডার পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে দেখা যায় ?
উঃ জলদাপাড়া।
16. তরাই অঞ্চলের সবচেয়ে বড় অভয়ারণ্যের নাম কী ?
উঃ জলদাপাড়া অভয়ারণ্য।
17. পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরির কারখানা আছে ?
উঃ বর্ধমানের রূপনারায়ণপুরে।
18.পূর্ব উপকূলের সমভূমির স্থানীয় নাম কী ?
উঃ পাইয়ান ঘাট।
19. সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কী ?
উঃ সেরেস।
20. ফারেনহাইট থার্মোমিটারে জলের স্ফুটনাঙ্কক কত?
উঃ ২১২°।
21.সূর্যের উন্নতি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়  ?
উঃ ‘সেক্সট্যান্ট’ যন্ত্রের সাহায্যে।
22. কোন গ্রহকে পৃথিবীর যমজ ভাই’বলা হয় ?
উঃ শুক্র গ্রহকে।
23. গ্যানিমিড, আইও কোন গ্রহের উপগ্রহ ?
উঃ বৃহস্পতির।
24. কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় ?
উঃ ইউরেনাসকে।
25. ওবেরন কোন গ্রহের উপগ্রহ?
উঃ ইউরেনাস।
26. সবচেয়ে বড় উপগ্রহ কোনটি ?
উঃ শনির উপগ্রহ টাইটান।
27. চাঁদ কতদিনে পৃথিবীকে একবার পরিক্রমণ করে ?
উঃ ২৭ দিন ৮ ঘন্টা।
28. চাঁদের ব্যাস কত ?
উঃ ২৬১ কিলােমিটার।
29. হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন ?
উঃ স্যার এডমন্ড হ্যালি।
30. চাদের ভর কত ?
উঃ 7.35 × 10¹⁹ টন।
31. পৃথিবীর সবচেয়ে দক্ষিণের বিন্দুকে কী বলে ?
উঃ কুমেরু ।
32. কোন অঞ্চলে পৃথিবীর কোনাে আবর্তন বেগ নেই ?
উঃ মেরু অঞ্চলে।
33. কোন স্থানে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশী ?
উঃ নিরক্ষীয় অঞ্চলে।
34. পৃথিবীর আবর্তনের ফলে কোন শক্তির সৃষ্টিহ হয়?
উঃ কোরিওলিস শক্তি।
35. প্লুটোর উপগ্রহটির নাম কী ?
উঃ কেরন।
36. পৃথিবীর উত্তর প্রান্তের সর্বোত্তম বিন্দুকে কী বলে ?
উঃ সুমেরু।
37. পৃথিবীর অনুসূর অবস্থান হয় কত তারিখে ?
উঃ ৩ জানুয়ারি।
38. পৃথিবীর অপসূর অবস্থান হয় কত তারিখে ?
উঃ ৪ জুলাই।
39. পৃথিবীর গতিশীলতা কোন বিজ্ঞানী প্রমাণ করেন ?
উঃ ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট।
40. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত ?
উঃ ঘন্টায় ১,৬০০ কিলােমিটার।
41. কলকাতায় পৃথিবীর আবর্তনের বেগ কত ?
উঃ ঘন্টায় ১,৫৩৫ কিলােমিটার।
42. বায়ুমণ্ডলের নিচুস্তরে প্রতি কিলােমিটার উচ্চতা বাড়ায় কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে ?
উঃ ৬.৪° সেন্টিগ্রেড।
43. উষ্ণতা মাপক যন্ত্রে কত রকমের স্কেল ব্যবহার করা হয় ?
উঃ দু’রকম : ফারেনহাইট ও সেন্টিগ্রেড।
44. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
উঃ কলকাতা।
45. চন্দননগরকে কোন বছর হুগলি জেলার মহকুমাতে পরিণত করা হয় ?
উঃ ১৯৪৯ সালে।
46. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু কী প্রকৃতির ?
উঃ চরমভাবাপন্ন।
47. পশ্চিমবঙ্গের কোন জেলায় কুলিক অভয়ারণ্য রয়েছে ?
উঃ উত্তর দিনাজপুর।
48. কোন দুই জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় ?
উঃ পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান।
49. পশ্চিমবঙ্গের কোন জেলাতে সবচেয়ে কম বনাঞ্চল আছে?
উঃ উত্তর দিনাজপুর।
50. পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি ?
উঃ শেফালি।
51. হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিঙ জেলায় কী নামে পরিচিত ?
উঃ তরাই।
52. পশ্চিমবঙ্গের কোথায় রিভার রিসার্চ ইনস্টিটিউট রয়েছে ?
উঃ মােহনপুর, হরিণঘাটা।
53. পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় (প্রায় ৫০০ সেন্টিমিটার) ?
উঃ আলিপুরদুয়ার জেলার বক্সা ডুয়ার্সে।
54. কোন বছর অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন তৈরি হয় ?
উঃ ১৯৫৫ সালে।
55. ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণকেন্দ্র কোথায় রয়েছে ?
উঃ কোচিনে।
56. রপ্তানি বাণিজ্যে ভারতে কোন বন্দন প্রথম স্থানে রয়েছে ?
উঃ মার্মাগাও ।
57.পাত্ৰাতু-জপেলা শিল্পাঞ্চলটি কোথায় রয়েছে ?
উঃ ছােটনাগপুর শিল্পাঞ্চলে।
58. ভারতের সবচেয়ে বড় তামার কারখানাটি কোথায় রয়েছে ?
উঃ মৌভাণ্ডার।
59. ফোনিক্স বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় রয়েছে ?
উঃ পাের্টব্লেয়ার।
60. গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ গােরক্ষনাথ।
61. সিন্ধুনদের সিয়ােক উপনদীটির উৎপত্তিস্থলকোন  হিমবাহ ?
উঃ রিমাে।
62. ইছামতী ও চূর্ণী কোন নদীর দুটি শাখা ?
উঃ মাথাভাঙ্গা।
63. ওড়িশার চিলকা হ্রদ কোন ধরণের হ্রদ ?
উঃ লবণাক্ত জলের হ্রদ।
64. বায়ুর অবক্ষেপণের ফলে ভারতে কোন হ্রদটি তৈরি হয়েছে ?
উঃ সম্বর হ্রদ।
65. ভারতের জাতীয় সড়ক সংস্থা কোন বছর গড়ে তােলা হয় ?
উঃ ১৯৮৯ সালের ১৫ জুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url