ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস
1. হরিজন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ মােহনদাস করমচাঁদ গান্ধী।
2.সাইমন কমিশনের রিপাের্টের ওপর ভিত্তি করে
ইংরেজ সরকার কোন আইন পাশ করে ?
উঃ ভারত শাসন আইন (১৯৩৫ সালে)।
3. ভারতের কোন ভাইসরয়, তার কার্যকালে মারা।
যান ?
উঃ রিচার্ড সাউথওয়েল বুকে (ইতিহাসে যিনি লর্ড মায়াে নামে পরিচিত)।
4. কোন ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন?
উঃ দাদাভাই নওরােজি।
5. কার পরিকল্পনায় ও নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয় ?
উঃ মাস্টারদা সূর্য সেন।
6. কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত
হন ?
উঃ হরিপুরা কংগ্রেস।
7. কোন রিপাের্ট সম্পর্কে গান্ধীজী মন্তব্য করেন, "A post dated cheque of a crashing bank'
উঃ ক্রিপস মিশনের রিপাের্ট।
৪. কোন বছর ক্যাবিনেট মিশন’ ভারতে আসে ?
উঃ ১৯৪৬ সালে।
৯. কে ১৯১৩ সালে সান ফ্রান্সিসকোতে ‘গদর পাটির প্রতিষ্ঠা করেন ?
উঃ সােহন সিং ভাকরা।
10. “হিন্দুস্থান রিপাব্লিকান আর্মির প্রতিষ্ঠাতা কে ?
উঃ সূর্য সেন।
11. কে ১৯১৫ সালে পি.এন. ঠাকুর ছদ্মনামে
জাপানে পালিয়ে যান ?
উঃ রাসবিহারী বসু।
12. কোন মামলার অপরাধী হিসাবে রামপ্রসাদ
বিসমিলকে ব্রিটিশ সরকার মৃত্যুদণ্ড দেয় ?
উঃ কাকোরি ষড়যন্ত্র মামলা।
13. এম.এন.রায়ের প্রকৃত নাম কী ছিল ?
উঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
14. লাহাের ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কোন বিপ্লবী টানা ৬৪ দিন অনশনের পর মৃত্যুবরণ
করেন?
উঃ যতীন দাস।
15. কোন বছর ফাঁসির মঞ্চে প্রাণ দেন মাস্টারদা
সূর্য সেন ?
উঃ ১৯৩৩ সালে।
16. কোন বছর পরাধীন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?
উঃ ১৯১১ সালে।
17. কংগ্রেসের কোন অধিবেশনে ‘পন্থ রিসােলিউশন’ পাশ করা হয় ?
উঃ ত্রিপুরি অধিবেশন।
18. ব্রিটিশ নৌবাহিনীর ভারতীয় সদস্যরা কোন
বছর বিদ্রোহ ঘােষণা করেন ?
উঃ ১৯৪৬ সালে।
19. ভারত-পাক সীমান্তের রূপরেখা কে তৈরি
করেন ?
উঃ রাডক্লিফ।
20. ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় কে ইংল্যান্ডে ভারত সচিব ছিলেন ?
উঃ প্যাথিক লরেন্স।
21. কংগ্রেসের কোন অধিবেশনে ‘ভারত ছাড় প্রস্তাব’ গৃহীত হয় ?
উঃ বােম্বে অধিবেশন (১৯৪২ সাল)।
22. ইংরেজদের বিরুদ্ধে গুজরাতের কোলি
সম্প্রদায়ের প্রথম বিদ্রোহ কোন বছর হয় ?
উঃ ১৮২৮ সালে।
23. টিপু সুলতানের পর মহিষউরুতে (মহীশূরে)
ব্রিটিশদের বিরুদ্ধে কে লড়াই চালিয়ে যান ?
উঃ ধুন্দিয়া।
24. কোন ধরণের রাইফেল ব্যবহার নিয়ে সিপাহীরা বিদ্রোহ ঘােষণা করায় ১৮৫৭ সালে
মহাবিদ্রোহ শুরু হয় ?
উঃ এনফিল্ড রাইফেল।
25. নানাসাহেব কার দত্তক পুত্র ছিলেন ?
উঃ পেশােয়া দ্বিতীয় বাজিরাও।
26. ব্রিটিশ ভারতের শাসনভার রানি ভিক্টোরিয়া কবে নিজের হাতে তুলে নেন?
উঃ ১৮৫৭ সালের ১ নভেম্বর।
27. কোন বছরের সনদে জাতি-ধর্ম-বর্ণ
নির্বিশেষে ভারতীয়দের যােগ্যতা অনুসারে
রাজপদে নিয়ােগের নীতি স্বীকৃত হয় ?
উঃ ১৮৩৩ সালে।
28. কর্মদেবী’, কাঞ্চী কাবেরী’ ও ‘শূর-সুন্দরী’
কাব্যগ্রন্থ গুলি কার রচনা ?
উঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
29.সংবাদপত্র প্রকাশ করলে সরকারের কাছে তা নথিভুক্ত করা কোন বছর থেকে বাধ্যতামূলক করা হয়?
উঃ 1867 সালে।
30. লাহােরে ‘পঞ্জাব বিশ্ববিদ্যালয় কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮৮২ সালে।
31. ‘এলাহাবাদ বিশ্ববিদ্যালয়’ কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮৮৭ সালে।
32. শিক্ষার অগ্রগতি ও শিক্ষা ব্যবস্থা পর্যালােচনার জন্য উইলিয়াম হান্টারের নেতৃত্বে
ভারত সরকারের কমিশন কবে তৈরি হয় ?
উঃ ১৮৮২ সালে।
33. ১৮৫৮ থেকে ১৮৬০ সালে নীল বিদ্রোহের
সময় কোন পত্রিকা বিদ্রোহীদের সপক্ষে জনমত তৈরি করে ?
উঃ ‘হিন্দু প্যাট্রিয়ট'।
34. ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন’ কোন বছর হয় ?
উঃ ১৯০৪ সালে।
35. ১৯০২ সালে গড়ে ওঠা ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনে ভারতীয় সদস্য কে কে ছিলেন ?
উঃ গুরুদাস বন্দ্যোপাধ্যায় ও সৈয়দ হােসেন বিলগ্রামি।
36. ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন ?
উঃ টমাস রালে।
37. বাংলায় স্ত্রীশিক্ষার জন্য প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় কোন বছর হয় ?
উঃ ১৮৪৯ সালে।
38. জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন ভারত সরকারের কোন পদে ছিলেন?
উঃ আইন সচিব।
39. ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে কোথায় কোন বছর প্রতিষ্ঠা করেন ?
উঃ ডি.কে.কার্ভে, ১৯১৬ সালে মহারাষ্ট্রের পুণেতে।
40. প্রাথমিক শিক্ষা ও মাতৃভাষার মাধ্যমে শিক্ষার দিকে প্রথম কে দৃষ্টি আকর্ষণ করেন?
উঃ উইলিয়াম অ্যাডাম।
41.মীর মুশারফ হােসেনের নীলকর অত্যাচারের
বিষয়ে লেখা উপন্যাসটির নাম কী ?
উঃ উদাসীন পথিকের মনের কথা।
42. ব্রিটিশ ভারতে নাট্যানুষ্ঠানের ওপর কোন বছর প্রথম নিয়ন্ত্ৰণাদেশ দেওয়া হয়?
উঃ ১৮৭৬ সালে।
43. ভারতে ক্রীতদাস প্রথা কোন বছর বে-আইনি
ঘােষিত হয়।
উঃ ১৮৪৩ সালে।
44. ভারতের প্রথম ভাইসরয় কে ?
উঃ চার্লস জন ক্যানিং (ইতিহাসে যিনি লর্ড ক্যানিং নামে পরিচিত)।
45. বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন ?
উঃ তিতুমির।
46. তিতুমিরের আসল নাম কী ?
উঃ মীর নিশার আলি।
47. ‘এশিয়াটিক সােসাইটি’ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৭৮৪।
48. কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত
হয় ?
উঃ ১৮৫৭ সালে।
49. কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৩৫ সালে।
50. আজাদ-হিন্দ-ফৌজের সৈনিকদের কোথায় বিচার হয় ?
উঃ দিল্লির লালকেল্লায়।
51. কলকাতা (শিবপুর) ইঞ্জিনিয়ারিং কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮৫৬ সালে ।
52. ‘হিন্দু কলেজ’ কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮১৭ সালে।
53. কোন বছর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮৯৭ সালে।
54. সব্যসাচী’ চরিত্রটি কার তৈরি ?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
55. ভারতসভা’র প্রতিষ্ঠাতা কে ?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
56. সত্যার্থ প্রকাশ’ গ্রন্থের রচয়িতা কে ?
উঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।
57.কাকে 'নব্য বাঙ্গলা চিত্রকলা রীতির অগ্রদূত
বলা হয় ?
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।
58. কোন ভাইসরয়ের আমলে সতীদাহ প্রথা রদ হয় ?
উঃ উইলিয়াম হেনরি ল্যাভেন্ডিশ বেন্টিঙ্ক (ইতিহাসে যিনি লর্ড বেন্টিঙ্ক নামে পরিচিত)।
59. ইন্ডিয়ান লিগ’ কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮৭৫ সালে।
৬০. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।