সংকর ধাতু কাকে বলে?
সংকর ধাতু কাকে বলে?
উঃ সংকর ধাতু (alloy) হল দুই বা ততােধিক ধাতুর সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। ঐ মিশ্রণে কোন অধাতু ও থাকতে পারে। এইরূপ মিশ্রণের কতকগুলি বিশেষ ধর্ম লক্ষ্য করা যায়। ষ্টীল হল এক প্রকার সংকর ধাতু। যার মূল উপাদান আয়রণ সাথে থাকে কার্বন। ষ্টীলের সাথে অনেক ধাতব মৌল যেমন ম্যাঙ্গানীজ, নিকেল, ক্রোমিয়াম প্রভৃতির যে কোন একটি বা একাধিক মিশিয়ে ভিন্ন ভিন্ন গুণসম্পন্ন ষ্টীল তৈরী করা হয়। যেমন— এক ধরণের স্টেনলেস ষ্টীলে মােটামুটি (12-15%) ক্রোমিয়াম (8–10%) নিকেল, (0.01- 1.5%) কার্বন এবং অবশিষ্ট অংশ লােহা বর্তমান।