ব্যাঙ্কিং ক্ষেত্রে ভারতের প্রথম ঘটনা

• ভারতের প্রথম যে ব্যাঙ্ক স্থাপিত হয়েছিলঃ ব্যাঙ্ক অফ হিন্দুস্থান (১৭৭০)
• ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাঙ্কঃ অউধ কমার্শিয়াল ব্যাঙ্ক (১৮৮১)।
• ভারতীয় পুঁজিতে স্থাপিত প্রথম ব্যাঙ্কঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (১৮৯৪) (স্থপতি লালা লাজপত রায়)
• ভারতে স্থাপিত প্রথম বিদেশি ব্যাঙ্কঃ এইচএসবিসি (HSBC)
• Iso Certificate প্রাপ্ত প্রথম ভারতীয় ব্যাঙ্কঃ কানাড়া ব্যাঙ্ক (১৯৯৬)
• ভারতের বাইরে স্থাপিত প্রথম ভারতীয় ব্যাঙ্কঃ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (লন্ডন - ১৯৪৬)।
• প্রথম ATM পরিষেবা প্রদানকারী ব্যাঙ্কঃ এইচএসবিসি (১৯৮৭ সালে মুম্বাইতে)
• ভারতের প্রথম Joint Stock Bank : ব্যাঙ্ক অফ আপার ইন্ডিয়া (১৮৬৩)
• ভারতে তৈরি প্রথম ইউনিভার্সাল ব্যাঙ্কঃ আইসিআইসিআই (ICICI) (২০০২)
• যে ব্যাঙ্ক প্রথম সেভিংস অ্যাকাউন্ট চালু করেঃ প্রেসিডেন্সি ব্যাঙ্ক (১৮৩৩)।
• প্রথম ব্যাঙ্ক যেখানে প্রথম Cheque system চালু করা হয়ঃ বেঙ্গল ব্যাঙ্ক (১৮৩৩)
• যে ব্যাঙ্ক প্রথম ইন্টারনেট ব্যাঙ্কিং' পরিষেবা চালু করেঃ আইসিআইসিআই ব্যাঙ্ক (১৯৯৮)
• যে ব্যাঙ্ক প্রথম মিউচুয়াল ফান্ড পরিষেবা শুরু করেঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (১৯৮৭) ,
• ক্রেডিট কার্ড পরিষেবা প্রথম শুরু করেছিলঃ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
• ভারতের প্রথম রুরাল রিজিওনাল ব্যাঙ্ক (গ্রামীণ ব্যাঙ্ক) হলঃ প্রথমা গ্রামীণ ব্যাঙ্ক (১৯৭৫) (সিন্ডিকেট ব্যাঙ্কের তত্ত্ববধানে গঠিত
• প্রথম বেসরকারি সংস্থা যেটি 'in principle' ব্যাঙ্কিং লাইসেন্স পেয়েছিলঃ IDFC ও বন্ধন ব্যাঙ্ক (২০১৪)
• যে ব্যক্তি ভারতে প্রথম "Merchant Banking' পরিষেবা চালু করেঃ Grind Lays Bank (১৯৬৭)
• যে ব্যাঙ্ক প্রথম block chain technology চালু করেছিলঃ আইসিআইসিআই ব্যাঙ্ক (২০০২)
• যে ব্যাঙ্ক প্রথম voice biometric পদ্ধতি চালু করেছিলঃ সিটি ব্যাঙ্ক (২০১৬)।
• যে ব্যাঙ্ক, ব্যাঙ্কিং ক্ষেত্রে প্রথম রােবট চালু করেছিলঃ সিটি ইউনিয়ন ব্যাঙ্ক (২০১৬)।
• ভারতের প্রথম যে ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হয়েছিলঃ নিউ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (১৯৯৩)
• যে ব্যাঙ্ক প্রথম মােবাইল এটিএম পরিষেবা চালু করেছেঃ আইসিআইসিআই ব্যাঙ্ক
• ভারতের প্রথম ব্যাঙ্ক talking ATM পরিষেবা চালু করেঃ ইউনিয়ন ব্যাঙ্ক (গুজরাটের আহমেদাবাদে)
• প্রথম কম্পিউটারাইজ ব্যাঙ্কঃ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
• ভারতে প্রথম নন-ব্যাঙ্কিং এটিএম পরিষেবা চালু করেছিলঃ টাটা কমিউনিকেশনস পেমেন্টস সলিউশনস লিমিটেড
• ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নরঃ সি ডি দেশমুখ (১১ আগস্ট, ১৯৪৩ - ৩০ জুন, ১৯৪৯)
• ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নরঃ অসবর্ন থি (১ এপ্রিল, ১৯৩৫ = ৩০ জুন, ১৯৩৭)
• ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্কঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
• ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কঃ আইসিআইসিআই ব্যাঙ্ক
• ভারতের বৃহত্তম বিদেশি ব্যাঙ্কঃ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক
• ভারতের সবচেয়ে বেশি শাখা সমন্বিত সরকারি ব্যাঙ্কঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
• ভারতের সবচেয়ে পুরােনাে সরকারি ব্যাঙ্কঃ এলাহাবাদ ব্যাঙ্ক
• প্রথম যে ব্যাঙ্ক UPI ভিত্তিক মােবাইল ওয়ালেট অ্যাপস চালু করেছেঃ আইসিআইসিআই ব্যাঙ্ক (২০১৫)
• প্রথম স্পর্শরিহিত ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছেঃ আইসিআইসিআই ব্যাঙ্ক (২০১৫)
• প্রথম যে ব্যাঙ্ক নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ-এ নথিভুক্ত হয়েছিলঃ আইসিআইসিআই ব্যাঙ্ক (১৯৯৯)
• প্রথম মহিলা ব্যাঙ্কঃ ভারতীয় মহিলা ব্যাঙ্ক
• প্রথম যে ব্যাঙ্ক ট্যুইটারে টাকা লেনদেন চালু করেছিলঃ আইসিআইসিআই ব্যাঙ্ক (২০১৫)
• প্রথম যে ব্যাঙ্ক চ্যাট বট ভিত্তিক ব্যাঙ্কিং পরিষেবা চালু করেছিলঃ ইয়েস ব্যাঙ্ক (২০১৬)
• প্রথম স্মল ফিন্যান্স ব্যাঙ্কঃ ক্যাপিটাল স্মল ফিন্যান্স ব্যাঙ্ক (২০১৬)
• প্রথম পেমেন্ট ব্যাঙ্কঃ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক
Previous Post
No Comment
Add Comment
comment url