ভারতের ইতিহাসে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজাদের নামের তালিকা

ভারতের ইতিহাসে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজাদের নামের তালিকা
ভারতের ইতিহাসে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজাদের নাম যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা কে ছিলেন এই রকম ধরনের প্রশ্ন  কোন না কোন পরীক্ষায় আসে । যে ধরনের প্রশ্ন হয়ে থাকে নিচে দেওয়া হলো-
হর্ষঙ্ক বংশ
1. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ বিম্বিসার।
2. হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উঃ অজাত শত্রু।
3. হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে?
উঃ নাগদশক।
শিশুনাগ বংশ
4. শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ শিশুনাগ।
5. শিশুনাগ বংশের শেষ রাজা কে?
উঃ কালাশোক।
নন্দ বংশ
6. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ মহাপদ্ম নন্দ
7. নন্দ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ ধননন্দ
8. নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ ধননন্দ
মৌর্য বংশ
9. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
10. মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উঃ সম্রাট অশোক।
11. মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ বৃহদ্রথ।
কুষাণ বংশ
12. কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ কুজুল কদফিসেস।
13. কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উঃ কনিষ্ক
14. কুষাণ বংশের শেষ রাজা কে?
উঃ বাসুদেব।
সাতবাহন বংশ
15. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ সিমুক।
16. সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ গৌতমীপুত্র সাতকর্ণী।
17. সাতবাহন বংশের শেষ রাজা কে?
উঃ যজ্ঞশ্রী সাতকর্ণী।

 সব বংশকে একত্রিত করে তালিকায় দেয়া হল:- 
বংশরাজার স্থানরাজা

হর্ষঙ্ক বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
বিম্বিসার
অজাত শত্রু
নাগদশক
শিশুনাগ বংশপ্রতিষ্ঠাতা
শেষ রাজা
শিশুনাগ
কালাশোক

নন্দ বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
মহাপদ্ম নন্দ
ধননন্দ
ধননন্দ

মৌর্য বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
চন্দ্রগুপ্ত মৌর্য
সম্রাট অশোক
বৃহদ্রথ

কুষাণ বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
কুজুল কদফিসেস
কনিষ্ক
বাসুদেব

সাতবাহন বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
সিমুক
গৌতমীপুত্র সাতকর্ণী
যজ্ঞশ্রী সাতকর্ণী

গুপ্ত বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
শ্রীগুপ্ত
সমুদ্র গুপ্ত
বিষ্ণু গুপ্ত

পুষ্যভূতি বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
প্রভাকর বর্ধন
হর্ষবর্ধন
হর্ষবর্ধন

প্রতিহার বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
প্রথম নাগভট্ট
মিহির ভোজ
রাজ্যপাল

পাল বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
গোপাল
দেবপাল
রামপাল

সেন বংশ
প্রতিষ্ঠাতা
প্রকৃত প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
সামন্ত সেন
বিজয় সেন
বল্লাল সেন
লক্ষণ সেন

চালুক্য বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
প্রথম পুলকেশী
দ্বিতীয় পুলকেশী
দ্বিতীয় কীর্তিবর্মন

রাষ্ট্রকূট বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
দন্তিদূর্গ
অমোঘবর্ম
তৃতীয় কৃষ্ণ

পল্লব বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
শিবস্কন্দ বর্মন
প্রথম নরসিংহ বর্মন
অপরাজিত

চোল বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
বিজয়ালয়
প্রথম রাজেন্দ্র চোল
তৃতীয় রাজেন্দ্র চোল

দাস বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ সুলতান
শেষ সুলতান
কুতুবউদ্দিন আইবক
ইলতুৎমিস
কাইকোবাদ

খলজি বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ সুলতান
শেষ সুলতান
জালালউদ্দিন খলজি
আলাউদ্দিন খলজী
মোবারক খলজী

তুঘলক বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ শাসক
শেষ সুলতান
গিয়াসউদ্দিন তুঘলক
ফিরোজ শাহ তুঘলক
নাসিরউদ্দিন মামুদ শাহ

লোদী বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
বহলুল লোদী
সিকান্দার লোদী
ইব্রাহিম লোদী

সৈয়দ বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ রাজা
শেষ রাজা
খিজির খাঁ
মুবারক শাহ
আলম শাহ
মারাঠা শক্তিপ্রতিষ্ঠাতাশিবাজী

মুঘল বংশ
প্রতিষ্ঠাতা
শ্রেষ্ঠ সম্রাট
শেষ সম্রাট
বাবর
আকবর
দ্বিতীয় বাহাদুর শাহ
...
Next Post Previous Post
2 Comments
  • Sushanta
    Sushanta September 11, 2021 at 8:59 PM

    nice post

  • Unknown
    Unknown March 16, 2022 at 12:16 AM

    nice post

Add Comment
comment url