জীববিদ্যার মজাদার কিছু তথ্য

1. মানবদেহের চর্মের ক্ষেত্রফল কত?
উঃ 1.8 বর্গ মি।
2. মানবদেহের ফুসফুসের ক্ষেত্রফল কত? 
উঃ 55 বর্গ মি।
3. প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত?
উঃ1360 গ্রাম (1.36 kg)।
4. প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের ওজন কত?
উঃ 300-330 গ্রাম।।
5. প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্কের ওজন কত?
উঃ 125-170 গ্রাম।
6. একজন মানুষের জিহ্বার গুটিকা কত?
উঃ 9,000-10,000
7. মানবদেহের যকৃতের উপখণ্ডক কত?
উঃ 10 লক্ষ।
8. মানুষের মস্তিষ্কের স্নায়ুকোশের সংখ্যা কত?  
উঃ 10,000 মিলিয়ন।
9. মানবদেহে কোশের সংখ্যা কত? 
উঃ 60,000 মিলিয়ন।।
10. মানুষের অক্ষিপটে কোশের সংখ্যা কত? 
উঃ13 কোটি 70 লক্ষ।
11. মানুষের ফুসফুসের বায়ুথলি কত?
 উঃ 18 কোটি।
12. মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত?
উঃ 10 লক্ষ।
13. মানবদেহে লােহিত রক্তকণিকার সংখ্যা কত?
উঃ 25 কোটি (প্রতি ঘন মিলিমিটারে 50 লক্ষ)।
14. মানুষের হাঁচির গতি কত? (Speed of sneeze)
উঃ ঘণ্টা প্রতি 160 কিমি।
15. মানুষের প্রতি মিনিটে নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত?
উঃ 200 মিলি।
16. মানবদেহে রক্ত প্রবাহের বেগ কত?
উঃ 22 সেকেন্ড।
17. শিশুর প্রাত্যহিক কত ক্যালােরি চাহিদা প্রয়োজন?
উঃ 1300 কিলাে ক্যালােরি।
18. একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রাত্যহিক কত ক্যালােরি চাহিদা প্রয়োজন?
উঃ 3000 কিলাে ক্যালােরি।
19. কোন প্রাণীর জন্মের পূর্বে দাঁত পড়ে যায় ? 
উঃ তিমি, প্লাটিপাস, শ্লথ।
20. মানবদেহের কঠিনতম অংশ কোনটি? 
উঃ দাঁতের এনামেল।
21. মানুষের দেহের ব্যস্ততম অংশ কোনটি ?
উঃ হৃৎপিণ্ড।
22. মানবদেহের জৈব রসায়নাগার কোনটি?
উঃ যকৃৎ।
23. মানুষের ব্রেনের ধারন ক্ষমতা কত?
উঃ বৈজ্ঞানিকদের মতে, কমপক্ষে 2.5 পেটাবাইট অথবা ১ মিলিয়ন জিবি বা ১০ লাখ গিগাবাইট।
24. সমুদ্রের ঘােড়া কোনটি?
উঃ সি-হর্স (Hippocampus)।
25. নদীর ঘােড়া কাকে বলে?
উঃ জলহস্তী (Hippopotamus)।
26. গেছাে ইদুর (Tree rat) : ভেন্ডিলিউরিয়া (Vendituria)।।
27. মানুষের সবথেকে বলবান পেশি কোনটি? 
উঃ চোয়ালের পেশি।।
28. সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কে ?
উঃ মানুষ।
29. শীতঘুমবিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উঃ বাদুড়, কাঠবিড়ালি।
30. একটি শীতঘুমবিশিষ্ট পাখির নাম কি?
উঃ পুওর উইল (Poor will)।
31. মানবদেহের সর্বাপেক্ষা হালকা অস্থির নাম কি?
উঃ ন্যাসােটারবিনালস (Naso-turbinals)।
32. চার চোখ বিশিষ্ট মাছের নাম কি?
উঃ অ্যামব্লেপস্ (Ambleps)।
33. জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
উঃ (i) অঙ্গুরিমাল (Annelida) : পেরিপেটাস (Peripatus)
(ii) সন্ধিপদ (Arthropoda) : লিমিউলাস (Limulus)
(iii) মাছ (Fish) : ল্যাটিম্যারিয়া (Latimaria)
(iv) সরীসৃপ (Reptile) : স্ফেনােডন (Sphenodon)
34. সমুদ্রর সর্বাপেক্ষা গভীরে বসবাসকারী মাছ কোনটি? 
উঃ ব্যাসাগিগাস (Bassagigas)।।
35. একটি পা বিহীন গিরগিটির নাম কি?
উঃ ওফিওরােস (Ophiosaurus)।
36. একটি হােমােডন্ট দাঁতযুক্ত স্তন্যপায়ী প্রাণীর নাম কি?
উঃ ডলফিন (Dolphin)।
37. একটি দাঁতবিহীন স্তন্যপায়ীর নাম বল।
উঃ স্পিনি অ্যান্ট ইটার (Spiny ant eater)।
38. হর্নটোড কি?
উঃ সরীসৃপ (Reptile)।
39. অধুনালুপ্ত পক্ষী  কোনটি?
উঃ ডােডাে (Dodo)।
40. একটি রক্তচোষা বাদুড়ের উদাহরণ দাও।
উঃ ভ্যামপায়ার ব্যাট (Vampire bat)।
41.মরুভূমির জাহাজ কাকে বলে?
উঃ উটকে।
42. কোন প্রাণীর পাঁচটি চোখ?
উঃ মৌমাছির।
43. পিঁপড়ের কয়টি পা থাকে?
উঃ 6 টি।
44. কোন প্রাণী চোখ খুলে ঘুমায়?
উঃ মাছ।
45. কোন প্রাণীর চোখ সবচেয়ে বড়?
উঃ স্কুইড প্রাণীর।
46. কোন প্রাণীর হাঁটুতে কান থাকে?
উঃ ফড়িং।
47. কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে?
উঃ বাদুড়।
48. কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়?
উঃ ঘোড়া।
49. এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম বলো যে ডিম পারে এবং বাচ্চাকে দুধ পান করায়?
উঃ প্লাটিপাস, একিডনা।
50. কোন পাখি আকাশে উড়তে উড়তে ডিম পাড়ে এবং শূন্যেই ডিম ফুটে বাচ্চা বের হয়‌?
উঃ হোমা পাখি।
51. কোন পাখি পিছন দিকে উড়তে পারে?
উঃ হামিং বার্ড ( পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পাখি).
52. কোন পাখি অন্যের বাসায় ডিম পাড়ে?
উঃ কোকিল।
53. কোন প্রাণী সবচেয়ে উঁচুতে উঠতে পারে?
উঃ ঈগল পাখি।
54. কোন পাখি মানুষের মতো হাঁটে?
উঃ পেঙ্গুইন পাখি।
55. কোন পাখির ডানা নেই পাখা নেই তবুও উড়তে পারে?
উঃ উড্ডুক পাখি।
56. কোন পাখি হাঁটতে পারে না লাফিয়ে লাফিয়ে চলে?
উঃ চড়ুই পাখি।
57. কোন পাখি পানির উপর দিয়ে হাঁটতে পারে?
উঃ ওয়েস্টার্ন গ্রেব।
58. কোন পাখিকে স্বর্গের পাখি বলা হয়?
উঃ বার্ড অব প্যারাডাইজকে ( এই পাখিকে ঈশ্বরের পাখি বলে ডাকা হয়)।
60. পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণী কি?
উঃ জিরাফ এরা প্রায় 9 মিটার পর্যন্ত উঁচু হয়।
61. পৃথিবীর সবচেয়ে বড় পাখি কি?
উঃ উটপাখি । এরা প্রায় 3 মিটার উঁচু হয় এবং উঠতে পারেনা কিন্তু খুব জোরে দৌড়ায়।
62. পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক পাখি কোনটি?
উঃ অ্যালবাট্রস। প্রশান্ত মহাসাগরের দ্বীপের থাকে।
63. পৃথিবীর সবচেয়ে ছোট পতঙ্গ কি?
উঃ ইলাফিস ( মাছি).
64. কোন প্রাণীর কান নেই?
উঃ সাপ।
65. কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
উঃ তুলা গাছকে।
67. পৃথিবীতে কোন গ্রুপের রক্তের মানুষ সবচেয়ে বেশি?
উঃ O+
68. কোন প্রাণী জিহ্বা দিয়ে শুনে ?
উঃ সাপ।
69. বিশ্বের কোন প্রাণীর দুধ সবচেয়ে মিষ্টি?
উঃ হাতি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url