পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম ও দ্রুততম যা কিছু

 দ্রুততম যা কিছু
1.বিশ্বের দ্রুততম প্রাণীর নাম কি?
উঃ চিতা বাঘ
2. বিশ্বের দ্রুতগামী পাখির নাম কি?
উঃ জাপানের স্পাইন টের সুইফট পাখি।
3. বিশ্বের দ্রুতগামী মাছ কোনটি ?
উঃ সেল ফিশ ( Sail Fish)
4. বিশ্বের সর্বাপেক্ষা দ্রুতগামি সাপ কোনটি?
উঃ আফ্রিকার ম্যুমবা (Mumba Of Africa) ।
5. বিশ্বের দ্রুতগামী পতঙ্গ কোনটি?
উঃ ডিয়ার বট ফ্লাই ( Deer bot fly)
6. বিশ্বে দ্রুত ডানা স্পন্দনক্ষম পাখির নাম কি?
উঃ হামিংবার্ড।
7. বিশ্বে দ্রুত ডানা স্পন্দনকারী পতঙ্গ কোনটি?
উঃ ফোরসিপোমাইলা।
7.বিশ্বের দ্রুতগামী ট্রেন কোনটি?
উঃ সাংহাই ম্যাগলভ, গতি: 431 কিমি / ঘন্টা (267.8 মাইল) (চীন)

বিশ্বের উচ্চতম যা কিছু
1.বিশ্বের উচ্চতম মহাসাগর কোনটি?
উঃ প্রশান্ত- মহাসাগর।
2. বিশ্বের উচ্চতম খাদের নাম কি?
উঃ মারিয়ানা ট্রেঞ্চ (প্রশান্ত- মহাসাগর)
3.বিশ্বের উচ্চতম সাগর কোনটি?
উঃ ক্যারিবিয়ান সাগর
4.বিশ্বের উচ্চতম উপসাগর কোনটি?
উঃ মেক্সিকো উপসাগর।
5. পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি?
উঃ বৈকাল হ্রদ।
6. পৃথিবীর উচ্চতম প্রাণীর নাম কি ?
উঃ জিরাফ
7. বিশ্বের উচ্চতম শহর কোনটি?
উঃ ওয়েন চুয়ান (তিব্বত)
8. পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কি?
উঃ লাপাজ (বলিভিয়া)
9. পৃথিবীর উচ্চতম টিভি মাস'ল কোনটি?
উঃ কেভিএলওয়াই টিভি মাস্তুল (যুক্তরাষ্ট্র)।
10. পৃথিবীর উচ্চতম দেশ কোনটি?
উঃ তিব্বত
11. পৃথিবীর উচ্চতম পর্বতমালা কোনটি?
উঃ হিমালয়
12. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
উঃ এভারেষ্ট (নেপাল)
13. পৃথিবীর উচ্চতম মিনার কোনটি?
উঃ বাদশাহ হাসান মসজিদের (মরক্কো)
14. পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি?
উঃ পামির।
15. বিশ্বের উচ্চতম ভবন কোনটি?
উঃ বুর্জ খলিফা (সংযুক্ত আরব আমিরাত)
16. পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কোনটি?
উঃ ওজোস ডেল সালাদো (আর্জেন্টিনা ও চিলি বর্ডারে অবস্থিত যার উচ্চতা 6893 মিটার)।
17. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
উঃ এঞ্জেল (ভেনিজুয়েলা)
18. বিশ্বের উচ্চগলনাঙ্ক বিশিষ্ট ধাতু কোনটি?
উঃ ট্যাংষ্টেন।
19. বিশ্বের উচ্চতম বৃক্ষ কোনটি?
উঃ ক্যালিফোর্নিয়ার উপকূলের রেড উড শ্রেণীর গাছ
20. পৃথিবীর উচ্চতম স্থানের নাম কি?
উঃ আজিজিয়া (লিবিয়া)
21. পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি?
উঃ টিটিকাকা (বলিভিয়া)
22. পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি?
উঃ আল্পিনা।

বিশ্বের ক্ষুদ্রতম যা কিছু
1. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
উঃ ওশেনিয়া
2. আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান সিটি (যার আয়তন 110 একর)
3. জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি?
উঃ মালদ্বীপ।
4. বছরের সবচেয়ে ক্ষুদ্রতম দিন কোনটি?
উঃ ২২ ডিসেম্বর (উত্তর গােলার্ধে)
5.বছরের সবচেয়ে ক্ষুদ্রতম রাত কোনটি?
উঃ ২১ জুন (উত্তর গােলার্ধে)
6. পৃথিবীর ক্ষুদ্রতম নদীর নাম কি?
উঃ ডি রিভার (যুক্তরাষ্ট্র)
7. পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি?
উঃ হামিং বার্ড
8. পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি?
উঃ: দক্ষিণ মহাসাগর কিংবা এন্টার্কটিক মহাসাগর।
9. পৃথিবীর ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উঃ বুধ
10. পৃথিবীর ক্ষুদ্রতম গির্জা কোনটি?
উঃ চ্যাপেন্স অব সান্তা-ইসাবেল (ভ্যাটিকান সিটি)
11. পৃথিবীর ক্ষুদ্রতম ফুল কোনটি?
উঃ পিলিয়া মাইক্রোফোলিয়া।
12. পৃথিবীর ক্ষুদ্রতম মাছ কোনটি?
উঃ ইনষ্ট্যান্ট ফিস (ওজন ১ মি. গ্রাম)
13. পৃথিবীর ক্ষুদ্রতম সাবমেরিন কোনটি?
উঃ সেরাফিনা (দৈর্ঘ্য ৪০ সেমি)

বিশ্বের বৃহত্তম যা কিছু
1. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উঃ এশিয়া মহাদেশ।
2. পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি?
উঃ প্রশান্ত মহাসাগর
3. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
উঃ রাশিয়া
4. জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
উঃচীন
5. জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
উঃ ইন্দোনেশিয়া
6. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
উঃ কাজাখস্তান
7. পৃথিবীর বৃহত্তম গ্রহের নাম কি?
উঃ বৃহস্পতি
8. পৃথিবীর বৃহত্তম ঘণ্টা কোনটি?
উঃ মস্কোর ঘণ্টা
9.পৃথিবীর বৃহত্তম পাখি (ওজনে) কোনটি?
উঃ উটপাখি (১৫৫ কেজি)।
10. পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ কোনটি?
উঃ রক্সি (নিউইয়র্ক)।
11. বছরের সবচেয়ে বৃহত্তম দিন কোনটি?
উঃ ২১ জুন (উত্তর গােলার্ধে)
12. বছরের সবচেয়ে বৃহত্তম রাত কোনটি?
উঃ ২২ ডিসেম্বর (উত্তর গােলার্ধে)
13. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি?
উঃ বাংলাদেশ।
1৪. পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি?
উঃ সাহারা মরুভূমি
19. পৃথিবীর বৃহত্তম সাগরের নাম কি?
উঃ দক্ষিণ চীন সাগর

বিশ্বের দীর্ঘতম যা কিছু

বিশ্বের দীর্ঘতম যেগুলো
বিশ্বের দীর্ঘতম প্রাচীর চীনের মহাপ্রাচীর
বিশ্বের দীর্ঘতম নদী (যৌথভাবে) মিসিসিপি মিসৌরি
বিশ্বের দীর্ঘতম খাল গ্র্যান্ড খাল
বিশ্বের দীর্ঘতম কৃত্রিম খাল সুয়েজ খাল
বিশ্বের দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পর্বতমালা
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার
বিশ্বের দীর্ঘতম প্রণালী তাতার প্রণালী
বিশ্বের দীর্ঘতম সড়ক সেতু বাং না এক্সপ্রেস ওয়ে (থাইল্যান্ড 54 কিমি)
বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ
বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ
বিশ্বের দীর্ঘতম সাঁতারের পথ ইংলিশ চ্যানেল
বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ট্রেন ফ্লাইং স্কটসম্যান
বিশ্বের দীর্ঘতম রেল সুরঙ্গ তান্না ( জাপান)
বিশ্বের দীর্ঘতম গিরিখাত মালাক্কা অববাহিকা
বিশ্বের দীর্ঘতম নদী অববাহিকা আমাজন অববাহিকা
বিশ্বের দীর্ঘজীবী প্রাণী কচ্ছপ ( জীবনকাল 190 - 200 বছর)
বিশ্বের দীর্ঘতম লস্ফ প্রাণী ক্যাঙ্গারু
বিশ্বের দীর্ঘতম করিডর রামেশ্বরম মন্দিরের করিডর
বিশ্বের দীর্ঘতম গলা বিশিষ্ট প্রাণী জিরাফ
বিশ্বের দীর্ঘতম মূর্তি মাদারল্যান্ড (রাশিয়া)
বিশ্বের দীর্ঘতম চলচ্চিত্র দ্য হিউম্যান কন্ডিশন
বিশ্বের দীর্ঘতম যুদ্ধ শতবর্ষব্যাপী যুদ্ধ ( ফ্রান্স - ব্রিটেন)
বিশ্বের দীর্ঘতম জাহাজ এমভি মন্ট ( পূর্ব নাম কনক নেভিস)
বিশ্বের দীর্ঘতম মেলেটারি জাহাজ এন্টারপ্রাইজ ক্লাস
বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী জাহাজ ওয়াসিস অব দ্য সি
বিশ্বের দীর্ঘতম কাঠের জাহাজ পিটার ভন ড্যানজিং
বিশ্বের দীর্ঘতম সমুদ্র প্রাচীর সাইমেনজিয়াম সি ওয়াল (দক্ষিণ কোরিয়া)
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু হাংবু বে সেতু (চীন)
বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু সুতং সেতু (চীন)
বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেল সেইকান টানেল (জাপান)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url