Railway Group D 2018 Physics and Chemistry solved paper part-2

1. কিসের দ্বারা একটি বস্তুতে উপস্থিত পদার্থের পরিমাণ বােঝানাে হয়।
উঃ ভর
2. গ্যাসের কোন ধর্ম এটিকে বহনযােগ্য হতে সাহায্য করে?
উঃ সংকুচিত
3. কোন ধাতুটিতে খােলা অবস্থায় রাখলে আগুন ধরে যায়?
উঃ সােডিয়াম এবং পটাসিয়াম।
4. একটি ভৌত অবস্থার বর্ণনায় কিছু রাশির পরিমান নির্দিষ্ট হয় তার মান আর দিকের সাথে। এই ভৌত পরিমাণকে কি বলা হয়?
উঃ ভেক্টর।
5. তিনটে রােধক 5 ওহম, 6 ওহম, 4 ওহম শ্রেণী সমবাযে যুক্ত। তাহলে মােট রােধ কত হবে?
উঃ 15 ওহম।
6. কোনটি অম্লনাশকের (অ্যান্টাসিড) একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয় ?
উঃ সােডিয়াম হাইড্রোজেন কার্বোনেট (Sodium hydrogen carbonate)
7. বায়ুর চাপ নির্দিস্ট তাপমাত্রায় কার সাথে সমানুপাতিক।
উঃ ঘনত্ব
8. আধুনিক পর্যায় সারণীর কোন পর্যায়ে 32টি মৌল আছে?
উঃ পর্যায় 6
9. একটি বস্তু দ্বারা অর্জিত শক্তি হল 1500 জুল এবং এর ভর হল 15 কিলােগ্রাম। মাটি থেকে বস্তুটির উচ্চতা নির্ণয় কর।
(প্রদত্ত g=10 ms-²)
উঃ 10 মিটার।
10. অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীকরণ সম্ভাবনা বেশি থাকার কারণ কি ?
উঃ অর্ধেক ভর্তি পি-অর্বিটালের স্থায়িত্ব বেশি।
11. একটি মৃৎ ক্ষার ধাতুর উদাহরণ দাও।
উঃ ম্যাগনেসিয়াম।
12. রাম একটি 75 লম্বা পুলে সাতার কাটছে। সে একদিক থেকে শুরু করে অন্যদিকে যায় আবার একই রাস্তায় ফিরে এসে এক মিনিটে 15Om সম্পূর্ণ করে। তার গড় দ্রুতি নির্ণয় কর।
উঃ 2.5 ms-¹
13. ‘m’ ভর বিশিষ্ট ভরের একটি বস্তু, ‘v বেগে গতি করলে, এর ভরবেগ কত হবে ?
উঃ mv
14. বিশুদ্ধ জলে, গাঢ়ত্ব কত হবে ?
উঃ H+ এবং OH-আয়ন সমান থাকে।
15. ব্রোঞ্জ কি ?
উঃ সঙ্কর ধাতু।
16. মারকিউরাস আয়নের যােজ্যতা কত ?
উঃ 1
17. তরল অবস্থা থেকে একটি বস্তুর গ্যাসীয় অবস্থায় পরিবর্তনকে কি বলা হয় ?
উঃ বাষ্পীভবন।
18. আধুনিক পর্যায়বৃত্ত তালিকার/পর্যায় সারণীর প্রথম ধাতুকল্পটির নাম কি ?
উঃ B
19. একটি অণু গঠনে ব্যবহৃত পরমাণুর সংখ্যাকে কি বলা হয় ?
উঃ পারমানবিকতা
20. একটি বাল্ব যদি 100 জুল (J) শক্তি ব্যবহার করে ও 20 সেকেন্ড(s) জ্বলে, তাহলে বাল্ব দ্বারা ব্যবহৃত ক্ষমতা কত হবে?
উঃ 5 ওয়াট(W)
21. নিউক্লিয়ার (পারমানবিক) রিয়েক্টারে ব্যবহৃত জ্বালানিটির নাম কি ?
উঃ ইউরিনিয়াম
22. কোন বস্তু বা পদার্থ যার মাধ্যমে শব্দ বাহিত হয় তাকে কি বলা হয় ?
উঃ মাধ্যম।
23. 2.5s (সেকেন্ডে) 20 টি কম্পনে যদি একটা তরঙ্গ সম্পূর্ণ হয়, তাহলে তার কম্পনাঙ্ক কত হবে ?
উঃ 8 Hz
24. ______ এর ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা কম।
1. নাইট্রোজেন
2. বােরন
3. পারদ
4. অক্সিজেন
উঃ পারদ।
25.যখন একটি ধনুক থেকে একটি তীর নিক্ষেপ করা হয়, এর শক্তির রূপান্তরণ কি ঘটবে ?
উঃ স্থিতি শক্তি থেকে গতি শক্তি।
26. 100°C তাপমাত্রার সমান হল কত কেলভিন ?
উঃ 373K
27. 20kg ভর বিশিষ্ট একটি বস্তু 8ms-1 সমবেগে গতি করে। বস্তুটিতে নিহিত গতি শক্তি কত হবে ?
উঃ 640 J
28. একটি অন্তরকের রােধ কি হয় ?
উঃ উচ্চ
29. গণিতজ্ঞ কে প্রথম শূন্যের ধারণা প্রদান করেন?
উঃ আর্যভট্ট
30. ফেনােলফথ্যালিনের উপস্থিতিতে, ক্ষার কেমন দেখায়?
উঃ গােলাপী রং
31. নাইট্রোজেনের পারমাণবিক ভর হল 14; হাইড্রোজেন 1 এবং অক্সিজেন 16। নাইট্রিক অ্যাসিডের আনবিক ভর কতাে?
উঃ 63
32. ______ হল একটি চার্জযুক্ত বস্তু কাছাকাছি অঞ্চল যেখানে এর প্রভাব বােঝা যেতে পারে।
1. বৈদ্যুতিক ক্ষেত্র
2. বৈদ্যুতিক সার্কিট
3. বিদ্যুৎ
4. ইলেক্ট্রোস্ট্যাটিক সম্ভাব্য ক্ষেত্র
উঃ বৈদ্যুতিক ক্ষেত্র।
33. 500 সেকেন্ডে একটি মেশিন 2200 জুল কাজ করে। মেশিনের শক্তি কি?
উঃ 4.4W
34. কৃতকার্যের পরিমাণ নির্ণয় কর যখন একটি 20 তড়িৎ আধানকে 12 ভোল্ট বিভব পার্থক্যের দুটি বিন্দুর মধ্যে স্থানান্তরিত করা হবে ।
উঃ 1. 24 J
35. অ্যাসিড কাঁচের পাত্রে সংরক্ষণ করা হয় এবং ধাতু পাত্রে করা হয় না কারণ কি ?
উঃ ধাতুর সাথে অ্যাসিড প্রতিক্রিয়া করতে পারে তাই
36. নীচের কোনটির ক্যাটায়ন উৎপন্ন করার প্রবণতা সর্বনিম্ন?
1. কপার
2. অ্যালুমিনিয়াম
3. বােরন
4. গােল্ড
উঃ বােরন।
37. নীচের কোনটি বিপরীত অভিমুথে ক্রিয়া করে?
1. ঘাত ও ভরবেগ
2. বল ও ত্বরণ
3. বল ও ভরবেগ
4. ঘাত ও ওজন
উঃ ঘাত ও ওজন।
38. 1 kg কঠিন পদার্থকে সেটির তরল দশায় পরিণত করার জন্য যে পরিমাণ তাপ শক্তির প্রয়ােজন তাকে কি বলা হয়?
উঃ ফিউশনের লীন তাপ (ল্যাটেন্ট হিট অফ ফিউশন)
39. 5 kwh = কত জুল ?
উঃ 18.0x10⁶ J
40. একটি মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা 11ও ভর সংখ্যা 23। এই পরমাণুতে ইলেকট্রন, প্রােটন ও নিউট্রনের সংখ্যা কত হবে ?
উঃ 11, 11, 12
41. অ্যান্টিমনি এবং আর্সেনিক কোন বিভাগের অন্তর্গত ?
উঃ উপধাতু।
42. জোরে আঘাত করলে ধাতু থেকে কিছুক্ষন বাজতে থাকা শব্দ উৎপন্ন হয়। ধাতুর এই ধর্মকে বলা হয় কি বলা হয় ?
উঃ উচ্চনাদ।
43. ক্লোরিনের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর কত ? 
উঃ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, এবং ক্লোরিনের পারমাণবিক ভর 35.4527
44. গতিশক্তি সর্বদা কি হয় ?
উঃ ধনাত্বক।
45. সমস্ত বস্তু _____ একটি শক্তি দ্বারা একটি তরলের মধ্যে নিমজ্জিত হয়।
উঃ প্লবতা।
46.একটি অবতল আয়নায় ভার্চুয়াল, সম্প্রসারিত এবং খাড়া ইমেজ পেতে বস্তু কোথায় স্বাগল করা উচিত তা বল?
উঃ ফোকাস এবং মেরু মধ্যে ।
47. তৃতীয় কক্ষপথের সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন কত ?
উঃ 18
48. _____ সূর্য থেকে নির্গত হয় এবং ত্বকের ক্যান্সারের ঘটানাের জন্য দায়ী।
উঃ অতিবেগুনি রশ্মি।
49. যদি তাপমাত্রা বেড়ে যায় তবে শব্দের গতিবেগ কি হবে ?
উঃ বেড়ে যাবে।
50. যদি একটি বস্তুর উপর প্রয়োগ করা ধ্রুবক বলকে, সেই বল এবং বল প্রয়ােগের দিকে বস্তুটির সরণের গুণফল হিসেবে ব্যক্ত করা হয়, তাহলে সেটি কি নামে অভিহিত হবে ?
উঃ কৃতকার্য।

****রেলওয়ে গ্রুপ ডি পদার্থবিদ্যা এবং রসায়ন বিজ্ঞানের আগের পর্ব দেখতে ক্লিক করুন -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url