ভারতের জাতীয় উদ্যানের তালিকা ( List of National Parks of India)

ভারতের জাতীয় উদ্যান ( National Park of India)

ভারতের জাতীয় উদ্যান
জাতীয় উদ্যান হলো স্বাভাবিক কিংবা মানুষের নির্মিত বনাঞ্চল, যেখানে বন্যপ্রাণীদের নিরাপত্তা এবং তাদের প্রজনন ও আবাস নিরাপদ রাখতে শিকারিদের বনাঞ্চল প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং বিভিন্ন প্রকার ঔষধি গাছ নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে সরকার কিংবা নির্বাহী কর্তৃপক্ষ কোনো এলাকায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনাঞ্চলকে অভয়ারণ্য ঘোষণা করা হয়ে থাকে। ভারতে এই ঘোষণা কেন্দ্রীয় সরকার করে থাকেন। 
ভারতের প্রথম জাতীয় উদ্যান ১৯৩৫ সালে স্থাপিত হয়, যেটি পরে জিম করবেট জাতীয় উদ্যান নামে পরিচিত হয়। ভারতে ১৯৭০ সালে পাঁচটি জাতীয় উদ্যান ছিল। ভারত সরকার ১৯৭২ সালে প্রাণীদের রক্ষার্থে বন্যপ্রাণী সংরক্ষণ আইনব্যাঘ্র প্রকল্প চালু করেন। ১৯৮০-এর দশকে জাতীয় স্তরে বিভিন্ন আইন করে বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে কঠোর মনোভাব গৃহীত হয়।

ভারতের জাতীয় উদ্যানের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি যে কোন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ
1. ভারতের প্রাচীনতম ন্যাশনাল পার্কের নাম কি ?
উঃ জিম করবেট ন্যাশনাল পার্ক এটি উত্তরাখণ্ডের নৈনিতালে অবস্থিত।
2. জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে।
3. চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ উত্তর প্রদেশ রাজ্যের বারাণসীতে।
4. দাচি গ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ শ্রীনগর।
5. মানস ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত?
উঃ বরপেটা (অসম)।
6. গির অরণ্য কোথায় অবস্থিত?
উঃ জুনাগড় ( গুজরাট)
7. চাপড়ামারি অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি তে।
8. সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উঃ কেরল।
9. হাজারীবাগ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উঃ হাজারিবাগ (ঝাড়খন্ড)।
10. কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উঃ মধ্যপ্রদেশ।
11. কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উঃ ভারতের সিকিমে অবস্থিত।
12. বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ কর্ণাটক রাজ্যে।

ভারতের কয়েকটি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের তালিকা নিচে দেওয়া হল

ভারতের জাতীয় উদ্যানের তালিকা(List of National Parks of India)

ভারতের জাতীয় উদ্যান
নাম স্থান প্রতিষ্ঠা
1. জিম করবেট জাতীয় উদ্যান
( ভারতের প্রাচীনতম)
নৈনিতাল ( উত্তরাখণ্ড) ১৯৩৬
2. কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ ১৯৫৫
3. সরিস্কা টাইগার রিজার্ভ রাজস্থান ১৯৫৫
4. বন্দিপুর জাতীয় উদ্যান
        ( বাইসন, হাতি)
কর্ণাটক ১৯৭৪
5. বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ ১৯৮২
6. দাচিগ্রাম ন্যাশনাল পার্ক
( কস্তুরী মৃগ)
শ্রীনগর (জম্মু ও কাশ্মীর) ১৯৮১
7. গির অরণ্য
     ( সিংহ)
জুনাগড় (গুজরাট) ১৯৭৫
8. গোরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি ১৯৯৪
9. কাজিরাঙা ন্যাশনাল পার্ক জোড়হাট ( অসম ) ১৯৭৪
10. ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্রিশগড় ১৯৮১
11. মহাত্মা গান্ধীর মেরিন ন্যাশনাল পার্ক আন্দামন এবং নিকোবর ১৯৮৩
12. মানস জাতীয় উদ্যান বরপেটা (অসম) ১৯৯০
13. নন্দাদেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড ১৯৮২
14. জলদাপাড়া জাতীয় উদ্যান জলপাইগুড়ি (পশ্চিমবঙ্গ) ২০১২
15. রাজীব গান্ধী জাতীয় উদ্যান কর্ণাটক ২০০৩
16. রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক আন্দামান এবং নিকোবর ১৯৯৬
17. সেলিম আলী ন্যাশনাল পার্ক জম্বু এবং কাশ্মীর 1992
18. সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ 1981
19. সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালা 1984
20. সিঙ্গালিলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ 1992
21. শ্রী ভেঙ্কাটেশ্বর ন্যাশনাল পার্ক অন্ধপ্রদেশ 1989
22. সুলতানপুর ন্যাশনাল পার্ক হরিয়ানা 1989
23. সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ 1984
24. টাডোবা ন্যাশনাল পার্ক মহারাষ্ট্র 1955
25. পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান উত্তরাখণ্ড 1982
26. বাল্মিকী ন্যাশানাল পার্ক বিহার 1989
27. বনবিহার জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ 1979
28. মাধুমালাই জাতীয় উদ্যান তামিলনাড়ু 1940
29. অংশী জাতীয় উদ্যান কর্ণাটক 1987
30. বালপাকরাম জাতীয় উদ্যান মেঘালয় 1986
31. বান্নারঘাটা জাতীয় উদ্যান কর্ণাটক 1974
32. ব্লাকবাক জাতীয় উদ্যান গুজরাট 1976
33. বংশদা জাতীয় উদ্যান গুজরাট 1979
34. বেতলা জাতীয় উদ্যান ঝাড়খন্ড 1986
35. ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশা 1988
36. বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ 1992
37. ক্যাম্বেল বে ন্যাশনাল পার্ক আন্দামান এবং নিকোবর 1992
38. চান্ডলি ন্যাশনাল পার্ক মহারাষ্ট্র 2004
39. মরুভূমি জাতীয় উদ্যান রাজস্থান 1980
40. ডিব্রু-ছৈখোয়া জাতীয় উদ্যান অসম 1999
41. দুধয়া ন্যাশনাল পার্ক উত্তর প্রদেশ 1977
42. ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক কেরালা 1978
43. ফসিল জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ 1983
44. গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক উত্তরখন্ড 1989
45. গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশ 1984
46. গুগামাল ন্যাশনাল পার্ক মহারাষ্ট্র 1987
47. হেমিস ন্যাশনাল পার্ক লাদাখ 1981
48. কালেশ্বর ন্যাশনাল পার্ক হরিয়ানা 2003
49. কাঙ্গারঘাঁটি ন্যাশনাল পার্ক ছত্রিশগড় 1982
50. মাধব জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ 1959
51. মহাবীর হরিয়ানা বনশালি ন্যাশনাল পার্ক অন্ধ্রপ্রদেশ 1994
52. মল্লেম ন্যাশনাল পার্ক গোয়া 1978
53. মাওলিং ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশ 1986
54. মাউন্ট আবু ওয়াইল্ডলাইফ সংক্যুয়ারি রাজস্থান 1960
55. মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক আন্দামান এবং নিকোবর 1987
60. নামেরি জাতীয় উদ্যান অসম 1994
61. নকরেক জাতীয় উদ্যান মেঘালয় 1986
62. ওরাং জাতীয় উদ্যান অসম 1999
63. পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ 1973
64. পিন ভ্যালি ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশ 1987
65. রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরাখন্ড 1983
66. সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান মহারাষ্ট্র 1983
67. শিরোহি ন্যাশনাল পার্ক মনিপুর 1982
68. সিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যা 1980
69. স্যাডল পিক ন্যাশনাল পার্ক আন্দামান এবং নিকোবর 1987
70. নাভেগায়ন ন্যাশনাল পার্ক মহারাষ্ট্র 1975
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url