বিক্রিয়াতে কি ঘটে

কী ঘটে সমীকরণসহ
1. গাঢ় HNO₃ ফোঁটা ফোঁটা করে উত্তপ্ত চারকোলের ওপর ফেলা হলে কী ঘটবে?
উঃ গাঢ় HNO₃ ফোঁটা ফোঁটা করে উত্তপ্ত চারকোলের (কার্বনের) ওপর ফেলা হলে কার্বন জারিত হয়ে CO₂ গ্যাসে পরিণত হয় এবং HNO₃ নাইট্রোজেন ডাই-অক্সাইডে (NO₂) বিজারিত হয়।
C + 4HNO₃ = CO₂ + 4NO₂ + 2H₂O
2. অম্লায়িত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠানাে হলে কী ঘটবে?
উঃ অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাই-ক্রোমেটের কমলা রঙের দ্রবণে HS চালনা করলে সবুজ রঙের ক্রোমিক লবণ গঠিত হয়। ফলে দ্রবণটির রং সবুজ হয়ে যায়। HS জারিত হয়ে সালফার অধঃক্ষিপ্ত হয়।
K₂Cr₂O₇ + 4H₂SO₄ + 3H₂S = K₂SO₄ + Cr₂(SO₄)₃ + 7H₂O + 3S
3. জ্বলন্ত কার্বনকে গাঢ় নাইট্রিক অ্যাসিডে ফেলা হলে কী ঘটে?
উঃ জুলন্ত কার্বনকে গাঢ় নাইট্রিক অ্যাসিডে ফেলা হলে কার্বন জারিত হয়ে CO₂ গ্যাসে পরিণত হয় এবং HNO₃ নাইট্রোজেন ডাই-অক্সাইডে (NO₂) বিজারিত হয়।
C + 4HNO₃ = CO₂ + 4NO₂ + 2H₂O
4. অ্যালুমিনিয়াম চূর্ণকে ফুটন্ত জলে যােগ করা হলে কি ঘটবে?
উঃ ফুটন্ত জলের সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
2Al + 6H₂O = 2Al(OH)₃ + 3H₂
5. কস্টিক সােডার দ্রবণের সঙ্গে অ্যালুমিনিয়াম উত্তপ্ত করা হলে কি ঘটবে?
উঃ কস্টিক সােডার দ্রবণের সঙ্গে অ্যালুমিনিয়াম উত্তপ্ত করলে সােডিয়াম অ্যালুমিনেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
2Al + 2NaOH + 2H₂O = 2NaAIO₂ + 3H₂
6. অ্যালুমিনিয়াম পাত্রে লঘু HCl যােগ করা হলে কি ঘটবে?
উঃ অ্যালুমিনিয়াম লঘু HCl-এর সঙ্গে বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে। সেজন্য অ্যালুমিনিয়াম পাত্রটির ক্ষয় হয়।
2Al + 6HCl + 2AICI₃ + 3H₂
7. ম্যাগনেশিয়াম ধাতুকে বায়ুতে দহন করা হলে কী ঘটবে?
উঃ বায়ুতে দহন করলে ম্যাগনেশিয়াম ধাতু উজ্জ্বল সাদা শিখায় জ্বলে এবং বায়ুর অক্সিজেন ও নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে ম্যাগনেশিয়াম অক্সাইড এবং ম্যাগনেশিয়াম নাইট্রাইড উৎপাদন করে।
2Mg + O₂ = 2MgO
3Mg + N₂ = Mg₃N₂
৪. জ্বলন্ত ম্যাগনেশিয়াম ফিতা CO₂ পূর্ণ গ্যাসজারে প্রবেশ করানাে হলে কী ঘটবে?
উঃ জ্বলন্ত ম্যাগনেশিয়াম ফিতাকে CO₂ পূর্ণ গ্যাসজারে প্রবেশ করালে ম্যাগনেশিয়াম জ্বলতে থাকে এবং CO₂ ম্যাগনেশিয়াম দ্বারা বিজারিত হয়ে কার্বনে পরিণত হয়।
2Mg + CO₂ = 2MgO + C
9. দস্তাকে গাঢ় কস্টিক সােডা দ্রবণে উত্তপ্ত করা হলে কী ঘটবে?
উঃ দস্তাকে গাঢ় কস্টিক সােডা দ্রবণে উত্তপ্ত করা হলে সােডিয়াম জিঙ্কেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
Zn + 2NaOH = Na₂ZnO₂ + H₂
10. লােহিততপ্ত লােহার ওপর স্টিম চালনা করা হলে কী ঘটবে?
উঃ লােহিততপ্ত লােহার ওপর স্টিম চালনা করলে ফেরােসােফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়।
3Fe + 4H₂O = Fe₃O₄ + 4H₂
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url