ডিটারজেন্ট কাকে বলে? সাবান ও ডিটারজেন্টের মধ্যে পার্থক্য কি?

ডিটারজেন্ট

ডিটারজেন্ট কাকে বলে?

উঃ ডিটারজেন্ট হল একটি কৃত্রিম জৈব যৌগ। এটি হল লম্বা শৃঙ্খলযুক্ত বেঞ্জিন সালফিউরিক অ্যাসিডের একটি সােডিয়াম লবণ। এর জামা-কাপড় পরিস্কার করার ক্ষমতা সাবানের চেয়ে বেশি।

ডিটারজেন্টের ব্যবহার লেখ?

উঃ জামা কাপড় পরিষ্কার করতে জীবাণুনাশক সাবান প্রস্তুতিতে এবং বাসনপত্র মাজতে বিভিন্ন ধরনের ব্যবহার করা হয়।

ডিটারজেন্ট কোথা থেকে তৈরি হয়?

উঃ কয়লা ও পেট্রোলিয়াম এর হাইড্রোকার্বন থেকে ডিটারজেন্ট তৈরি হয়।

ডিটারজেন্টের প্রধান দুটি অংশ কি কি?

উঃ ডিটারজেন্ট এর প্রধান দুটি অংশ হলো-  
1. সোডিয়াম অ্যালকাইল সালফেট
2. সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট।

ওয়াশিং পাউডারে কত পার্সেন্ট ডিটারজেন্ট থাকে?

উঃ 10-30 % ডিটারজেন্ট থাকে।

ডিটারজেন্টকে শুষ্ক করতে কি মেশানো হয়?

উঃ ডিটারজেন্টকে শুষ্ক করতে সোডিয়াম সালফেট ও সোডিয়াম সিলিকেট মেশানো হয়।

ডিটারজেন্টের কোন উপাদানটি জলের মধ্যে ময়লার অণুগুলোকে প্রলম্বিত রাখে?

উঃ কার্বক্সি মিথাইল সেলুলোজ ( CMC)

সাবান ও ডিটারজেন্টের মধ্যে পার্থক্য কি?

উঃ সাবান ও ডিটারজেন্টের পার্থক্য নিচের তালিকায় দেওয়া হল-
সাবান ডিটারজেন্ট
1. লম্বা শৃঙ্খল কার্বক্সিলিক অ্যাসিড (ফ্যাটি অ্যাসিড)-এর সােডিয়াম লবণ হল সাবান। 1. সিনথেটিক ডিটারজেন্ট হল লম্বাশৃঙ্খল বেঞ্জিন সালফনিক অ্যাসিডের সােডিয়াম লবণ।
2. সাবান খরজলে কাজ করে না। 2. ডিটারজেন্টকে খরজলে ভালােভাবেই ব্যবহার করা চলে। সাবানের চেয়ে ডিটারজেন্টের পরিস্কার করার ক্ষমতা বেশি।
3. প্রাণী ফ্যাটি কিংবা উদ্ভিজ্জ তেল থেকে সাধারণত সাবান তৈরি হয়। 3. পেট্রোলিয়ামের হাইড্রোকার্বনগুলি থেকে ডিটারজেন্ট তৈরি করা হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url