যৌন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখ।
যৌন ও অযৌন জননের মধ্যে পার্থক্য
যৌন ও অযৌন জননের মধ্যে পার্থক্য গুলি লেখো।উঃ যৌন ও অযৌন জননের মধ্যে পার্থক্য গুলি নিচে ছকে দেওয়া হল -
| বৈশিষ্ট্য | যৌন জনন | অযৌন জনন | 
|---|---|---|
| 1. জননের একক | 1. যৌন জননের একক হল গ্যামেট। | 1. অযৌন জননের একক হল স্পোর বা রেণু। | 
| 2. প্রক্রিয়া | 2. যৌন জনন একটি জটিল প্রক্রিয়া, সাধারণত উচ্চশ্রেণীর জীবদেহে পরিলক্ষিত হয়। | 2. অযৌন জনন সরল প্রক্রিয়া, এই রকম জনন সাধারণত নিম্নশ্রেণীর জীবদেহে পরিলক্ষিত হয়। | 
| 3. উৎপত্তি | 3. এই রকম জননে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং গ্যামেট দুটোর মিলনের ফলে অপত্য জীব সৃষ্টি হয়। | 3. এই রকম জননে গ্যামেট উৎপন্ন হয় না, সাধারণত কোষবিভাজিত হয়ে বা রেণু উৎপাদনের মাধ্যমে এই প্রকার জনন সম্পন্ন হয়। | 
| 4. অপত্য জীবের বৈশিষ্ট্য | 4. যৌন জননে অপত্য জীব জনিতৃ জীবের মত অথবা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হয়। | 4. অযৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব হুবহু জনিতৃ জীবের মত হয়। | 
| 5. মিয়োসিস বিভাজন | 5. যৌন জননে গ্যামেট গঠনের পূর্বে বা জাইগােট গঠনের পরে মায়ােসিস বিভাজন ঘটে। | 5. অযৌন জননের সময় অপত্য কোষ উৎপাদনের পূর্বে বা পরে কখনও কখনও মায়ােসিস বিভাজন ঘটে। | 
| 6. সময় ও অপত্য জীবের সংখ্যা | 6. যৌন জননে সময় বেশী লাগে এবং উৎপন্ন অপত্যের সংখ্যা খুব কম হয়। | 6. অযৌন জননে সময় কম লাগে এবং অপত্য জীবের সংখ্যা অনেক বেশী হয়। | 
| 7. জৈব বিবর্তন বা অভিব্যক্তি | 7. যৌন জননের ফলে উৎপন্ন জীবের অভিব্যক্তি ঘটা সম্ভব। | 7. অযৌন জননের ফলে উৎপন্ন জীবের অভিব্যক্তি ঘটা সম্ভব নয়। | 
| 8. উদাহরণ | 8. উন্নত শ্রেণীর প্রাণী যেমন মানুষ ও সপুষ্পক উদ্ভিদের যৌন জনন ঘটে থাকে। | 8. নিম্নশ্রেণির কিছু প্রাণী যেমন অ্যামিবা ও উদ্ভিদে যেমন মিউকরে অযৌন জনন দেখা যায়। | 
 
  
Khub sundor laglo