বৈদ্যুতিক হিটার কীভাবে কাজ করে?

বৈদ্যুতিক হিটারের কার্যপ্রণালী
বৈদ্যুতিক হিটার কীভাবে কাজ করে?
উঃ তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক হিটার ব্যবহার করা হয়। তড়িৎ পরিবাহি তার হিসাবে উচ্চ গলনাঙ্ক ও রােধ বিশিষ্ট নাইক্রোম তার ব্যবহার করা হয়। এটি নিকেল, লােহা ও ক্রোমিয়ামের সংকর ধাতুর তৈরি। এই কুন্ডলীকৃত তারটি তড়িৎ অপরিবাহি ফায়ারক্লে বা অভ্রের
চাকতির ওপর গােলাকৃতি খাজের মধ্যে বসানাে বৈদ্যুতিক হিটার থাকে। তড়িৎ প্রবাহ পাঠালে কুন্ডলী উত্তপ্ত হয়ে ওঠে। তখন হিটারের ওপর বসানাে বস্তু গরম হয়। তাছাড়া অভ্র বা ফায়ার ক্লের কাঠামাের ওপর তাপবহনশীল পদার্থের উঁচু পাটাতন থাকে। যার ফলে বস্তুর সহিত তারের কুন্ডলীর কোনাে সংযোগ থাকে না। বৈদ্যুতিক হিটার এইভাবে কাজ করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url