খােলাফায়ে রাশেদীন কাদের বলে?

খােলাফায়ে রাশেদীন কাদের বলে?
উত্তরঃ হজরত মহম্মদের (সাঃ) মহান প্রতিপালকের সান্নিধ্যে চলে যাবার পর মুসলমানদের ধর্মীয় ও রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্য খলিফা পদের সৃষ্টি হয়। খলিফা কথার অর্থ প্রতিনিধি, এরা ধর্ম ও রাষ্ট্রের রক্ষক ও প্রচারক। আরব সমাজে নেতৃত্বপদ উত্তরাধিকার সূত্রে পাওয়া যেত না। তাই গােষ্ঠীপতিদের সমর্থনের ভিত্তিতে মহম্মদের প্রিয় সহচরদের মধ্য হতে পর পর চারজন খলিফা নির্বাচিত হন। এঁরা হলেন হজরত আবুবকর (৬৩২-৬৩৪ খ্রিঃ) ও হজরত ওমর (৬৩৪-৬৪৪ খ্রিঃ)। হজরত ওসমান (৬৪৪-৬৫৬ খ্রিঃ) ও হজরত আলি (৬৫৬-৬৬১ খ্রিঃ)। ইসলামের ইতিহাসে এই চারজন খলিফা খােলাফায়ে রাশেদীন বা ধর্মপ্রাণ খলিফা নামে পরিচিত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url