Breaking

Monday, August 30, 2021

নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ
নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলােচনা করাে।
উত্তর: নদীর গতিপথে প্রধান কাজ হল - ক্ষয়সাধন, পরিবহন ও অবক্ষেপণ বা সঞ্চয়কার্য।
নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি নিচে আলোচনা করা হলো-
(i) গিরিখাত ও ক্যানিয়ন: উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর ঢাল খুব বেশি হয় বলে প্রবল স্রোতের সঙ্গে বাহিত শিলাখণ্ড নদীর তলদেশে ঘর্ষণ করতে করতে অগ্রসর হয়। কঠিন শিলা গঠিত উপত্যকার উভয়পার্শ্বে ক্ষয়কার্য প্রতিরােধ করে খাড়া দেওয়ালের ন্যায় দাঁড়িয়ে থাকে। দ্রুত নিম্নক্ষয়ের ফলে নদীখাত ইংরেজি ‘V' বা কোথাও কোথাও 'I' অক্ষরের ন্যায় দেখতে হয়। এইরূপ গভীর নদী উপত্যকাসমূহ গিরিখাত নামে অভিহিত হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমে বিখ্যাত কলােরাডাে নদীর গ্রান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম গিরিখাত।

(ii) শৃঙ্খলিত শৈলশিরা: উপত্যকায় ‘V' আকৃতির নদী এঁকেবেঁকে প্রবাহিত হলে উপত্যকা গাত্রের যে অংশ উভয় দিক হতে উত্তল বাঁকে নেমে আসে তা নদীর ঊর্ধ্ব অংশকে দৃষ্টির আড়ালে রাখে এবং মনে হয় যেন দু’পাশ থেকে পাহাড়গুলি উপত্যকায় নেমে এসে পরস্পর যুক্ত হয়েছে।

(iii) জলপ্রপাত : নদীর গতিপথ বা ঢাল হঠাৎ খাড়াভাবে নেমে গেলে অর্থাৎ এর জলরাশি সরাসরি উপর থেকে নীচে পড়লে তাকে জলপ্রপাত বলে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে সেন্ট লরেন্স নদীর উপর গঠিত নায়াগ্রা পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত।

(iv) প্লাঞ্জপুল: কোনাে জলপ্রপাতের পাদদেশে জল এবং জলের সঙ্গে পতিত প্রস্তরখণ্ডের আঘাতে একটি বর্তুলাকার গর্তের সৃষ্টি হয়। একে প্লাঞ্জপুল বলে। এদের গভীরতা ও আয়তন সম্পূর্ণরূপে জলপ্রপাতটির উচ্চতা, জল ও‌ প্রস্তরখণ্ডের পরিমাণের উপর নির্ভর করে।

(v) মন্থকূপ: নদীর জলের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি ঘুরতে ঘুরতে অগ্রসর হলে অবঘর্ষ প্রক্রিয়ায় নদীখাতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রায় গােলাকার গর্তের সৃষ্টি হয়, এদের মন্থকূপ বলে। এটা প্রস্তরময় অবনমিত নদীখাতে গঠিত হয়।

জেনে রাখো -
উপরের উত্তর থেকে কয়েকটি অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেয়া হলো-
1. পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমে বিখ্যাত কলােরাডাে নদীর গ্রান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম গিরিখাত।
2. জলপ্রপাত কাকে বলে?
উঃ নদীর গতিপথে হঠাৎ খারাপভাবে জলরাশি উপর থেকে নিচে পড়ে একে জলপ্রপাত বলে।
3. মন্থকূপ কি?
উঃ নদীর উচ্চ গতিতে প্রবল স্রোতের বেগ পরিবাহিত শিখাখন্ডগুলি নদীখাতের সঙ্গে ধাক্কা খেতে খেতে ধীরে ধীরে অগ্রসর হয়, এসময় নদী খাতে গোলাকার গর্তের সৃষ্টি করে এগুলিকে মন্থকূপ বলে।
4. পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি?
উঃ কানাডার সেন্ট লরেন্স নদীর নায়েগ্ৰা পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত।
5. কাবেরী নদীর জলপ্রপাতটির নাম কি?
উঃ শিবসমুদ্রম বা যোগ জলপ্রপাত।
6. ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি?
উঃ কুঞ্চিকল জলপ্রপাত।
অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে ভারতের উচ্চতম জলপ্রপাত যোগ জলপ্রপাত ও উত্তর হিসেবে ধরা হয়ে থাকে।

No comments:

Post a Comment

কোন প্রশ্নের উত্তর ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবে ( কারেন্ট অ্যাফেয়ার্স সময়ের সাথে সাথে উত্তর পরিবর্তন হয়)