বিকলাঙ্গ শিশু জন্মের কারণ কি?

অস্বাভাবিক বা বিকলাঙ্গ সন্তান হওয়ার কারণ কি?
উঃ বিভিন্ন কারণে বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে যেমন-
(১) বংশগত খুঁত ও তার প্রভাব।
(২) বয়সের প্রভাব: মায়ের যদি বয়স কম থাকে তাহলে বিকলাঙ্গ শিশু হতে পারে।
(৩) ভাইরাস জনিত রােগ যদি গর্ভাবস্থায় মায়ের হয়।
(৪) মায়ের উপর এক্স-রে ও তার প্রভাব।
(৫) অক্সিজেনের অভাব।
(৬) গর্ভাবস্থায় মায়ের নানা রকমের ঔষধ সেবনের প্রভাব।
(৭) গর্ভাবস্থায় মার নানা রকমের রােগের প্রভাব।

আরো দেখুন-
1. মানুষের দেহের বিভিন্ন বংশগত রোগ
2. বংশগত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
3. স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি হবে?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url