চন্দ্রশেখর ভেঙ্কট রমন (সি. ভি. রমন) জীবনী

অধ্যাপক চন্দ্রশেখর ভেঙ্কট রমন জীবনী

জন্ম : 1888 খ্রিস্টাব্দের 7 নভেম্বর তামিলনাড়ুর ত্রিচিনাপল্লীতে অধ্যাপক চন্দ্রশেখর ভেঙ্কট রমন জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন: ওয়ালটেয়ারে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং ছেলেবেলাতেই পিতার মতাে পদার্থবিদ্যায় ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন। মাত্র 12 বছর বয়সে প্রবেশিকা পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে 13 বছর বয়সে ওয়ালটেয়ার কলেজ
থেকে এফ. এ. পাশ করে মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজে বি. এ. পড়তে শুরু করেন। কলেজে পড়া অবস্থায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ইংল্যান্ডের পত্রিকায় প্রকাশ করেন। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় প্রথম শ্রেণিতে প্রথম
স্থান অধিকার করে এম. এ. পাশ করেন।

কর্মজীবন ও আবিষ্কার: অল ইন্ডিয়া ফিনান্স এগজামিনেশনে ভালােভাবে উত্তীর্ণ হয়ে ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল হিসেবে কাজে যােগদান করেন। কার্য উপলক্ষে তাঁকে কলকাতায় আসতে হয়। কলকাতায় থাকাকালীন অবসর সময় ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন ফর দি কালটিভেশন
অব সায়েন্সে গবেষণা করতেন। পদার্থবিদ্যায় অধ্যাপক চন্দ্রশেখর ভেঙ্কট রমন তাঁর পাণ্ডিত্য অনুরাগ এবং গবেষণায় মুগ্ধ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তখনকার উপাচার্য স্যার আশুতােষ মুখােপাধ্যায় সি. ভি. রমনকে পদার্থবিদ্যায় পালিত অধ্যাপকরূপে যােগদান করার অনুরােধ করেন। তিনি 1917 সালে ওই পদে যােগদান করেন। অধ্যাপনা ও গবেষণা একসঙ্গে চালিয়ে যেতে থাকেন। কয়েক বছরের মধ্যে বহু মূল্যবান তথ্য আবিষ্কার করেন। এজন্য কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি. এস. সি. উপাধি প্রদান করে। 1921 সালে ইউরােপে গিয়ে আলাের বিকিরণ সম্বন্ধে গবেষণা করেন। 1924 সালে রয়্যাল সােসাইটির ফেলাে হন। 1930 সালে 'রমন এফেক্ট' নামে একটি নতুন তত্ত্ব আবিষ্কারের জন্য নােবেল প্রাইজ পান। রমন এফেক্ট হল এক বর্ণের আলাে অন্য পদার্থকণা দিয়ে যাবার সময় বিক্ষিপ্ত হয়ে নতুন বর্ণের আলােয় রূপান্তরিত হয়। নােবেল প্রাইজের টাকায় বাঙ্গালােরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স স্থাপন করেন। 1933 সালে কলকাতা ছেড়ে বাঙ্গালােরে গিয়ে ইনস্টিটিউট অব সায়েন্সের ডিরেক্টর হন। 1948 সালে জাতীয় অধ্যাপক হন। 1954 সালে ভারতরত্ন উপাধি পান। 1957 সালে লেলিন পুরস্কার পান।

মৃত্যু: 1970 সালের 21 নভেম্বর এই মহান বিজ্ঞানী পরলােকগমন করেন।

কয়েকটি প্রশ্ন উত্তর
সি ভি রমন বিখ্যাত কেন?
উঃ 1930 সালে 'রমন এফেক্ট' নামে একটি নতুন তত্ত্ব আবিষ্কারের জন্য সি ভি রমন বিখ্যাত।
রমন এফেক্ট কি?
উঃ রমন এফেক্ট হল এক বর্ণের আলাে অন্য পদার্থকণা দিয়ে যাবার সময় বিক্ষিপ্ত হয়ে নতুন বর্ণের আলােয় রূপান্তরিত হয়।
সি ভি রমন কবে কেন নােবেল পুরস্কার পান?
উঃ সি ভি রমন 1930 সালে 'রমন এফেক্ট' নামে একটি নতুন তত্ত্ব আবিষ্কারের জন্য নােবেল প্রাইজ পান।
কে কোথায় গবেষণা করে রমন এফেক্ট আবিষ্কার করেন।
উঃ সি ভি রমন ইউরােপে গিয়ে গবেষণা করে 1930 সালে রমন এফেক্ট আবিষ্কার করেন।
আরো পড়ুন-
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url