একটি বড়ো হ্রদে জোয়ার ভাঁটা দেখা যায় না কেন?

একটি বড়ো হ্রদে জোয়ার ভাঁটা দেখা যায় না কেন?
উঃ সূর্য বা চন্দ্রের মহাকর্ষীয় আকর্ষণের জন্য হ্রদ বা সমুদ্রের জলের মোট আয়তনের কোনো পরিবর্তন হয় না। সমুদ্রপৃষ্ঠের যে স্থানে চন্দ্র বা সূর্য অথবা উভয়ের মিলিত আকর্ষণ সর্বোচ্চ হয়, সেখানকার সমুদ্রজল বেড়ে গিয়ে জোয়ারের সৃষ্টি হয়। আর যেসব স্থানে আকর্ষণ সর্বনিম্ন হয়, সেখানকার সমুদ্রজল কমে গিয়ে ভাঁটার সৃষ্টি হয়। অর্থাৎ সমুদ্রজল সর্বনিম্ন আকর্ষণের স্থান থেকে সর্বোচ্চ আকর্ষণের স্থানে চলে যায়। অন্যদিকে, একটি হ্রদ যত বড়োই হোক না কেন, চন্দ্র-সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ একই সময়ে হ্রদের দুটি স্থানে প্রায় একই থাকে। ফলে হ্রদের একস্থান থেকে অন্যস্থানে জলের স্থানান্তরের কোনো সুযোগ নেই। এজন্যই কোনো বড়ো হ্রদে জোয়ার-ভাঁটা দেখা যায় না।

উপরিক্ত থেকে আরো প্রশ্নের উত্তর করা যেতে পারে -
1. বড় পুকুরে জোয়ার ভাটা হয় না কেন?

আরো পড়ুন -
1. জোয়ার ভাটা কাকে বলে? জোয়ার ভাটার কারণ ও ফলাফল
2. সমুদ্রস্রোত কি? সমুদ্রস্রোতের কারণ গুলো কি কি?
3. বান ডাকা বলতে কী বোঝো? ষাঁড়াষাঁড়ি বান কাকে বলে?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url