Tisco কি ? Tisco গড়ে ওঠার কারণ কি ?

Tisco কি ? Tisco গড়ে ওঠার কারণ কি ?

Tisco কি ?

উঃ TISCO ঝাড়খণ্ডের জমসেদপুরে অবস্থিত একটি বেসরকারি লৌহ ইস্পাত কারখানা। এটি 1907 খ্রিস্টাব্দে জামসেদজী টাটার পরিকল্পনায় কারখানাটির প্রতিষ্ঠা হয় এবং 1912 খ্রিস্টাব্দে থেকে প্রথম ইস্পাত উৎপাদন শুরু হয়। TISCO পুরো নাম টাটা আইরন এন্ড স্টিল কোম্পানি

Tisco গড়ে ওঠার কারণ গুলি কি কি?

উঃ TISCO জামসেদপুরের লৌহ-ইস্পাত কারখানা। এই ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণগুলি হল—
(a) আকরিক লৌহ : নিকটবর্তী ওড়িশার গুরুমহিষানী, বাদামপাহাড়, বোনাই, ময়ূরভঞ্জ, কেওনঝড় এবং ঝাড়খণ্ডের নোয়ামুন্ডি ও গুয়া।
(b) কয়লা : ঝড়িয়া কয়লা খনির নিকটবর্তী অবস্থান।
(c) চুনাপাথর : ওড়িশার বীরমিত্রপুর ও গাঙ্গপুর।
(d) ডলোমাইট : বীরমিত্রপুর ও গাঙ্গপুর।
(e) ম্যাঙ্গানিজ : বীরমিত্রপুর ও গাঙ্গপুর।
(f) বিদ্যুৎ : কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা।
(g) বন্দর : কলকাতা বন্দর (প্রায় 250 কিমি দূরে)।
(h) পরিবহণ : দক্ষিণ-পূর্ব রেল ও জাতীয় সড়কপথের নিকটবর্তী অবস্থান।
(i) জল : সুবর্ণরেখা ও খরকাই নদীর জল।
(j) শ্রমিক : বিহার ও ঝাড়খণ্ডের সুলভ শ্রমিক।
উপরের এসব কারণগুলির জন্য টাটা আইরন এন্ড স্টিল কোম্পানি (TISCO) নামে বেসরকারি কারখানাটি গড়ে উঠেছে।

TISCO এর পুরো নাম কি?

উঃ Tata Iron and Steel Company Limited (TISCO)

Tisco কে প্রতিষ্ঠা করেন?

উঃ জামসেদজী টাটা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url