ভারতবর্ষকে হিমালয়ের দান বলা হয় কেন?

ভারতবর্ষকে হিমালয়ের দান বলা হয় কেন?
উঃ ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাসে হিমালয়ের গুরুত্ব অপরিসীম। ভারতের উত্তর, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বে দণ্ডায়মান হিমালয় পর্বতমালা ভারতবর্ষকে বিভিন্নভাবে সাহায্য করছে যেমন-
i) মধ্য এশিয়ার প্রচণ্ড শৈত্যপ্রবাহ থেকে এই হিমালয় পর্বতমালা ভারতবর্ষকে রক্ষা করে ভারতের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করছে। তাই ভারতের নাতিশীতোষ্ণ জলবায়ু হিমালয়ের দান। 
ii) হিমালয় থেকে বেরিয়ে আসা সিন্ধু, ব্রহ্মপুত্র এদেশকে শস্যশ্যামলা ও উর্বর করেছে। 
iii) হিমালয় দুর্ধর্ষ বিদেশিদের আক্রমণ থেকে এদেশকে রক্ষা করেছে। 
iv) হিমালয় পর্বতের খাইবার, বোলান, গোমাল গিরিপথগুলি দিয়ে শত্রুরা যেমন ভারতে প্রবেশ করেছে, তেমনি ওই পথের মধ্য দিয়েই বহু তীর্থযাত্রী, পর্যটক ভারতীয় সভ্যতা, সংস্কৃতিকে বিদেশে বহন করে নিয়ে গেছে, আবার ভারতীয় সংস্কৃতিকেও সমৃদ্ধ করেছে। 
v) হিমালয়ের বুকে জমে থাকা বিভিন্ন বনজ, খনিজ, ভেষজ সম্পদ ভারতীয় অর্থনীতিকে নানাভাবে পরিপুষ্ট করেছে। 
এই সকল কারণের জন্য ঐতিহাসিক কে. এম. পনিক্কর তাঁর গ্রন্থ 'A Survey of Indian History' তে  ভারতবর্ষকে হিমালয়ের দান বলেছেন।

ভারতবর্ষকে হিমালয়ের দান কে বলেছেন?
উঃ ঐতিহাসিক কে. এম. পনিক্কর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url