দ্রুতি কাকে বলে? দ্রুতির একক ও মাত্রা এবং দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি?

দ্রুতি ও দ্রুতির একক এবং দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি?

দ্রুতি কাকে বলে?

উঃ সময়ের সাপেক্ষে কোন বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলে।
দূরত্ব সবসময় বস্তু দ্বারা অতিক্রান্ত পথ বরাবর পরিমাপ করা হয়, অর্থাৎ দূরত্ব পরিমাপ করার জন্য বস্তুটি সরল অথবা বক্র পথে যতটা পথ অতিক্রম করে তা দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। সুতরাং
দ্রুতি = মোট অতিক্রান্ত দূরত্ব/ মোট সময়

দ্রুতির রাশি

কোন বস্তু কর্তৃক অতিক্রান্ত পথের কোন নির্দিষ্ট দিক নেই। আমরা জানি যে ভৌতোরা সে শুধুমাত্র মান আছে কিন্তু দেখবা অভিমুখ নেই তাকে স্কেলার রাশি বলে।
সুতরাং দ্রুতি একটি স্কেলার রাশি

দ্রুতির একক

দ্রুতির এসআই একক মিটার/সেকেন্ড ( m/s)
দ্রুতির FPS একক ফুট/সেকেন্ড (ft/s)
দ্রুতির CGS একক সেমি/সেকেন্ড ( cm/s)

দ্রুতির মাত্রা

দ্রুতির মাত্রা LT⁻¹

গড় দ্রুতি কাকে বলে?

উঃ কোনো সময়ের অবকাশে মোট অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের অনুপাতকে গড় দ্রুতি বলা হয়।
গড় দ্রুতি= মোট অতিক্রান্ত দূরত্ব/ মোট ব্যয়িত সময়
সমদ্ৰুতি কাকে বলে?
কোনো গতিশীল বস্তু যদি যে কোনো দুটি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, তবে তার দ্রুতিকে সমদ্ৰুতি (uniform speed) বলে ।
অসম দ্রুতি কাকে বলে?
যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে বিভিন্ন দূরত্ব অতিক্রম করে, তবে তার দ্রুতিকে অসম দ্রুতি (variable speed) বলে।
তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে?
কোনো বিন্দু থেকে অতি ক্ষুদ্র সময় অবকাশে কোনো কণা যতটা পথ অতিক্রম করে, সেই অতিক্রান্ত পথ ও সময় অবকাশের অনুপাতকে ওই বিন্দুতে কণাটির তাৎক্ষণিক দ্রুতি বলে।

দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি?

উঃ দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য গুলি হল-
দ্রুতি বেগ
1. দ্রুতি হল সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হার। 1. বেগ হল সময়ের সাপেক্ষে সরণের হার।
2. দ্ৰুতি একটি স্কেলার রাশি, অর্থাৎ এর শুধুমাত্র মান আছে। 2. বেগ একটি ভেক্টর রাশি, যার মান ও দিক উভয়ই আছে।
3. দ্রুতি কখনও ঋণাত্মক হয় না কারণ অতিক্রান্ত পথের দৈর্ঘ্য কখনও ঋণাত্মক হতে পারে না। 3. বেগ ঋণাত্মক হতে পারে।
4. সমদ্ৰুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। 4. সমবেগ সম্পন্ন বস্তু সমদ্ৰুতি সম্পন্ন হবেই।
5. গতিশীল বস্তুর গড় দ্রুতির মান কখনই শূন্য হতে পারে না। 5. গতিশীল বস্তুর গড় বেগের মান শূন্য হতে পারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url