খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা
খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা
“সুস্থ শরীর গড়ে তোলে সুস্থ একটি মন,
খেলাধুলার ভুবন মাঝে লুকিয়ে আছে জীবন ধন।”
ভূমিকা
খেলাধূলার প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। খেলাধূলা মনের আনন্দ এবং শরীর গঠনের সহায়ক। তাই যুগে যুগে বিভিন্ন রকম খেলার প্রচলন হয়েছে। কোন কোন খেলা দেশ কালের সীমা ছাড়িয়ে যায়।
খেলার প্রকারভেদ
খেলাধূলা নানারকম হয়। কিছু কিছু আছে যা বাড়ির ভেতর অনুষ্ঠিত হয়। আবার কিছু কিছু আছে যা বাইরের মাঠে সম্ভব নয়। কত বিচিত্র রকম খেলা আছে। বিভিন্ন রকম যোগব্যায়াম, সাঁতার, দৌড়, ড্রিল, কুচকাওয়াচ, ব্রতচারী, কাবাডি, ফুটবল, হকি, ক্রিকেট, ভলিবল, পোলো প্রভৃতি। এছাড়াও আছে বহু বিচিত্র ছোটো ছোটো খেলা। আমাদের দেশের জাতীয় খেলা কাবাডি। অন্যান্য দেশেরও নিজস্ব জাতীয় খেলা আছে।
খেলাধূলার প্রয়োজনীয়তা
এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষই সুস্থ ও স্বাস্থ্যবান হয়ে বাঁচতে চায়। দেহ সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না। দেহ ও মনের সঙ্গে গভীর সম্পর্ক। মনের স্বাভাবিক আনন্দ-ফূর্তি এবং সুস্থতা বজায় রাখার জন্য শরীর সুস্থ রাখা দরকার। আবার সুস্থ ও সবল শরীর লাভের একমাত্র উপায় খেলাধূলা। সুস্থ সবল মানুষরাই সুন্দর ও সুখী সমাজ গড়ে তুলতে পারে। তাই সুস্থ ব্যক্তি জীবন সুস্থ পারিবারিক জীবন তথা সুস্থ সমাজ-জীবনের জন্য খেলাধূলা একান্ত প্রয়োজন।
উপকারিতা
সুস্বাস্থ্য, সুখী জীবন ছাড়াও খেলাধূলার অন্যান্য অনেক উপকারিতা আছে। প্রত্যেক খেলারই নিজস্ব নিয়মকানুন আছে। সেই সব নিয়ম মেনেই খেলতে হয়। তার ফলে শৃঙ্খলাবোধ এবং নিয়মের প্রতি আনুগত্যবোধ জন্মায় খেলার মাধ্যমে। এক সঙ্গে অনেকে খেলার ফলে পরস্পরের মধ্যে সৌহার্দ, ভ্রাতৃত্ববোধ এবং সহানুভূতি বোধ গড়ে ওঠে। খেলাধূলার আর একটি বড় দিক আছে, সেটি হল—আনন্দ। যারা খেলায় অংশগ্রহণ করে তারা ছাড়াও খেলার দর্শকরা খেলাধূলায় প্রচুর আনন্দ লাভ করে। খেলার আনন্দ ছোটো-বড়ো সবাই উপভোগ করে। খেলার আনন্দ মানুষের দৈনন্দিন জীবনের একঘেয়েমি দূর করে নতুন কর্মপ্রেরণা যোগায়। এসব কারণেই খেলাধূলা এখন জাতীয়স্তর ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে।
উপসংহার
ছাত্রজীবনে খেলাধূলা একান্ত প্রয়োজন। ছাত্র ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ নাগরিক। তারা সুস্থ সবল দেহমনের অধিকারী না হলে কোন দেশ বা জাতির উন্নতি সম্ভব নয়।
আর একটি কথা, খেলাধূলা অনেক সময় নিরানন্দের কারণ হয়ে ওঠে। খেলাধূলাকে কেন্দ্র করে আজকাল নানা ধরনের অশান্তি, গোলমাল দেখা দেয়। তার ফলে খেলাধূলার আনন্দ নষ্ট হয়ে যায়। অসুস্থ প্রতিযোগিতা, স্বার্থ সিদ্ধি যাতে খেলাধূলার মূল লক্ষ্য না হয়ে দাঁড়ায় সেদিকে সবার লক্ষ্য রাখা দরকার।
এই প্রবন্ধে সাহায্যে লেখা যায় -
1. খেলাধূলার গুরুত্ব।
2. খেলাধূলার উপকারিতা।