ধুতুরা ফুলের বিভিন্ন অংশ

ধুতুরা ফুলের বিভিন্ন অংশ

একটি সাধারণ ফুলের দুটি প্রধান অংশ—পুষ্পবৃত্ত ও পুষ্পস্তবক। পুষ্পস্তবকের চারটি অংশ। যথা—(ক) বৃতি, (খ) দলমণ্ডল, (গ) পুংকেশরচক্র এবং (ঘ) গর্ভকেশরচক্র।

(ক) বৃতি

সবচেয়ে বাইরের স্তবক এবং পাঁচটি সবুজ বর্ণের বৃত্যংশ নিয়ে গঠিত। এরূপ প্রতিটি অংশই বৃত্যংশ। ধুতুরা ফুলের বৃত্যংশগুলি যুক্ত হয়ে একটি বৃতিনল গঠন করে, যা পাপড়ির গোড়াকে ঘিরে রাখে।

(খ) দলমণ্ডল

এটি বৃত্তির ঠিক ভেতরেই অবস্থিত এবং পাঁচটি অংশ নিয়ে গঠিত। প্রতিটি অংশকে দলাংশ বা পাপড়ি বলে। পাপড়িগুলির রং সাদা, এরা সংযুক্ত হয়ে একটি ফানেল বা ঘণ্টার আকৃতি নেয়।

(গ) পুংকেশরচক্র

ফুলের তৃতীয় স্তবক বা দলমণ্ডল ভেতরের গাত্রের সঙ্গে সংলগ্ন থাকে। প্রতিটি পুংকেশরে দুটি অংশ—সরু কাঠি বা সুতোর মতো অংশকে পুংদণ্ড এবং এর অগ্রভাগের স্ফীত অংশকে পরাগধানী বা পুংধানী বলে।

(ঘ) গর্ভকেশরচক্র 

এটি ফুলের চতুর্থ এবং সর্বাপেক্ষা ভেতরের স্তবক। এই স্তবকের প্রতিটি অংশকে গর্ভপত্র বলে। প্রতিটি গর্ভপত্রের তিনটি অংশ। যেমন— (1) ডিম্বাশয়, (2) গর্ভদণ্ড, (3) গর্ভমুণ্ড। ধুতুরা ফুলে দুটি গর্ভদণ্ড পরস্পর যুক্ত থাকে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url