উইলিয়াম হার্ভে কে ছিলেন ? উইলিয়াম হার্ভে কেন বিখ্যাত?
উইলিয়াম হার্ভে কে ছিলেন ? উইলিয়াম হার্ভে কেন বিখ্যাত?
উইলিয়াম হার্ভে কে ছিলেন ?
উঃ উইলিয়াম হার্ভে ছিলেন একজন ইংরেজ প্রাণিবিদ, যিনি প্রথম মানুষের দেহে রক্তসঞ্চালন পদ্ধতির নির্ভুল ব্যাখ্যা করেন। ‘শারীরবৃত্তি’ বা ‘ফিজিওলজি’ (Physiology) নামক বিজ্ঞানের আবিষ্কারকর্তাও ছিলেন তিনি। 1597 খ্রীষ্টাব্দে মাত্র 19 বছর বয়সে উইলিয়াম হার্ভে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক হন। তারপর পাদুয়া বিশ্ববিদ্যালয়ে ডাক্তারী পড়তে যান। এই সময় ঐ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন বিখ্যাত শল্যচিকিৎসক অধ্যাপক ফাব্রিসাস। ফাব্রিসাস তখন আবিষ্কার করেছেন শিরার মধ্যে একরকম ভাল্ব আছে; কিন্তু তার কাজ তিনি আবিষ্কার করে যেতে পারেননি। ফাব্রিসাসের সুযোগ্য ছাত্র উইলিয়াম হার্ভে তাঁর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার ভার নিলেন। 1602 খ্রীষ্টাব্দে উইলিয়াম হার্ভে ডাক্তারী পাশ করে লণ্ডন শহরে চিকিৎসাকার্যে নিযুক্ত হলেন। এই সময় বহু রোগী পরীক্ষা করে তিনি মানুষের সংবহন তন্ত্র সম্পর্কে নতুন আলোকপাত করলেন। তিনিই প্রথম দেখালেন যে, রক্ত হৃৎপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয় এবং দেহের বিভিন্ন অংশ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে।উইলিয়াম হার্ভে কেন বিখ্যাত?
উঃ উইলিয়াম হার্ভে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য বিখ্যাত যেমন-
1. উইলিয়াম হার্ভে মানবদেহে রক্তসঞ্চালন পদ্ধতি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন।
2. তিনিই প্রথম প্রমাণ করেন যে, প্রাণিদেহের রক্তপ্রবাহ একমুখী। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে ধর্মনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে এবং সারা দেহ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে।
3. রক্তপ্রবাহকে সচল রাখায় হৃৎপিণ্ডের ভূমিকা তিনিই প্রথম উল্লেখ করেন।
রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন কে?
উঃ উইলিয়াম হার্ভে।