লাল ফুলকে লাল দেখায় কেন?

লাল ফুলকে লাল দেখায় কেন? অথবা জবা ফুলকে লাল দেখায় কেন?
উঃ কোনও বস্তু থেকে যে বর্ণের আলো আমাদের চোখে প্রবেশ করে, সেই বস্তুকে আমরা সেই বর্ণের দেখি। লাল ফুল সূর্য থেকে আগত সাদা আলোর সাতটি বর্ণের ছয়টিকে শোষণ করে এবং কেবলমাত্র লালবর্ণ শোষণ না করে ফেরত পাঠায়। ওই লাল বর্ণ আমাদের চোখে প্রবেশ করে। ফলে ওই ফুলকে আমরা লাল দেখি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url