স্প্রিং সাধারণত ইস্পাতের তৈরি হয় তামার তৈরি হয় না কেন?
স্প্রিং সাধারণত ইস্পাতের তৈরি হয়, তামার তৈরি হয় না কেন?
উঃ ইস্পাতের স্থিতিস্থাপকতা তামার স্থিতিস্থাপকতা থেকে অধিক। সেজন্য তামার থেকে ইস্পাতের স্থিতিস্থাপক সীমার মান অনেক বেশি অর্থাৎ ন্যূনতম যে বলের ক্রিয়ায় তামার তৈরি স্প্রিং-এ স্থায়ী বিকৃতি সৃষ্টি হয়, সেই বলের ক্রিয়ায় ইস্পাতের স্থিতিস্থাপক ধর্ম বজায় থাকে। তাই বেশি মানের বলের ক্ষেত্রে স্প্রিং উৎপাদনে তামার পরিবর্তে ইস্পাত ব্যবহার করা হয়।