ইয়ং গুণাঙ্ক কাকে বলে? ইয়ং গুণাঙ্কের একক ও মাত্রা এবং ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10¹¹ Nm⁻² বলতে কী বোঝ?

ইয়ং গুণাঙ্ক কাকে বলে?
স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক ( Young's modulus) বলে।
ইয়ং গুণাঙ্ক (Y) = অনুদৈর্ঘ্য পীড়ন /অনুদৈর্ঘ্য বিকৃতি = mg/πr²/dl/l
ইয়ং গুণাঙ্কের একক কি?
ইয়ং গুণাঙ্কের S.I একক নিউটন/মিটার⁻² বা Nm⁻²
ইয়ং গুণাঙ্কের মাত্রা কি?
উঃ ইয়ং গুণাঙ্কের মাত্রা ML⁻¹T⁻²
ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 ×10¹¹ Nm⁻² বলতে কী বোঝ?
উঃ ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2×10¹¹ Nm⁻² বলতে বোঝায় যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে ইস্পাতের তারের একক অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে প্রতি বর্গমিটারে 2 × 10¹¹N বল প্রয়োগ করতে হবে।
ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10¹² dyne/sq. cm. বলতে কী বোঝায়?
ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10¹² dyne/sq. cm. বলতে বোঝায়, স্থিতিস্থাপক সীমার মধ্যে ইস্পাতের তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে ওর প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেমি ক্ষেত্রফলে 2 × 10¹² বল প্রয়োগ করতে হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url