ভারতের সভ্যতার বিবর্তনে নদনদীর প্রভাব আলোচনা করো

ভারতের সভ্যতার বিবর্তনে নদনদীর প্রভাব আলোচনা করো।
উঃ ভারতের সভ্যতার বিবর্তনে নদনদীর প্রভাব : ভারত ইতিহাসে নদনদীর প্রভাব অপরিসীম, প্রাচীনকালে এই নদনদীর তীরে গড়ে উঠেছিল প্রাচীন ভারতীয় সভ্যতা, যেমন সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা, গাঙ্গেয় উপত্যকায় গড়ে উঠেছিল অসংখ্য নগর, রাজধানী। নদনদীকে কেন্দ্র করে বাণিজ্যিক যোগাযোগ সহজসাধ্য হয়েছে, তা ছাড়া নদীগুলি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে কৃষির উন্নয়নের পথ প্রশস্ত করেছে। আবার নদনদী বিধৌত উর্বর উপত্যকা দখলের জন্য ভারত ইতিহাসে বহু দীর্ঘস্থায়ী সংগ্রামের সূচনা হয়েছে। যেমন দাক্ষিণাত্যে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী উর্বরা রায়চুর দোয়াবের অধিকার নিয়ে পল্লব-চালুক্য, আবার মধ্যযুগে বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে দ্বন্দ্ব উল্লেখযোগ্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url