বুশিডো বলতে কী বোঝো ? বুশিডো গোষ্ঠীর আদর্শ কী ছিল?

বুশিডো ও বুশিডো গোষ্ঠীর আদর্শ

বুশিডো কী?
উত্তরঃ সামুরাইরা নিজেদের বীরধর্ম রক্ষার জন্য কতকগুলি বিধিনিয়ম প্রচলন করে। জাপানি ভাষায় এদের বলা হয় বুশিডো। এটি ঠিক ইউরোপীয় বীরধর্ম বা শিভ্যালরির অনুরূপ।
বুশিডো গোষ্ঠীর আদর্শ কী ছিল?
উত্তরঃ বুশিডো হল যোদ্ধাদের জীবনচর্চার নীতি। টাবুগোয়া শোগুনেটের এই সব নীতি কার্যকরী হয়। এই সব নীতির মধ্যে ছিল সততা, উদারতা, নম্রতা, নিষ্ঠা, সাহস,সংযম, সম্ভ্রমবোধ ইত্যাদি। বুশিডো হল জাপানের শিভ্যালরি
জাপানের শিভ্যালরি কাকে বলা হয়?
উঃ বুশিডোকে জাপানের শিভ্যালরি বলা হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url