মহম্মদ ঘোরী কে ছিলেন? মহম্মদ ঘোরী টীকা লেখো।

মহম্মদ ঘোরী কে ছিলেন? মহম্মদ ঘোরী টীকা লেখো।
উঃ মহম্মদ ঘোরী ছিলেন গজনী ও কাবুলের শাসনকর্তা। মহম্মদ ঘোরী ভারতের ইতিহাসে ঘুরের মহম্মদ বলে পরিচিত। ভারতে মুসলমান অধিকার স্থাপন করাই ছিল তাঁর প্রধান উদ্দেশ্য। ইনি সিন্ধু ও পাঞ্জাব অধিকার করেন। তিনি জানতেন ভারতবর্ষে হিন্দুরাজাদের মধ্যে কোনো ঐক্য নেই। ভারতীয় রাজাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তিনি ভারতবর্ষে রাজ্যবিস্তারে মন দেন। ১১৯২ খ্রিস্টাব্দে তিনি আজমীর ও দিল্লির রাজা পৃথ্বীরাজ চৌহানকে তরাইনের যুদ্ধে পরাজিত করে আজমীর ও দিল্লি অধিকার করেন। এর দু'বছর পরে গাহাড়ওয়ালরাজ জয়চন্দ্রও তাঁর হাতে পরাজিত ও নিহত হন। আজমীর, দিল্লি ও তার সংলগ্ন অঞ্চল ঘুরের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url