মাৎস্যন্যায় কি ? ত্রিমুখী লড়াই বলতে কী বোঝায়?
মাৎস্যন্যায় কী?
উত্তরঃ আনুমানিক ৬৩৭ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশে প্রায় একশ’ বছরেরও বেশি রাজনৈতিক বিশৃঙ্খলা ও অরাজকতা চলেছিল। এই অবস্থাকে সংস্কৃত সাহিত্যে ‘মাৎস্যন্যায়' বলা হয়েছে।
উত্তরঃ হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। কনৌজ ছিল উত্তর ভারতের সার্বভৌম ক্ষমতার প্রতীক। কনৌজ অধিকারের অর্থ হল সমগ্র উত্তর ভারত জয়। এসময় ভারতে তিনটি প্রধান রাজশক্তি ছিল। পূর্ব ভারতে পাল, দক্ষিণ ভারতে রাষ্ট্রকূট এবং পশ্চিম ভারতে গুর্জর-প্রতিহার বংশ। এই তিন শক্তিই কনৌজকে নিজেদের দখলে রাখার আপ্রাণ চেষ্টা করেছে। তার জন্য এই সাম্রাজ্যবাদী শক্তিগুলি একে অপরের সঙ্গে যুদ্ধ করেছে এবং নিজেদের শক্তিক্ষয় করেছে। উত্তর-পশ্চিম ভারত থেকে মুসলমান আক্রমণের আশঙ্কা তারা চিন্তা করতে পারেনি। এর ফল তাদের কারুর পক্ষে ভালো হয়নি।