ভৌত রাশির পরিমাপ ও মাত্রা

       কম্পিটিটিভ পরীক্ষার্থীদের জন্য 
বিভিন্ন কম্পিটিটিভ বই থেকে গুরুত্বপূর্ণ MCQ গুলি সংগ্রহ করে চ্যাপ্টার অনুযায়ী করা হয়েছে।

১. ভরের আন্তর্জাতিক একক কি?
 উত্তর : কিলোগ্রাম ।
২.অলীক বল কাকে বলে?
 উত্তর :অপকেন্দ্র বলকে ।
৩.ওজনের পরিমাপকে কিসের দ্বারা প্রকাশ করা হয় ?
উত্তর : ডাইন।
৪.অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে ।
উত্তর :কেন্দ্রের দিকে ।
৫.বেগের একক কি ?
উত্তর : মিটার/সেকেন্ড 
৬.কোন পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বলে ?
উত্তর :এসআই ও সিজিএস পদ্ধতিতে কে ।
৭.কোন পদ্ধতি কে দশমিক পদ্ধতি বলে ?
 উত্তর :মেট্রিক পদ্ধতিকে ।
৮. এককহীনরাশি কি ও কয়েকটি এককহীনরাশি নাম বল ?
 উত্তর : কোন ভৌত রাশি যদি দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়, তবে সেই রাশির কোন একক থাকে না । এই ধরনের রাশিকে এককহীন রাশি বলে । উদাহরণ দ্রাব্যতা, পারমাণবিক ভর, আণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব।
৯.স্কেলার রাশি (Scalar Quantity) কি ও কয়েকটি স্কেলার রাশির নাম বল?
 উত্তর : যেসব ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই ,তাদের স্কেলার রাশি বলে। যেমন দৈর্ঘ্য, প্রস্থ ,ক্ষেত্রফল ,আয়তন, উষ্ণতা ভর , সময় ইত্যাদি। 
১০.ভেক্টর রাশি কাকে বলে ও কয়েকটি ভেক্টর রাশির নাম বল?
 উত্তর : যেসব ভৌত রাশির মান ও অভিমুখ দুই -ই আছে, তাদের ভেক্টর রাশি বলে ।
যেমন:  সরণ ওজন বল বেগ ত্বরণ ইত্যাদি ।
১১.এমন একটি একক এর নাম বল যেটা মাত্রাহীন রাশি হলেও একক রয়েছে ?
উত্তর:  কোণ, যার একক রেডিয়ান
১২. ঘন কোণ( Solid Angle) এর SI একক কি  ?
উত্তর: স্টেরেডিয়ান ( Steradian) ।             
১৩. ক্যারাট এককটি কোন ভৌত রাশির একক?
উত্তর: ভর।
১৪. 1 মাইক্রন সমান কত সেন্টিমিটার?
উত্তর: 10^-4 cm
১৫. পারদের ঘনত্ব 13.6g cm^-3 হলে SI পদ্ধতিতে এর ঘনত্ব কত হবে?
উত্তর: 13600kgm^-3
১৬. উপগ্রহ বা রকেট উৎক্ষেপণ কালে নির্ভুলভাবে সময় দেখা হয় কোন ঘড়ির সাহায্যে?
উত্তর: মেট্রোনাম।
১৭. গ্যালন কোন ভৌত রাশির একক?
উঃ তরলের আয়তন পরিমাপের একক।
১৮. 1 গ্যালন সমান কত লিটার?
উঃ ৪.৫ লিটার।
১৯. আলোকবর্ষ কোন ভৌত রাশির একক?
উঃ আলোকবর্ষ দৈর্ঘ্য পরিমাপের একক।
                       একাদশ শ্রেণী 
থেকে MCQ সংগ্রহ বই: প্রারম্ভিক পদার্থবিদ্যা 
১. আন্তর্জাতিক একক পদ্ধতি তে প্রাথমিক একক কটি?
উত্তর: সাতটি।
২. কোন রাশির একক কে সম্পরক একক বলা হয়?
উত্তর: কোণ ও ঘনকোণ।
৩.আন্তর্জাতিক একক পদ্ধতিতে মোল একটি প্রাথমিক একক, না লব্ধ একক?
উত্তর: প্রাথমিক একক।
৪.SI তে তাপগ্রাহীতার একক কি?
উত্তর: J/K
৫. বলের মাত্রা কি?
উত্তর: MLT^-2
৬. আলোকবর্ষ একটি কি একক?
উত্তর: এটি দৈর্ঘ্যের একক তাই আলোকবর্ষ একটি প্রাথমিক একক।
৭. আন্তর্জাতিক একক পদ্ধতি তে ক্যান্ডেলা একটি একক?
উত্তর: প্রাথমিক একক।
৮. পারসেক কিসের একক?
উত্তর: দৈর্ঘ্যের ।
৯. যদি বল (F), দৈর্ঘ্য(L), এবং সময় মৌলিক রাশি হয়, তাহলে ভরের মাত্রা নির্ণয় করো?
উত্তর: নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা জানি, বল=ভর × ত্বরণ
অর্থাৎ, ভর=বল/ত্বরণ
এখানে বলের মাত্রা=F, ত্বরণের মাত্রা= LT^-2
অর্থাৎ, ভরের মাত্রা=F/LT^-2= FL^-1T^2

 বিভিন্ন ভৌত রাশির প্রাথমিক SI একক সমূহ:-

মূল রাশি (Base quantity)মূল SI একক ( SI base unit)
নামপ্রতীকএককপ্রতীক
দৈর্ঘ্যl,x,r ইত্যাদিমিটারm
ভরmকিলোগ্রামkg
সময়tসেকেন্ডs
তড়িৎ প্রবাহI, iঅ্যাম্পিয়ারA
তাপগতীয় তাপমাত্রা
TকেলভিনK
পদার্থের পরিমাণ
nমোলmol
দীপন প্রাবল্যIvক্যান্ডেলাcd

                       নবম শ্রেণী
            অধ্যায়- পরিমাপের পদ্ধতি
১. আয়তনের একক কি মৌলিক না লব্ধ?
উত্তর: লব্ধ একক ( Derived Units) ।
২. এসআই পদ্ধতিতে ভরের একক কি?
উত্তর: কিলোগ্রাম (kg)।
৩. মিলিলিটার কিসের একক?
উত্তর: বস্তুর আয়তন।
৪. দ্রুতি একটি স্কেলার রাশি না ভেক্টর রাশি?
উত্তর: স্কেলার রাশি ।
৫. সরণ স্কেলার রাশি না ভেক্টর রাশি?
উত্তর: ভেক্টর রাশি।
৬. চাপের সিজিএস একক কি?
উত্তর:সিজিএস একক ডাইন/সেন্টিমিটার²।
         চাপের এসআই একক পাস্কেল ।
৭. এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি?
উত্তর: মিটার।
৮. ভরবেগ ও বলের একক মৌলিক না লব্ধ?
উত্তর: লব্ধ একক।
৯. সাধারণ তুলায় কোন ভৌত রাশির পরিমাপ করা হয়?
উত্তর: বস্তুর ভর মাপতে সাধারণ তুলা ব্যবহার করা হয়।
১০. বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
উত্তর: স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ভার বা ওজন মাপা হয়।
১১.অ্যাংস্ট্রম কি এর ব্যবহার বল?
উত্তর: আলোর তরঙ্গদৈর্ঘ্য মাপতে কি ব্যবহৃত হয়। 1 অ্যাংস্ট্রম = 10^-8 সেন্টিমিটার বা 10^-10 মিটার।
১২. মন্দনের মাত্রা লেখ?
উত্তর: LT^-2
১৩. তাপমাত্রার এসআই এককটি কি?
উত্তর: তাপমাত্রা বা উষ্ণতা এর SI একক হল কেলভিন । 
১৪. পারমাণবিক ভরের একক কি?
উত্তর পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব ( Atomic mass) কোনো একক নেই।
১৫. বলের মাত্রা লেখ।
উত্তর: বল= ভর× ত্বরণ 
     অর্থাৎ, বলের মাত্রা = MLT^-2
বলের এস আই একক হল নিউটন এবং সিজিএস একক ডাইন ।
১৬. জল স্কেলার রাশি না ভেক্টর রাশি?
উত্তর: স্কেলার রাশি ।
১৭. লিটার কাকে বলে?
উত্তর: 4°C বা 277K উষ্ণতায় এক কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে। এসআই এবং সিজিএস পদ্ধতিতে তরলের আয়তন লিটার এককে মাপা হয়।
১৮.খুব ছোট দৈর্ঘ্য মাপতে কি কি ব্যবহার করা হয়?
উত্তর: অ্যাংস্ট্রম, ফার্মি, এক্স একক।
১৯. ফার্মি ও এক্স একক কি?
উত্তর: 1 ফার্মি= 10^-13 সেন্টিমিটার বা 10^-15 মিটার । পরমাণু কেন্দ্রের ব্যাস এই এককে প্রকাশ করা হয়।
1এক্স একক= 10^-11 সেন্টিমিটার বা 10^-13 মিটার। অণু, পরমাণুর ব্যাস এককে মাপা হয়।
২০. খুব বড় দৈর্ঘ্য মাপতে কোন একক ব্যবহার করা হয়?
উত্তর: আলোকবর্ষ (Light year)।
২১. আলোকবর্ষ কি? আলোকবর্ষ মূল একক না লব্ধ একক?
উত্তর: শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। 
1 আলোকবর্ষ= 9.46×10^12 কিমি ( প্রায়)।
আলোকবর্ষ হলো দৈর্ঘ্যের একক তাই এটি মূল একক।
২২. ওজন বাক্সে বাটখারা গুলি ভরের কি অনুপাতে রাখা হয়?
উত্তর: 5:2:2:1

আরো জানতে ক্লিক করুন- 
Next Post
No Comment
Add Comment
comment url