পরিমাপের একক বলতে কী বােঝ? পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর : কোনাে ভৌতরাশি পরিমাপ করার জন্য ওই রাশির একটি সুবিধাজনক অংশকে মূল ধরে রাশিটি তার কত গুণ বা গুণিতাংশ, তা নির্ণয় করা হয়। সুবিধাজনক ওই মূল অংশকে ওই ভৌত রাশির পরিমাপের একক বলা হয়।
পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উঃ এককের প্রয়ােজনীয়তা: একক ছাড়া ভৌত রাশি সাধারণভাবে অর্থহীন। যদিও এমন অনেক ভৌত রাশি আছে যাদের কোনাে একক নেই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একই ভৌত রাশিকে অর্থবহ করে তােলে।
নিম্নলিখিত কারণে ভৌত রাশির একক ব্যবহৃত হয়-
(i) ভৌত রাশিটির স্বতন্ত্রতা বজায় রাখার জন্য।
(ii) বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য।
(iii) ভৌত রাশিটির স্বাভাবিক অবস্থা নিরূপণের জন্য।
(iv) ভৌত রাশি-সমন্বিত সমীকরণ যাচাই করার জন্য।
আরো জানতে ক্লিক করুন-
No comments:
Post a Comment
কোন প্রশ্নের উত্তর ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবে ( কারেন্ট অ্যাফেয়ার্স সময়ের সাথে সাথে উত্তর পরিবর্তন হয়)