জেনারেল সাইন্স এর গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব-5

111. দুধ কী ধরনের দ্রবণ ?
উঃ কলয়ডীয়
112. প্রতি বৃক্কে নেফ্রনের আনুমানিক সংখ্যা কত?
উঃ 10 লাখ
113. পেরিস্কোপ কোন নীতির ওপর নির্ভর করে তৈরি হয় ?
উঃ প্রতিফলন ও প্রতিসরণ
114. বার্ড ফ্লু সৃষ্টিকারী ভাইরাসটির নাম কী ?
উঃ HINI
115. উপেন্দ্রনাথ ব্ৰত্মচারী কোন রােগের ওষুধ আবিষ্কার করেন?
উঃ কালাজ্বর
116, নিচের কোনটি ভাইরাসঘটিত রােগ?
a)হেপাটাইটিস (b) কলেরা (c) ম্যালেরিয়া (d) ডিপথেরিয়া
উঃ হেপাটাইটিস
117. ভিটামিন 'E'-এর রাসায়নিক নাম কোনটি ?
উঃ টোকোফেরল
18. কোনটি মানবতন্ত্রের পাচক উৎসেচক নয়?
উঃ গ্যাসট্রিন
119. সালােকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে?
উঃ স্ট্রোমা
120. কীসের সংক্রমণে রিংওয়ার্ম হয়?
উঃ ছত্রাক
121. স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে গ্যাসের বিনিময় কোথায় ঘটে?
উঃ ব্রঙ্কাই
122. মানবদেহের কোনটি ছােট অস্তি?
উঃ স্টেপিস
123. কোনটির সংক্রমণে ম্যালেরিয়া রােগ হয়?
উঃ প্রাটোজোয়া
124. রক্তবাহের ভিতরে রক্ততনে বাধা দেয় কে?
উঃ হেপারিন
125. কোন গ্যাসটি ধানখেত থেকে বেশি নির্গত হয় ?
উঃ মিথেন।
126. ভেষজ তেল থেকে বনস্পতি ঘি-এর রূপান্তর কোন পদ্ধতিতে ঘটে ?
উঃ হাইড্রোজেনেশন
127. রবারের ভালকানাইজেশন ব্যবহৃত প্রাথমিক পদার্থ কোনটি ?
উঃ সালফার
128. কোন রােগের বিরুদ্ধে BCG ভ্যাকসিন প্রয়ােগ হয় ?
উঃ যক্ষা
129. জেজুজাম ও ইলিয়াস কোন অঙ্গের অংশ?
উঃ ক্ষুদ্রান্ত
130. বস্তুতন্ত্রে জীবাণুদের ভূমিকা কী?
উঃ বিয়ােজক
131. কোনটি পতঙ্গভুক উদ্ভিদ ?
উঃ সূর্যশিশির
132. সিবেসিয়াম গ্রন্থি কোথায় থাকে?
উঃ ত্বকে
133. অচল অস্থিসন্ধি কোথায় থাকে?
উঃ করােটিতে
134. ক্ষুদ্রান্তের পাকস্থলী সংলগ্ন অংশকে কী বলে?
উঃ ডিওডিনাম।
135. ফেনল কেমন ?
উঃ মৃদু অম্লধর্মী
136. বিভব পার্থক্যের একক কোনটি?
উঃভােল্ট
137. রােধের একক কোনটি?
উঃ ওহম
138. কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে কী বলা হয় ?
উঃ গলন
139. কোন পদার্থটি খােলা অবস্থায় সরাসরি বাষ্পে পরিণত হয় ?
উঃ কর্পূর
140. আধানের একক কোনটি ?
উঃ কুলম্ব
141. নিদিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থ কোনটি ?
উঃ মােম
142. কোনটিতে নিউট্রন নেই?
উঃ সাধারণ হাইড্রোজোনে
143. বরফ গলনের ফলে আয়তনের অবস্থা?
উঃ কমে।
144. তরলের মধ্যে কোনও গ্যাস দ্রবীভূত থাকলে স্ফুটনাঙ্ক?
উঃ কমে
145. কোন ধাতব বস্তুকে গরম করলে তার থেকে কোনটি বেরিয়ে আসে?
উঃ ইলেকট্রন
146. দুরদৃষ্টিসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে কোন ধরনের লেন্স প্রয়ােজন?
উঃ উত্তল লেন্স
147. আইসােটোপ নেই এমন একটি মৌলের উদাহরণ?
উঃ সোডিয়াম
148. সৌরশক্তির উৎস কোনটি?
উঃ নিউক্লিও সংযােজন 
149. মানবদেহের কোন অংশের সঙ্গে রক্তে শর্করা নিয়ন্ত্রণ বিষয়টি জড়িত?
উঃ আইলেটস অর ল্যাঙ্গারহালস গ্রন্থি।
150. ফ্রিজে রাখা খাবার টাটকা থাকার কারণ কোনটি?
উঃ রাসায়নিক বিক্রিয়া মন্দীভূত হয়।
151. কোনটি হরমােন রক্তে ক্যালসিয়াম এবং ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণ করে?
উঃ প্যারা থাইরয়েড হরমােন।
152. চোখের লেন্সে কোন প্রােটিন থাকে
উঃ ক্রিস্টালিন।
153. ক্রেবস চক্রের বিক্রিয়া কোথায় সংগঠিত হয় ?
উঃ মাইটোকন্ড্রিয়ার স্ট্রোমায়।
154. কায়াজমা গঠন দেখতে কেমন হয়?
উঃ X অক্ষরের মতাে।
155. বাস্তুতন্ত্রের 10% নিয়ম কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?
উঃ বিজ্ঞানী লিন্ডেম্যান।
156. কত তাপমাত্রায় মানবদেহের উৎসেচকগুলি সর্বাধিক ক্রিয়াশীল থাকে - 37°c.
157. মানবদেহের সবচেয়ে ছােট কোষের নাম কি ?
উঃ লিম্ফোসাইট।
158. BMR নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উঃ বেনেডিক্ট রথ যন্ত্র।
159. ক্লোরােফিলযুক্ত মূল পাওয়া যায় কোন গাছে।
উঃ পানিফল (Trapa bispinosa)।
160. সালােকসংশ্লেষের অন্ধকার দশা কে আবিষ্কার
করেন ?
উঃ বিজ্ঞানী ব্ল্যাকম্যান।
161. জীবদেহের খণ্ড অংশ থেকে পূর্ণাঙ্গ দেহসৃষ্টির পদ্ধতি কী নামে পরিচিত?
উঃ পুনরুৎপাদন।
162. উদ্ভিদের বর্ষবলয় কি থেকে তৈরি হয় ?
উঃ গৌন জাইলেম।
163. কোন শৈবাল মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় ?
উঃ নষ্টক
164. কোন বিজ্ঞানী উদ্ভিদ কোষের প্লাস্টিড আবিষ্কার করেন?
উঃ বিজ্ঞানী স্কিমপার।
165. অ্যাটাকামাইট কোন ধাতুর আকরিক?
উঃ তামা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url