সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন উত্তর পর্ব 2
1. নীল জবাফুলের পাপড়িতে কোন ধরণের
প্লাসটিড থাকে ?
উঃ ক্রোমােপ্লাসটিড।
2. মটরগাছ কোন গােত্রের উদ্ভিদ ?
উঃ লেগুমিনােসি বা, শিম্বগােত্রীয়।
3. সালােকসংশ্লেষীয় সব রঞ্জকের মধ্যে কোনটি
প্রধান ?
উঃ ক্লোরােফিল a.
4. ব্যাঙের কত নম্বর কশেরুকা ফ্যানের ব্লেডের মতাে দেখতে হয় ?
উঃ 9 নং।
5. জ্যান্থােফিলের সংকেত কী ?
উঃ CoHse0,
6. কোন ধরণের পেশিতে টিটেনাস হতে পারে ?
উঃ অস্থি পেশি।
7. উধ্বমহাশিরা হৃৎপিণ্ডের কোন অলিন্দ থেকে উৎপন্ন হয় ?
উঃ ডান অলিন্দ।
৪. পূর্ণ বয়স্ক মহিলাদের হৃৎপিণ্ডের গড় ওজন কত ?
উঃ 250 গ্রাম।
9. গিনিপিগের কোন ধরণের দাঁত থাকে না ?
উঃ ক্যানাইন দাঁত।
10. অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা ক’টি?
উঃ 3টি।
11. গরুর দুধে কোন ভিটামিন থাকে না ?
উঃ ভিটামিন-C.
12. রেটিনার অন্ধবিন্দুতে কী থাকে না ?
উঃ রড ও কোণ কোশ।
13. স্তন্যপায়ী প্রাণিদের অন্তকর্ণের রেচন পদার্থের নাম কী ?
উঃ সেরুমেন।
14.উদ্ভিদ কলাতন্ত্রের বিভাগ করেন কোন বিজ্ঞানী?
উঃ বিজ্ঞানী স্যাকস (1875 সালে)।
15. কোন গ্রন্থির নির্যাস দিয়ে মাছের কৃত্রিম প্রজনন ঘটানাে হয় ?
উঃ পিটুইটারি।
16. Rh ফ্যাক্টর প্রথম কোন প্রাণীতে পাওয়া যায়? উঃ রেসাস বানর।
17. ফুসফুসের বায়ুথলিতে O2 র পরিমাণ কত ?
উঃ 14.2%
18. কত ফুট পর্যন্ত উচ্চতায় মানুষের শ্বাস প্রশ্বাসের অসুবিধে হয় না ?
উঃ 12,000 ফুট।
19. ফুসফুসের আবরণকে কী বলে?
উঃ প্লুরা।
20. অক্সানােমিটার দিয়ে কী পরিমাপ করা হয় ?
উঃ উদ্ভিদ বৃদ্ধিহার।
21. অপরিণত অবস্থায় জননক্ষমতা অর্জিত হলে
তাকে কী বলে ?
উঃ পিডােজেনেসিস।
22. মাছির লার্ভাকে কী বলে ?
উঃ ম্যাগট।
23. ঝিঝি পােকার লার্ভাকে কী বলে ?
উঃ গ্রাব।
24. একটি সম্পূর্ণ হৃদচক্রে কত সময় লাগে ?
উঃ ০.৪ সেকেন্ড।
25. লালরস দিয়ে রেচিত হয় এমন একটি ভারি ধাতু কি ?
উঃ পারদ।
26. পিত্তরসের রাসায়নিক ধর্ম কী ধরণের?
উঃ ক্ষারীয়।
27. পিত্তরসের উৎসস্থল কী ?
উঃ যকৃত।
28. লালারসের কোন উৎসেচক ব্যাক্টেরিয়া ধ্বংস করে ?
উঃ লাইসােজাইম।
29. কীসের আধিক্যে পেশি ক্লান্ত হয় ?
উঃ ল্যাক্টিক অ্যাসিড।
30. কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে ?
উঃ হৃদপেশি।
31.Fasciolaপরজীবীটি কোথায় থাকে ?
উঃ যকৃতে।
32. বুক-গিল কোন প্রাণির শ্বাস অঙ্গ ?
উঃ চিংড়ি।
33. বুক-লাং কোন প্রাণির শ্বসঅঙ্গ ?
উঃ মাকড়শা।
34. একবীজপত্রী উদ্ভিদের পাতা দেখে সহজে
চেনার উপায় কী ?
উঃ সমান্তরাল শিরাবিন্যাস।
35. কোন গাছের পাতা জল সঞ্চয় করে ?
উঃ Dischidia.
36. কোন ফুলে শামুক দিয়ে পরাগ সংযোগ ঘটে ?
উঃ ওল, কচু।
37. উপপত্র কাটার রূপ নেয় কোন গাছে ?
উঃ বাবলা।
38. কাণ্ডের অতিরিক্ত খাদ্য সঞ্চয় কোথায় দেখা যায় ?
উঃ আলু।
39. কোন উদ্ভিদের চোষক মূল আছে ?
উঃ স্বর্ণলতা।
40. বহুযোজী মূলত্র আছে কোন গাছে ?
উঃ কেয়া।
41. মিথাইল কোবালামিন কী ?
উঃ সিউডােভিটামিন।
42. কোন ভিটামিনের অভাবে ফিনােডামা হয় ?
উঃ ভিটামিন D.
43. থ্রম্বােপ্লাসটিন কোথা থেকে উৎপন্ন হয় ?
উঃ অনুচক্রিকা।
44.ব্লাডব্যাঙ্কে কী ধরণের তঞ্চনরােধক ব্যবহৃত হয় ?
উঃ সোডিয়াম সাইট্রেট।
45. কোন শ্রেণির রক্তে কোনাে অ্যান্টিজেন নেই ?
উঃ O
46. সমুদ্র কচ্ছপ গড়ে কতদিন বাঁচে ?
উঃ 200 বছর।
47. কোন শ্বেত কণিকা এলার্জি প্রতিরোধ করে ?
উঃ ইওসিনােফিল।
48. রক্তের স্বাভাবিক কোলেস্টেরল মাত্রা কত ?
উঃ 150-250mg/100 ml.
49. দেহের ত্বক ও মিউকাস পর্দা নীলবর্ণ ধারণ করলে সেটি কী ধরণের রােগ ?
উঃ নীলব্যাধি বা, সায়ানােসিস।
50. চালতার ভােজ্য অংশ কোনটি ?
উঃ বৃত্যাংশ।
51. মানুষের শরীরের ‘জৈব রসায়নাগার’ কোন
অঙ্গকে বলে ?
উঃ যকৃত।
52. কোন প্রকার খাবার লসিকার মাধ্যমে বিশেষিত হয় ?
উঃ ফ্যাট।
53. লােহিত কণিকার অতিবৃদ্ধিকে কী বলা হয় ?
উঃ পলিসাইথেমিয়া।
54. Birbal Sahani Institute of Paleobotany কোথায় আছে ?
উঃ লখনৌয়ে।
55. সবচেয়ে বেশি এলাকা নিয়ে ছড়িয়ে পড়া
ভাইরাস কোনটি ?
উঃ Herpes.
56. সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া কত ডিগ্রি
সেন্টিগ্রেড উষ্ণতায় থাকতে পারে ?
উঃ -170°C.
57. পাকস্থলী ও অন্ত্রের প্রাচীরে কোন ধরণের আবরণী কলা থাকে ?
উঃ শুভাকার।
58. বট পাতার সিস্টোলিথযুক্ত কোশকে কী বলে ? উঃ লিথােসিস্ট।
59. উদ্ভিদকলার কোন অংশের সঙ্গে পরিচক্র সম্পর্কযুক্ত ?
উঃ চিলি।
60. বিছুটি পাতার দংশক রােম গঠনগতভাবে
কী ?
উঃ বিশেষ ধরণের গ্রন্থিরােম।
61. মানুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে WBC'র
গড় সংখ্যা কত ?
উঃ 6,000.
62. গ্লাইকোলিসিস প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি ?
উঃ গ্লুকোজের ফসফোরিলেশন।
63. পাইরুভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কত ?
উঃ 3টি।
64. শৈশবকালে হাঁপানির একটি বহুপ্রচলিত স্টেরয়েড ওষুধ কী ?
উঃ বুডিকোর্ট।
65. স্বাভাবিক ও সম্পূর্ণ সংবহনকালের সময়কাল কত ?
উঃ 12-26 Sec.
66. ভিটামিন K'র অভাব ও অণুচক্রিকার সংখ্যা
হ্রাসে চামড়া ও মিউকাস পর্দার নিচের রক্তক্ষরণকে কী ?
উঃ পারপুরা।
67. গ্লোবিন সংশ্লেষের অস্বাভাবিকতা ও অ্যামিনাে অ্যাসিডের অস্বাভাবিকতাকে একত্রে কী বলে ?
উঃ হিমােগ্লোবিনােপ্যাথি।
68. স্নায়ুকোশের মধ্যের দু’টি রানভিয়ার পর্বের অন্তঃবর্তী স্থানের দূরত্ব কত ?
উঃ 1 মিলিমিটার।
69. কোন বছর ভারতের পপুলেশন পলিসি শুরু হয় ?
উঃ 1976 সালে।
70. অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?
উঃ ক্ষণপদ।