জেনারেল নলেজ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব -4


221. কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উঃ ছত্তিশগড়।
222. বারাসত ও বনগাঁও-এর মধ্যে কত নম্বর জাতীয় সড়ক রয়েছে?
উঃ 35 নম্বর।
223. নর্মদার ডানতীরের একটি উপনদী নাম কি?
উঃ হিরণ।
224. নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ সারামতী
225.23 সেপ্টেম্বর মকরক্রান্তি রেখায় সূর্যরশ্মি কত ডিগ্রি কোণে আপতিত হয় ?
উঃ 23½°
226. সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয় ?
উঃ পরিচলন।
227. ক্রায়ােজেনিক টেকনােলজি নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
উঃ রকেট।
228. নিচের মৌলগুলির মধ্যে কোনটির আণবিক সংখ্যা সবথেকে কম ?
(A) ব্রোমিন (B) ম্যাঙ্গানিজ (C) ক্লোরিন D) কার্বন
উঃ কার্বন
229. WTO আগে কী নামে পরিচিত ছিল?
উঃ GATT
230. ভারতের এক টাকার নােটে কার সই থাকে?
উঃ অর্থদপ্তরের সচিব
231. 'GST-র পুরাে নাম কী?
উঃ Goods and Service Tax 
232. সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায় ?
উঃ 61
233. ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল কার প্রস্তাবে?
উঃ ক্যাবিনেট মিশন পরিকল্পনা দ্বারা।
234. ভারতের প্রথম সাধারণ নির্বাচনে লােকসভার আসনসংখ্যা কত ছিল?
উঃ 489 
235. লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন ?
উঃ বখতিয়ার খলজি।
236. নিচের কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয় ?
উঃ ৪ মার্চ
237. গােয়েন্দা চরিত্র ‘গােগােল’-এর সৃষ্টিকর্তা কে ?
উঃ সমরেশ বসু।
238. V for Victory এই চিহ্ন প্রথম কে দেখিয়েছিলেন ?
উঃ চার্চিল
239. অর্জুন অটওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত?
উঃ গল্ফ 
240. লিটল স্লাম কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ব্রিজ
241. ভগৎ সিং-এর সহযােগী কে ছিলেন ?
উঃ বটুকেশ্বর দত্ত।
242. শের-ই-বঙ্গালা কাকে বলা হত?
উঃ ফজলুল হককে।
243. তত্ত্ববােধিনী পত্রিকার সম্পাদক কে ?
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
244. ক্যান্ডেলা কীসের একক?
উঃ দীপ্তি প্রাবল্য।
245. কোন অ্যাসিডটি সিরাপ ও ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় ?
উঃ HCL 
246. তাপমাত্রা অপরিবর্তিত থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে আয়তন ও চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটি কার সূত্র ?
উঃ বয়েলের সূত্র।
247. প্রেসার কুকারের মূলনীতি কি ?
উঃ চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে।
248. ন্যাপথলিনের সংকেত কি ?
উঃ C10H8
249. পর্যায় সারণীর কোন পর্যায়ে সর্বাধিক মেীল থাকে?
উঃ ষষ্ঠ
250. শুষ্ক বরফ বলতে কাকে বােঝায় ?
উঃ কঠিন CO2
251. ব্লিজার্ড কি ?
উঃ তুষার ঝড়।
252. নিচের কোনটি পীত নদী?
A) হােয়াংহাে (B) ইয়াঙসিকিয়া (C) সিকিয়াঙ (D) লেনা
উঃ হোয়াংহো।
253. মাউরি উপজাতিদের আদি নিবাস কোথায় ?
উঃ নিউজিল্যাণ্ড
254. ডাউনস কি ?
উঃ নাতিশীতােষ্ণ তৃণভূমি।
255. ‘গড়থাব’ কোথায় অবস্থিত?
উঃ গ্রিনল্যাণ্ডে।
256. 'পালঘাট’ কোন পর্বতের গিরিপথ?
উঃ নীলগিরি
257. কোন গ্যাসকে 'Fire Air' বলা হয়?
উঃ অক্সিজেন।
258. মানব দেহে ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়?
উঃ যকৃতে।
259.পৃথিবীর শুষ্কতম স্থান কোন দেশে আছে ?
উঃ চিলি 
260. কোশের কোন অঙ্গাণুতে সবাত শ্বসন ঘটে ?
উঃ মাইটোকন্ড্রিয়া।
261. ব্রিস্টল শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উঃ অ্যাভন।
262. নবজাগরণ প্রথম কোথায় শুরু হয় ?
উঃ ইতালি।
263. নাইক্রোম তার কোন ধাতু থাকে?
উঃ এটি লোহা নিকেল এবং ক্রোমিয়ামের সংকর ধাতু।
264. 'City of Magnificient Buildings কোন শহরকে বলা হয় ?
উঃ ওয়াশিংটন।
265. 'Asian Drama' কার লেখা?
উঃ গুর্নার মিরডাল।
266. Economics Freedom Index'এ এখন ভারতের স্থান কত?
উঃ 143 
267.41তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা -2017'র থিম কী ছিল?
উঃ কোস্টারিকা।
268. 15 ফেব্রুয়ারি 2017 ISRO, PSLV-C-37 এর সাহায্যে মােট কতগুলি স্যাটেলাইট উৎক্ষেপণ করে?
উঃ 104
269. ভারতের কোন রাজ্যে এই প্রথম পুরােপুরি মহিলাদের দিয়ে সাংসদ পরিচালিত হয়?
উঃ আন্ধা প্রদেশ 
270. FIFA-U-17 World Cup India 2017'র ম্যাসকট কী?
উঃ খেলেও 
271. নিচের কোন দেশ 'BRICS' এর সদস্য নয়?
A) ব্রাজিল B) রাশিয়া C) চীন D) ইন্দোনেশিয়া ।
উঃ ইন্দোনেশিয়া ‌।
272. ঘরের তাপমাত্রায় নিচের কোন ধাতু তরল থাকে ?
উঃ পারদ।
273. কোনটি 'কার্বলিক অ্যাসিড' নামে পরিচিত?
উঃ ফেনল।
274. কোন নদীর ওপর তেহরি বাঁধ গড়ে ওঠে?
উঃ ভাগিরথী।
275. কোন দেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে দীর্ঘ?
উঃ বাংলাদেশ।
276. কর্ণাটক রাজ্যের কোন নদীতে যােগ জলপ্রপাত আছে?
উঃ সরাবতী।
277. মুত্রের একটি স্বাভাবিক উপাদানের উদাহরণ দাও।
উঃ ক্রিয়েটিনিন।
278. থাইমাস গ্রন্থি থেকে যে হরমােন ক্ষরিত হয় তার নাম কী?
উঃ থাইমােসিন।
279. কোন ভিটামিন অতিরিক্ত পরিমাণে নিলে শরীরে ক্ষতিকর প্রভাব দেখা যায় ?
উঃ E ও C
280. AB রক্তের গ্রুপে কি নেই ?
উঃ কোনাে অ্যান্টিবডি নেই।
281. কোন ব্যক্তির কাছে কোনাে বিল অর্থ বিল কিনা সেটা যাচাই করার ক্ষমতা আছে।
উঃ লােকসভার অধ্যক্ষ।
282. কোন রােগকে White plague' বলা হয় ?
উঃ টিউবারকুলােসিস।
283.বিশ্বের দীর্ঘতম যাত্রী বিমান পরিষেবা কাতারের দোহা থেকে কোন শহর পর্যন্ত বিস্তৃত?
উঃ অকল্যান্ড।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url