জেনারেল নলেজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব 5

284. কোন খেলায় 'লেডি রতন টাটা ট্রফি' দেওয়া হয় ?
উঃ হকি।
285. বায়ুর আর্দ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
উঃ হাইগ্রোমিটার।
286. কোন খেলার সঙ্গে পঙ্কজ আলবানী যুক্ত?
উঃ বিলিয়ার্ডস।
287. যখন লােহায় মরচে পড়ে, তখন লােহার ওজন বাড়ে না কমে ?
উঃ বাড়ে ।
288. একটি পাণিনির লেখা বইয়ের নাম কি?
উঃ অষ্টাধ্যায়ী।
289. খিজির খান কোন বংশের প্রতিষ্ঠাতা ?
উঃ সঈদ বংশ।
290. বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
উঃ ব্যারােমিটার।
291. আকবরের আমলে টোডরমল কোন পদে ছিলেন?
উঃ দেওয়ান।
292. 'মহামতি' কাকে বলা হত?
উঃ আকবর।
293. মুসাম্মান বুর্জ সৌধ কে তৈরি করিয়েছিলেন?
উঃ শাহজাহান।
294. কাংড়া বা, নগরকোট দুর্গ কে জয় করেছিলেন ?
উঃ জাহাঙ্গীর।
295. আলতিনতাগ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উঃ মার্কোপােলাে।
296. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উঃ ইয়াংসিকিয়াং।
297. ভারতের প্রথম কাগজকল কোথায় গড়ে ওঠে?
উঃ শ্রীরামপুরে।
298. চিনের রাজধানী বেজিং কোন নদীর মােহনায় অবস্থিত?
উঃ হােয়াংহাে।
299. এশিয়ার বৃহত্তম পেয় জলের হ্রদ কোনটি?
উঃ সুপেরিয়ার।
300. ভারতের 'Rock Gardon' কোথায় আছে ?
উঃ চন্ডীগড়।
301. ‘ক্ষেত্রী প্রকল্প' কোনটি উৎপাদনে নিয়ােজিত ?
উঃ তামা।
302. ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি আছে?
উঃ মধ্য প্রদেশ।
303. সূর্যের চারিদিকে পরিক্রমায় কোন গ্রহ 165 বছর সময় নেয় ?
উঃ নেপচুন।
304. দামােদর নদের উৎপত্তিস্থল কোথায় ?
উঃ ছােটনাগপুর মালভূমি।
305. ফ্রান্সের জাতীয় প্রতীক কোনটি?
উঃ লিলি
306. কোন দেশের পার্লামেন্টকে 'সোংডু' বলা হয় ?
উঃ ভুটান।
307. কোন দেশের মুদ্রা স্কিলিং নামে পরিচিত?
উঃ অস্ট্রিয়া।
308. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাব্লিক হেলথ কোথায় আছে?
উঃ কলকাতা।
309. ভারতের আলু গবেষণাকেন্দ্র কোথায় আছে ?
উঃ সিমলা।
310. পিচোলা হ্রদ কোথায় অবস্থিত?
উঃ উদয়পুর
311. কত সালে ভারতে প্রথম মানি অর্ডার ব্যবস্থা চালু হয়?
উঃ ১৮৮০ খ্রিস্টাব্দে।
312. ‘দ্য অ্যালকেমি অফ ডিজায়ার’কার প্রথম উপন্যাস?
উঃ অরুণ তেজপাল।
313. ‘বিশ্ব জল দিবস' কবে পালিত হয় ?
উঃ ২২ মার্চ।
314. ২০২২ সালের কমনওয়েলথ গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে?
উঃ দক্ষিণ আফ্রিকা।
315. দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার’ কোন অঞ্চলকে বলা হয় ?
উঃ থাঞ্জাভুর।
316. কোন দেশের রাজধানী খার্তুম ?
উঃ সুদান
317. লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত?
উঃ ব্যাডমিন্টন
318. ‘গােনাডােট্রপিক হরমােন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?
উঃ পিটুইটারি।
319. বাবর’ কথাটির অর্থ কী?
উঃ বাঘ।
320. প্রথম ভারতীয় গায়িকা হিসাবে কে নারী ক্ষমতায়ন নিয়ে রাষ্ট্রসঙ্ঘের সঙ্গে কাজ করতে চলেছেন?
উঃ নীতি মােহন।
321. কোন ভৌগােলিক অঞ্চল 'এশিয়া মাইনর' নামে পরিচিত?
উঃ এশিয়ান তুর্কি।
322. শেষ মৌর্য সম্রাট কে ?
উঃ বৃহদ্রথ।
323. পশুপাত সম্প্রদায়ে দেবতা শিব ছিলেন সব ‘পশু'র ঈশ্বর। এখানে ‘পশু' বলতে কী বােঝানাে হত ?
উঃ সব জীবিত প্রাণী
324. বৈদিক যুগে ‘শৌত্রমনি’ বলতে কী বােঝানাে হত ?
উঃ ঈশ্বরের সামনে অসুরের বলিদান
325. ঋগ্বেদে উল্লিখিত দশরাজন্য যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল?
উঃ রাভি।
326. কার জীবনীগ্রন্থের নাম 'Springing Tiger : A Study of Revolutionary'?
উঃ সুভাষচন্দ্র বসু।
327. কোন দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ‘মাউন্ট কিনাবালু’?
উঃ মালয়েশিয়া।
328.কোন দেশে ‘সাড'নামক জলাভূমি দেখা যায় ?
উঃ দক্ষিণ সুদান।
329. কোন প্রণালী নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে?
উঃ কুক প্রণালী
330. ‘পােলান হাইটস’ কোন দুই দেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত ?
উঃ ইজরায়েল ও সিরিয়া।
331.‘ফোর কর্নারস মনুমেন্ট’ কোন দেশে অবস্থিত?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র
332. হুভার ড্যাম কোন নদীর ওপর নির্মিত?
উঃ কলরাডাে।
333. ‘ব্ল্যাক লাং’ রােগ কোন অঞ্চলে বেশি দেখা যায় ?
উঃ কয়লা খনি অঞ্চলে।
334. অমৃতা দেবী বিষ্ণোই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উঃ বন্য প্রাণী সংরক্ষণ।
335. ত্বক ও ত্বকের রােগ সংক্রান্ত গবেষণা ও পঠনপাঠন কী নামে পরিচিত?
উঃ ডার্মাটোলজি।
336. সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উঃ লোকসভার অধ্যক্ষ।
337. শস্য চক্র কেন গুরুত্বপূর্ণ?
উঃ জমির উর্বরতা বৃদ্ধির জন্য।
338. পার্বত্য অঞ্চলে পথ বন্ধ হওয়ার স্বাভাবিক কারণ কী?
উঃ ধ্বস।
339.কোন গাছ থেকে তারপিন তেল উৎপাদন হয়?
উঃ পাইন গাছ।
340.কোনটি দিয়ে 'জিন’ গঠিত?
উঃ পলিনিউক্লিওটাইড।
341. ভারতে প্রতি বছর 'আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে' কবে পালিত হয় ?
উঃ 7 ডিসেম্বর
342.সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত?
উঃ কুস্তি
343. সফট ড্রিংক 'মাউন্টেন ডিউ' কোন সংস্থা প্রস্তুত করে?
উঃ পেপসিকো।
344. নিচের কোন উৎপাদনটি 'গােদরেজ গ্রুপের নয় ?
(A) ইজি (B) ফেয়ার গ্লো C) হারপিক (D) সিন্থল
উঃ হারপিক।
345.কোন খাদ্যশস্য ভারতে সর্বাধিক কৃষি এলাকাতে চাষ হয় ?
উঃ ধান।
346. টেনিস খেলােয়াড় রাফায়েল নাদাল কোন দেশের অধিবাসী?
উঃ স্পেন।
347.দক্ষিণ আফ্রিকার মুদ্ৰা কী নামে পরিচিত?
উঃ রান্ড
348. ভারতের কোন অঞ্চল কার্পাস তুলা চাষের উপযুক্ত?
উঃ দাক্ষিণাত্য মালভূমি।
349. কে প্রথম ইকো সিস্টেম'কথাটি প্রবর্তন করেন ?
উঃ বিজ্ঞানী ট্যানসলে।
350. ক্রোমােজোমে কী কী থাকে?
উঃ প্রােটিন ও ডি এন এ
351. কোন পাখি পিছন দিকে উড়তে পারে?
উঃ হামিং বার্ড।
352. সােনার শুদ্ধতা বােঝাতে 'ক্যারাট’ একক ব্যবহৃত হয়। কত ক্যারেট সােনাকে বিশুদ্ধতম বলা হয় ?
উঃ 24 ক্যারাট।
353. কে ‘সার্ভেন্টস অফ ইন্ডিয়া সােসাইটি গঠন করেন?
উঃ গােপাল কৃষ্ণ গােখলে।
354. কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় ?
উঃ ভিটামিন বি।
355. 'ডাইন”কীসের একক?
উঃ বল।
356. কোনটি পরিমাপ করতে হাইগ্রোমিটার যন্ত্র ব্যবহার করা হয়?
উঃ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা।
357. গ্যালভানাইজেশন পদ্ধতিতে লােহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় ?
উঃ দস্তা।
359. বর্ণালীর কোন রংয়ের আলােকের তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্রতম ?
উঃ বেগুনী
360. জিম্বাবোয়ের রাজধানীর নাম কি ?
উঃ হারারে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url