জীবন বিজ্ঞানের কয়েকটি যন্ত্র ও কিছু গুরুত্বপূর্ণ Full Forms

**জীব বিজ্ঞান সংক্রান্ত কয়েকটি যন্ত্র**
1. মাইক্রোস্কোপ (Microscope) : খালি চোখে দেখা যায় না এমন বস্তু পর্যবেক্ষণ করা হয়।
2. স্টেথােক্সোপ (Stethoscope) : বক্ষ নিরীক্ষণ যন্ত্র, যার সাহায্যে হৃতি, হৃদধ্বনি, ফুসফুসের বিভিন্ন অবস্থান পর্যবেক্ষণ করা হয়।
3. স্টেথােগ্রাফ (Stethograph) : বক্ষলেখ যন্ত্র, যার সাহায্যে প্রশ্বাস-নিঃশ্বাস কালীন বক্ষপ্রাচীরের
ওঠানামা রেকর্ড করা হয়।
4. স্ফিগমােম্যানাে মিটার (Sphigmomanometer) : রক্তচাপ পরিমাপক যন্ত্র।
5. স্পাইরােমিটার (Spirometer) : এর সাহায্যে ফুসফুসের বায়ু পরিমাপ করা হয়।
6. হিমােসাইটোমিটার (Haimocytometer) : রক্তকোষ গননা করা হয়।
7. হিমােগ্লোবিনােমিটার (Haemoglobinometer) : হিমােগ্লোবিনের পরিমাণ নির্ধারণ করা হয়।
8. অপথ্যালােমােস্কোপ (Opthalomoscope) : এর সাহায্যে চক্ষুর অভ্যন্তরীন অংশ পরীক্ষা করা হয়।
9. অলফ্যাক্টোমিটার (Olfactometer) : এর সাহায্যে ঘ্রাণ অনুভূতির তারতম্য নির্ধারণ করা হয়।
10. বেনেডিক্ট রথ যন্ত্র (Benedict Roth Apparatus) : এই যন্ত্রের সাহায্যে B.M.R নির্ণয় করা হয়।
11. ক্লিনিক্যাল থার্মোমিটার (Clinical Thermometer) : এর সাহায্যে মানবদেহের তাপমাত্রা নির্ধারণ করা হয়।
12. উইনট্রোব টিউব (Wintrobe tube) : E S R অর্থাৎ লােহিত কণিকার থিতানোের হার পরিমাপ
করা হয়।
13. বম্ ক্যালােরিমিটার (Bom Caloremeter) : এর সাহায্যে খাদ্যবস্তুর ক্যালােরির মূল্য নির্ণয়
করা হয়।
14. আর্ক-ইন্ডিকেটর (Arc indicator) : উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধির হার পরিমাপ করা হয়।
15. অক্সানােমিটার (Auxanometer) : উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধি পরিমাপ করা হয়।

**SOME IMPORTANT BIOLOGICAL ABBREVIATION**
1. ADP = Adenosine diphosphate [অ্যাডিনােসিন ডাইফসফেট]
2. ATP = Adenosine triphosphate [অ্যাডিনােসিন ট্রাইফসফেট]
3. NAD = Nicotinamide adenine dinucleotide [নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড]
4. NADP = Nicotinamide adenine dinucleotide phosphate [ নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট ]
5. RuMP = Ribulose monophosphate [রাইবুলােজ মনােফসফেট]
6. RuBP = Ribulose biphosphate [রাইবুলােজ বাইফেসফেট]
7. RuDP = Ribulose diphosphate [রাইবুলােজ ডাইফসফেট]
8. PGA = Phosphoglyceric acid (ফসফোগ্লিসারিক অ্যাসিড]
9. PGAld = Phosphoglyceraldehyde [ফসফোগ্লিসার্যালডিহাইড]
10. TCA = Tricarboxylic Acid cycle [ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকল)
11. EMP = Embden Meyerhof Parmas [এম্বডেন মেয়ারহফ পারন্যাস]
12. ETS = Electron Transport System (ইলেকট্রন ট্রান্সপাের্ট সিস্টেম]
13. SDA = Specific Dynomic Action [স্পেসিফিক ডাইনামিক অ্যাকসন]
14. P.Q = Photosynthetic Quotient [ফটোসিন্থেটিক কোসেন্ট]
15. R.Q = Respiratory Quotient [রেসপিরেটরি কোসেন্ট]
16. DNA = Deoxyribonuclic Acid (ডিঅক্সিরাইবােনিউক্লিক অ্যাসিড]
17. RNA = Ribonuclic Acid [রাইবােনিউক্লিক অ্যাসিড]
18. BMR = Besal Metabolic Rate [বেসাল মেটাবলিক রেট]
19. DDT = Dichloro-diphenyl trichloroethane [ডাইক্লোরাে-ডাইফিনাইল ট্রাইক্লোরােইথেন]
20. BHC = Benzene hexachloride [বেনজিন হেক্সাক্লোরাইড]
21. TMV = Tobaco Mosaic Virus [টোবাকো মােজেক ভাইরাস]
22. RBC = Red Blood Corpuscles [রেড ব্লাড করপাসলস্)
23. WBC = White Blood Corpuscles [হহায়াইট ব্লাড করপাসল]
24. CNA = Central Nervous System (সেন্ট্রাল নার্ভাস সিস্টেম]
25. CSF = Cerebro Spinal Fluid [সেরিব্রো স্পাইনাল ফ্লুইড]
26. BT = Bleeding Time [ব্লিডিং টাইম ]
27. CT = Clotting Time [ক্লটিং টাইম]
28. ESR = Erythrocyte Sedimentation Rate [এরিথ্রোসাইট সেডিমেনটেসন রেট]
29. ECG = Electrocardiogram (ইলেক্ট্রোকার্ডিওগ্রাম]
30. EEG = Electroencephelogram [ইলেক্ট্রোএনসেফালােগ্রাম]
31. EMG = Electromyogram (ইলেক্ট্রোমায়ােগ্রাম]
32. ERG = Electroretinogram (ইলেক্ট্রোরােটিনােগ্রাম]
33. IAA = Indole Acetic Acid (ইন্ডােল অ্যাসেটিক অ্যাসিড]
34. NAA = Napthoxy Acetic Acid (ন্যাপথোক্সি অ্যাসিটিক অ্যাসিড)
35. GA = Gibberelic Acid [জিব্বারেলিক অ্যাসিড]
36. ACTH = Adrenocorticotrophic Hormone (অ্যাডরিনােকর্টিকোট্রফিক হরমােন]
37. STH = Somototrophic Hormone [সােমাটোট্রফিক হরমােন]
38. TSH = Thyroid Stimulating Hormone [থাইরয়েড স্টিমুলেটিং হরমােন]
39. GTH = Gonodotrophic Hormone [গােনাডােট্রফিক হরমােন]
40. ADH = Antidiuretic Hormone [অ্যান্টিডাইইউরেটিক হরমােন]
41. MSH = Melanocyt Stimulating Hormone [মেলানােসাইট স্টিমুলেটিং হরমােন ]
42. LTH = Luteotrophic Hormone [লিউটোট্রফিক হরমােন]
43. LH = Luteinizing Hormone [লিউটিনাইজিং হরমােন]
44. IUCN = International Union for the Conservation of Nature and Natural
Resources [ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনসারভেসন অক্ নেচার অ্যান্ড নাচারাল রিসােরসেস]
45. WWF = World Wildlife Fund [ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড]
46. BOD = Biological Oxygen Demand [বায়ােলজিক্যাল অক্সিজেন ডিমান্ড]
47. RES = Reticulo Endothelidal System [রেটিকিউলাে এন্ডােথিলিয়াল সিস্টেম]
48. ICZN = International Code of Zoological Nomenclature [ইন্টারন্যাশনাল কোড অব জুলজিক্যাল নােমেনক্লেচার]
49. ICBN = International Code of Botanical Nomenclature [ ইন্টারন্যাশনাল কোড অব্ বােটানিক্যাল নােমেনক্লেচার ]
50. ICSH = Interstitial cell stimulating Horomone [ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমােন]
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url