নিত্য ব্যবহৃত বিভিন্ন যৌগ ও তার রাসায়নিক সংকেত যেকোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু রাসায়নিক নাম যেকোনো পরীক্ষায় এসেই থাকে। তাই তোমরা ভালোভাবে পড়বে গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগ গুলি তালিকার মাধ্যমে দেওয়া হল:-
নিত্য ব্যবহৃত বিভিন্ন দ্রব্যের রাসায়নিক সংকেত |
যৌগ |
রাসায়নিক নাম |
সংকেত |
ওয়াশিং সোডা |
সোডিয়াম কার্বনেট |
Na2CO3, 10H2O |
বেকিং পাউডার |
সোডিয়াম বাই কার্বনেট |
NaHCO3 |
গ্লবার সল্ট |
সোডিয়াম সালফেট |
Na2SO4, 10H2O |
খাবার লবণ |
সোডিয়াম ক্লোরাইড |
NaCl |
কার্বলিক অ্যাসিড |
ফেনল |
C6H5OH |
কস্টিক লোশন |
সিলভার নাইট্রেট |
AgNO3 |
লাফিং গ্যাস |
নাইট্রাস অক্সাইড |
N2O |
সোডা ওয়াটার |
জল ও কার্বন ডাই অক্সাইডের মিশ্রন |
---- |
রেড লেড |
ট্রাইপ্লাম্বিক ট্রেট্টোক্সাইড |
Pb3O4 |
পার্ল অ্যাশ |
পটাশিয়াম কার্বনেট |
K2CO3 |
লাইম ওয়াটার |
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড |
Ca(OH)2 |
গ্রিন ভিট্রিয়ল |
ফেরাস সালফেট |
FeSO4 , 7H2O |
কস্টিক সোডা |
সোডিয়াম হাইড্রোক্সাইড |
NaOH |
প্লাস্টার অফ প্যারিস |
ক্যালসিয়াম সালফেট |
2CaSO4, H2O |
ব্লিচিং পাউডার |
ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড |
Ca(OCl)Cl |
লাইমস্টোন |
ক্যালসিয়াম কার্বনেট |
CaCO3 |
জিপসাম |
ক্যালসিয়াম সালফেট |
CaSO4 , 2H2O |
জল |
হাইড্রোজেন অক্সাইড |
H2O |
শুষ্ক বরফ |
কঠিন কার্বন-ডাই-অক্সাইড |
CO2 |
গোবর গ্যাস |
মিথেন |
CH4 |
সোডা বাই কার্ব |
সোডিয়াম বাই কার্বনেট |
NaHCO3 |
হাইপো নাইটার |
পটাশিয়াম নাইট্রেট |
KNO3 |
কুইক লাইম |
ক্যালসিয়াম অক্সাইড |
CaO |
গ্যালেনা |
লেড সালফার |
PbS |
চিলি সল্ট পিটার |
সোডিয়াম নাইট্রেট |
NaNO3 |
মিউরেটিক অ্যাসিড |
হাইড্রোক্লোরিক অ্যাসিড |
HCL |
✓
কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশকের নাম ও তাদের বর্ণ অ্যাসিড ও ক্ষার দ্রবণে বর্ণ যে রূপ পরিবর্তন হয় তার তালিকা নিচে দেওয়া হল:-
কয়েকটি নির্দেশক |
নির্দেশক |
স্বাভাবিক বর্ণ |
অ্যাসিড দ্রবণে বর্ণ |
ক্ষার দ্রবণে বর্ণ |
প্রশমন দ্রবণে বর্ণ |
লিটমাস |
বেগুনি |
লাল |
নীল |
বেগুনি |
মিথাইল অরেঞ্জ |
কমলা |
গোলাপি লাল |
হলুদ |
কমলা |
ফেনলপথ্যালিন |
বর্ণহীন |
বর্ণহীন |
লালচে বেগুনি |
বর্ণহীন |
✓pH কি? pH এর মাত্রা কত ? উঃ কোন বস্তুর pH বলতে বোঝায় বস্তুটির অম্লত্ব ও ক্ষারত্বের পরিমান। এটি একটি স্কেল।
কোন দ্রবণের pH এর মান 7 হলে দ্রবণটি প্রশম হয় অর্থাৎ Neutral. pH এর মান 7 অপেক্ষা বেশি হলে দ্রবণটি হবে ক্ষারীয় এবং 7 অপেক্ষা কম হলে দ্রবণটি হবে আম্লিক।
কিছু বস্তুর pH এর মাত্রা নিচের তালিকা দেওয়া হল:-
বস্তু |
pH মাত্রা |
মোটর গাড়ির ব্যাটারি |
1.0 |
লেবুর রস |
2.4 |
আপেলের রস |
3.0 |
ভিনিগার |
4.0 |
বৃষ্টির জল |
5.6 |
দুধ |
6.6 |
বিশুদ্ধ সাধারণ লবণ |
7.0 |
রক্ত |
7.5- 8 |
সমুদ্রের জল |
7.8 |
বেকিং সোডা |
8.5 |
অ্যামোনিয়া |
12.0 |
কস্টিক সোডা |
14.0 |
✓
কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের রাসায়নিক নাম ও তার ব্যবহার নিচে তালিকাতে দেয়া হলো:-
খনিজ পদার্থের রাসায়নিক নাম ও তার ব্যবহার |
খনিজ পদার্থ |
রাসায়নিক নাম |
ব্যবহার (বাণিজ্যিক) |
কোয়ার্টজ |
সিলিকা |
বৈদ্যুতিক যন্ত্রপাতি, কাঁচ হিসেবে |
ডলোমাইট |
ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট |
সিমেন্ট এবং মার্বেল পাথর হিসেবে |
জিপসাম |
হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট |
প্লাস্টার অফ প্যারিস, কাঁচ, সার হিসেবে |
গ্যালেনা |
লেড সালফাইড |
সিসার উৎস |
অ্যালবাইট |
সোডিয়াম অ্যালুমিনিয়ম সিলিকেট |
কাঁচ ও সেরামিক হিসেবে |
ম্যালাকাইট |
কপার কার্বনেট |
তামার উৎস |
সিনাবার |
মারকিউরিক সালফাইট |
পারদের উৎস |
রুটাইল |
টাইটানিয়াম অক্সাইড |
টাইটানিয়াম এর উৎস |
সেরুসাইট |
লেড কার্বনেট |
সীসার উৎস |
হ্যালাইট |
সোডিয়াম ক্লোরাইড |
সাধারণ নুনের উৎস |
Thank u so much,for ur useful & importance notes
ReplyDelete