Railway Group D 2018 Physics and Chemistry solved paper part-7

1. পৃথিবীতে একটি বস্তুর ভর হল 60 kg, চাঁদে ওই বস্তুটির ভর কত হবে?
উঃ 60kg
2. রােধাঙ্কের SI একক কি ?
উঃ ওহম.মিটার।
3. শ্রেণী 1 এর মৌলগুলিকে কি বলা হয় ?
উঃ ক্ষারধাতু
4. অবস্থান বা আকৃতির কারণে বস্তুর দ্বারা ধারণ করা শক্তিকে কি বলা হয় ?
উঃ স্থিতিশক্তি।
5. ______ কোনাে ফোটোকেমিক্যাল বিক্রিয়া নয়।
1. ফোটোগ্রাফি
2. মিথেনের ফ্রি র্যাডিকাল ক্লোরিনেশন
3. সালােক সংশ্লেষ
4. নাইট্রোজেন ও হাইড্রোজেন থেকে অ্যামােনিয়ার সংশ্লেষ
উঃ নাইট্রোজেন ও হাইড্রোজেন থেকে অ্যামােনিয়ার সংশ্লেষ।
6. 50 kg ভরের একটি ছেলে, 10s সময়ে 40 ধাপের একটি সিড়ি বেয়ে উঠে যায়। প্রতিটি ধাপের উচ্চতা 15 cm হলে, তার ক্ষমতা নির্ণয় কর। প্রদত্তg= 10 ms-2
উঃ 300 W
7. থার্মোমিটারে ব্যবহৃত তরল ধাতুটির নাম কি ?
উঃ পারদ।
8. নীচের কোনটি সর্বাধিক নমনীয়?
1. গােল্ড (Au)
2 লিথিয়াম (Li)
3. মার্কিউরি (Hg)
4. টাইটানিয়াম (Ti)
উঃ গােল্ড (Au)
9. 4র্থ শক্তিস্তরে সর্বাধিক কত সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকতে পারে ?
উঃ 32
10. আধুনিক পর্যায়সারণীর চতুর্থ পর্যায়ের মধ্যে কতগুলি ধাতুকল্প পদার্থ উপস্থিত রয়েছে?
উঃ 2
11. নিম্নলিখিত কোনটির আলােকের ঘনত্ব মাধ্যম (optically denser medium) সর্বাধিক?
1. জল
2. বায়ু
3. তার্পিন।
4. বেনজিন
উঃ বেনজিন
12. ডাল্টনের পারমাণবিক তত্ত্ব এর জন্য একটি ব্যাখ্যা প্রদান করেছে :
1. রাসায়নিক সংমিশ্রণ এবং নির্দিষ্ট অনুপাতের নীতি
2. নির্দিষ্ট অনুপাত এবং রাসায়নিক সংমিশ্রণ নীতি
3. ভর সংরক্ষণ এবং নির্দিষ্ট অনুপাতের নীতি
4. ভর সংরক্ষণ এবং রাসায়নিক সংমিশ্রণ নীতি
উঃ ভর সংরক্ষণ এবং নির্দিষ্ট অনুপাতের নীতি
13. বৈদ্যুতিক মােটর বৈদ্যুতিক শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত করে ?
উঃ যান্ত্রিক শক্তিতে
14. নীচের কোন অবস্থায় আকর্ষনী বল সর্বাধিক?
1. প্লাজমা
2. কঠিন
3. গ্যাস
4. তরল
উঃ কঠিন।
15. একটি ক্রিকেট বল যার ভর হল 100 গ্রাম ও গতিবেগ 30মিটার/সেকেন্ড, একজন খেলােয়াড়ের দ্বারা স্থিতাবস্থায় আসে 0.05 সেকেন্ডে ।খেলােয়াড়ের দ্বারা প্রযুক্ত গড় বল কত হবে ?
উঃ –60 নিউটন।
16. যদি কাজের মান নেতিবাচক হয়, তাহলে যে শরীরের উপর কাজটি সম্পন্ন হয়েছে সেটি হবে 
1. এর মান শূন্য হয়
2. শক্তি লাভ করে।
3. শক্তি হারিয়ে ফেলে
4. অপরিবর্তিত থাকে।
উঃ শক্তি হারিয়ে ফেলে।
17. যে বিক্রিয়ায় দুটি যৌগ আয়ন বিনিময় করে দুটি নতুন যৌগ তৈরি করে, তাকে কি বলে ?
উঃ দ্বিঅপসরণ বিক্রিয়া।
18. যখন জলের মধ্যে একটি শরীর নিমজ্জিত হয়, তার ওজন বাতাসে 4N থেকে জলে 2N হ্রাস পায়। জলে শরীরের উপর প্লাবন বল (Buoyant Force) পরিমাণ গণনা কর।
উঃ 2 N
19. নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটিতে পরমাণুর সংখ্যা সর্বাধিক?
1. Co2
2 H2SO4
3. Ca(OH)2
4. HNO2
উঃ H2SO4
20. মহাকর্ষীয় ধ্রুবকের মান কি?
উঃ 6.6734 x 10-¹¹ Nm²/kg²
21. মহাকর্ষীয় স্থিতিশাক্তির সুত্রটি কি ?
উঃ U= mgh
22. বাড়িতে, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে ব্যবহৃত শক্তি সাধারণত কোন রুপে প্রকাশিত হয় ?
উঃ কিলােওয়াট ঘন্টা।
23. নীচের কোনটি আলােকের সর্বাপেক্ষা কম ঘন মাধ্যম?
1. বেনজিন
2. বায়ু
3. জল
4. তার্পিন
উঃ বায়ু
24. প্রতিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট (AC) কে আবিষ্কার করেন ?
উঃ নিকোলা টেসলা।
25. একজন ড্রাইভার তারর গাড়ীটিকে অভিন্ন গতিতে চালায় এবং 60s এ 288m কভার করে। গতি কত হবে ?
উঃ 4.8 m/s
26. CaOCl2 এর সাধারণ নাম কি ?
উঃ ব্লিচিং পাউডার।
27. কুইক সিলভার কি বস্তু?
উঃ পারদ (Hg)
28. 69 গ্রাম সােডিয়ামের মধ্যে 3 মােল সােডিয়াম রয়েছে। সােডিয়ামের পারমাণবিক ভর কত?
উঃ 23
29. পরমাণুর নিউক্লিয়াস মডেল কে আবিষ্কার করেন?
উঃ আর্নেস্ট রাদারফোর্ড
30. ভর x বেগের গুণফল কি ?
উঃ ভরবেগ।
31. একটি প্রতিধ্বনি শুনতে পাওয়ার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম কত দূরত্ব থাকতে হবে ?
উঃ 17 মিটার।
32.আধুনিক পর্যায় সারণীর 17তম শ্রেণীর প্রথম মৌলটি কোনটি?
উঃ ফ্লুওরিন।
33. নিন্মলিখিত উপাদান গুলির মধ্যে কোন উপাদানটিকে মান্দালীত নিজের সারণী তে অবস্থান করতে পারেনি?
1. লিথিয়াম
2. হীলিয়াম
3. হাইড্রোজেন
4. পটাসিয়াম
উঃ হাইড্রোজেন।
34. আধুনিক পর্যায় সারণি _____ এর উপর উদিত।
1. পারমাণবিক ভর সংখ্যা
2. নিউট্রনের সংখ্যা
3. পজিট্রনের সংখ্যা
4. পারমাণবিক সংখ্যা
উঃ পারমাণবিক সংখ্যা।
35. ধাতুকে সরু তারে পরিণত করতে পারার ক্ষমতাকে কী বলা হয়?
উঃ প্রসারণক্ষম।
36. 50 কিলােগ্রাম ভরের একটি ছেলে, 45 ধাপের একটি সিঁড়িতে 10 সেকেন্ডে ওঠে। প্রতিটি ধাপের উচ্চতা 14 সেন্টিমিটার হলে, তার ক্ষমতা নির্ণয় কর। প্রদত্ত g = 10 মিটারসেকেন্ড-²
উঃ 315 ওয়াট
37. একটি আয়তনের বিপরীতে তীব্রতার গতিবেগ _____
1. বৃদ্ধি
2. শূন্য হয়
3. একি থাকে
4. কমে যায়।
উঃ কমে যায়।
38. 16V এর বিভব পার্থক্য থাকা দুটি বিন্দুর মধ্যে 5C এর একটি আধানকে নিয়ে যেতে কত কাজ করতে হয়?
উঃ 80J
39. পর্যায় সারণীর কোন মৌল সর্বাধিক সংখ্যাক যৌগিক পদার্থ উৎপন্ন করে?
উঃ C
40. দুটি বস্তুর মধ্যেকার আকর্ষনী শক্তিকে কি বলা হয় ?
উঃ মহাকর্ষ বল
41. 100 W এর একটি ইলেকট্রিক বাল্ব প্রতিদিন 9 ঘন্টার জন্য ব্যবহার করা হয় ওই বাল্বটি 1 দিনে কত একক বিদ্যুত ব্যয় করে থাকে?
উঃ 0.9 একক।
42. তরলের উপরিতলে এক ক্ষুদ্র অংশের কণায় কি থাকে ?
উঃ বেশী গতি শক্তি।
43. সমত্বরণে চলা একটি 100kg ভরের বস্তু 5 ms-1 থেকে 17 ms-1 বেগে গোঁছায 6 সেকেন্ড (s) সময়। বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত ?
উঃ 200 N
44. একটি অলফ্যাক্টরি নির্দেশকের উদাহরণ দাও।
উঃ লবঙ্গ।
45. একটি বাঁধে সংরক্ষিত জল ধারণ করে:
1. গতিশক্তি
2. বৈদ্যুতিক শক্তি
3. মাধ্যাকর্ষণ শক্তি
4. স্থিতিশক্তি
উঃ স্থিতিশক্তি।
46. 23.3g দস্তায়, মােলের সংখ্যা কত?
উঃ 0.35
47. একটি বস্তুর মুক্ত পতনের সময়, তার পথের যেকোন বিন্দুতে কোন শক্তিটি বৃদ্ধি পায়?
উঃ গতিশক্তি।
48. কোন পদার্থের ভর 20 kg, পৃথিবীতে পদার্থটির ওজন কত হবে? [g = 9.8ms-2]
উঃ 196 N
49. ব্লিচিং পাউডারে উপস্থিত ব্লিচিং এজেন্ট কি?
উঃ ক্লোরিন।
50. যখন জিঙ্ক সালফেট দ্রবণে কপার ধাতু নিমজ্জিত করা হয় তখন কি ঘটবে ?
উঃ কোন প্রতিক্রিয়া ঘটেনা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url