Railway Group D 2018 Physics and Chemistry solved paper part-8

1. কোন মৌলের বহির্কক্ষে ৪টি ইলেকট্রন সহ তিনটি কক্ষপথ রযেছে ?
উঃ Ar
2. ইথানলের সূত্র কি ?
উঃ C2H5OH
3. টার্টারিক অ্যাসিডে উপাদান হিসাবে কি পাওয়া যায় ?
উঃ বেকিং পাউডার
4. 2500 ওয়াট = কত কিলোওয়াট ?
উঃ 2.5
5. একটি বস্তু 4s সময়ে 25 m দূরত্ব অতিক্রম করে, এবং তারপর 15 m দূরত্ব 2s সময়ে অতিক্রম করে। বস্তুটির গড় দ্রুতি কত ?
উঃ 6.67 ms-1
6. k কক্ষে অবস্থান করতে পারে এমন ইলেকট্রনের সর্বাধিক সংখ্যা কত?
উঃ 2
7. দস্তা, কপার সালফেট দ্রবণ থেকে তামাকে প্রতিস্থাপন করতে পারে কারণ কি ?
উঃ দস্তা তামার থেকে বেশি বিক্রিয়াশীল।
8. একটি নির্দিষ্ট তাপমাত্রায়, শব্দের গতিবেগ সর্বাধিক হয় ___ এর মধ্যে।
উঃ অ্যালুমিনিয়াম।
9. একটি দোকানে প্রতি মাসে 250 ইউনিট শক্তি খরচ হয়। জুল এককে কতটা শক্তি খরচ হয়?
উঃ 9 × 10⁸ J
10. ঘাতের প্রভাব নিম্নের কোনটির উপর নির্ভর করে?
1. আয়তন
2. ভর
3. ওজন।
4. ক্ষেত্রফল
উঃ ক্ষেত্রফল।
11. 10 kg ভরের একটি বস্তু 2 ms-² বেগে গতিশীল। এই বস্তুটির ভরবেগ কত ?
উঃ 20 kgms-¹
12. ইকা-সিলিকন কি নামে পরিচিত ?
উঃ জার্মেনিয়াম
13. কাকে সাধারণত বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্রে ব্যবহার করা হয় ?
উঃ নাইক্রোম।
14. হিরের চরম প্রতিসরাঙ্ক কত ?
উঃ 2.42
15. যেই মৌলগুলির পারমাণবিক সংখ্যা 19 থেকে 36-এর মধ্যে, সেগুলিকে আধুনিক পর্যায় সারণীর কোন পর্যায়ে স্থাপন করা হয় ?
উঃ 4
16. একটি 200 g ভর ও 10 J গতিশক্তিযুক্ত বস্তুর ভরবেগ কত হবে ?
উঃ 2 kg m/s
17. বেঞ্জিনের একটি অণুতে কয়টি টি দ্বিবন্ধন উপস্থিত থাকে ?
উঃ 3
18. মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজালে, মধ্যস্থানে থাকা মৌলটির পারমাণবিক ভর অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের প্রায় গড় হয়ে থাকে।' - এই সূত্রটি কি নামে পরিচিত ?
উঃ ডােবেরিনারের ত্রয়ী সূত্র।
19. জার্মান সিলভার যার সঙ্কর ধাতুটি কি ?
উঃ তামা।
20. একটি অণুতে যতগুলি পরমাণু থাকে তাকে কি বলা হয় ?
উঃ অ্যাটমিসিটি
21. আধুনিক পর্যায় সারণীতে, সীমান্তের মৌলগুলিকে কি বলা হয় ?
উঃ ধাতুকল্প।
22. একটি বৈদ্যুতিক বাল্বের একটি ফিলামেন্ট দ্বারা 6 মিনিটে 0.5A এর একটি বিদ্যুত টানা হয়। বিদ্যুতপ্রবাহ দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক তারের পরিমাণ কত ?
উঃ 180C
23. একটি বস্তুর ভরবেগ হল 50 Kg.ms-1 এবং এর ভর হল 10 কিলােগ্রাম। বস্তুর গতিবেগ কত?
উঃ 5ms-1
24. একটি সংঘর্ষে কোনটি সর্বদা সংরক্ষিত থাকে ?
উঃ ভরবেগ।
25. একটি চতুর্পারমাণবিক অণুর উদাহরণ দাও ।
উঃ P
26. যদি কোন বস্তু s দুরত্ব ভ্রমণ করে t সময়ে, তাহলে তার গতিবেগ v কত হবে ?
উঃ s / t
27. শব্দ উৎসের একটি ফ্রিকোয়েন্সি 100 Hz হলে কতবার এটি একটি মিনিটের মধ্যে স্পন্দিত হয়?
উঃ 6000
28. জিরাে গােষ্ঠীর সমস্ত উপাদান মনাে পারমাণবিক হয় এবং তাদের পারমাণবিক আকার কার বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় ?
উঃ পারমাণবিক সংখ্যা।
29. একজন কুলি ভুপৃষ্ঠ থেকে 10 kg জিনিষ মাটি থেকে 1.5 m উপরে তার মাথায় তােলে। তার দ্বারা জিনিষটির উপর কৃতকার্য গণনা করুন। 
(g = 10ms-2)
উঃ 150 J
30. সালফারের পারমাণবিকতা কি ?
উঃ বহুপারমাণবিক।
31. যখন সরণ, প্রযুক্ত বলের অভিমুখের সঙ্গে লম্ব ভাবে হয়, তখন বলটির দ্বারা সম্পাদিত কার্য কেমন হবে?
উঃ শূন্য
32. _____ একটি দুর্বল শক্তি।
1. ভর
2. গতি বল
3. মহাকর্ষীয় বল
উঃ মহাকর্ষীয় বল
33. পর্যায় সারণীর কোন শ্রেণী শূন্য শ্রেণী নামেও পরিচিত?
উঃ শ্রেণী 18
34. যাত্রার শুরুতে একটি বাসের ওডােমিটারে 3000 km দেখায় এবং যাত্রার শেষে যন্ত্রটি 3600 km দেখায়। যাত্রায় মােট ৪ ঘণ্টা সময় লাগলে,বাসের গড় গতিবেগ কত ?
উঃ 75kmh-1
35. একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট ৪ মিনিট সময়ের জন্য 0.75A বিদ্যুৎ প্রবাহ টানে। বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে কত পরিমাণ তড়িৎ আধান চালিত হয়, তা নির্ণয় করুন।
উঃ 360 C
36. 20 kg ভরের একটি বস্তু 4m/s² ত্বরণে গতিশীল। এর উপর প্রযুক্ত বলের পরিমাণ গণনা কর।
উঃ 80 N
37. পুনর্নবীকরণযােগ্য শক্তির উদাহরণ দাও ।
উঃ ভূ-তাপীয় শক্তি , জলবিদ্যুৎ , জৈব ভর
38. মেঝের টাইলস তৈরি করতে কোন পলিমার ব্যবহৃত হয় ?
উঃ পলি ভিনাইল ক্লোরাইড।
39. সর্ববিদিত গতিসূত্রের প্রবক্তা কে ?
উঃ নিউটন।
40. যেই ধাতুগুলির মধ্যে অশুদ্ধতা হিসেবে ধাতব অক্সাইড থাকে, সেগুলির ক্ষেত্রে কোন ধাতু নিষ্কাসন পদ্ধতিটি ব্যবহার করা হয়?
উঃ পােলিং
41. কোনটি তাপ-সংবেদনশীল রােধক বা হিট-সেন্সিটিভ রেজিস্টার হিসাবে পরিচিত?
উঃ থার্মিস্টার।
42. 25 N এর একটি বল একটি বস্তুর উপর ক্রিয়াশীল। বলের দিকে বস্তুটির 5m সরণ ঘটে। বলের দ্বারা কৃতকার্য কত ?
উঃ 125 J
43. কার্বন ডাই অক্সাইডের এক মােলে কত সংখ্যক অনু থাকে ?
উঃ কার্বন ডাইঅক্সাইডের 6.022 x 10²³ অণু।
44. কোন বিক্রিয়ায় জারণ ও বিজারণ একসাথে ঘটে ?
উঃ রেডক্স বিক্রিয়া।
45. 5 মােল জলের ভর কত?
উঃ 90 ইউনিট।
46. তড়িত বিভব পার্থক্যের S.I একক কি ?
উঃ ভােল্ট
47. পরিমাণগতভাবে, একটি বস্তুর জড়তা কি দ্বারা পরিমাপ করা হয় ?
উঃ ভর।
48. মেন্ডলেভের পর্যায় সারণীতে উপাদানগুলি যে ক্রম অনুসারে সাজানাে হয়েছে, সেটি হলাে
1. বাড়তি পরমাণু ভর
2. হ্রাস পারমাণবিক ভর
3. পরমাণু সংখ্যা বৃদ্ধি
4. হ্রাস পরমাণু সংখ্যা
উঃ বাড়তি পরমাণু ভর
49. কোন শক্তিটি সর্বদা ধনাত্বক থাকে?
উঃ গতিশক্তি
50. কোনটি প্রকৃতিতে বিভিন্ন রূপে উপস্থিত আছে?
উঃ কার্বন
51. একটি বৈদ্যুতিক বাল্পের ফিলামেন্ট দ্বারা 5 মিনিটে 0.5 A বিদ্যুৎপ্রবাহ হয়। বিদ্যুৎপ্রবাহ দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক আধানের পরিমাণ বের করুন।
উঃ 150C
52. সবচেযে বাইরে অবস্থিত কক্ষে উপস্থিত ইলেকট্রনের সংখ্যাকে কি বলা হয় ?
উঃ ভ্যালেন্স ইলেক্ট্রন।
53. 15 কেজি ভরের বস্তু 5 ms-2 ত্বরণে চললে বস্তুটির উপর বল প্রযােগের পরিমান হবে কত?
উঃ 75 নিউটন।
54. অক্সিজেনের সাপেক্ষে হ্যালােজেন শ্রেনীর সর্বাধিক যােজ্যতা কত ?
উঃ 7
55. শব্দ তরঙ্গ 339 ms-1 গতিতে প্রবাহিত হয়। যদি তার তরঙ্গদৈৰ্য্য 1.5 cm হয় তবে তরঙ্গের কম্পাঙ্ক কত?
উঃ 22600 Hz
56. স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায় একটি বস্তুর পরিবর্তন রােধ করার ক্ষমতাকে কি বলে ?
উঃ জড়তা
57. একটি কণার গতিশক্তি সর্বাধিক হবে ______ আকারে।
উঃ গ্যাস
Physics and chemistry solved paper All part complete
আগের পার্ট গুলো দেখতে ক্লিক করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url