Railway Group D 2018 General Knowledge solved paper part-2

General Knowledge solved paper
1. আকারের ক্ষেত্রে ভারত কততম বৃহত্তম দেশ?
উঃ সপ্তম।
2. রাজস্থানের বৃহত্তম শহরের নাম কি ?
উঃ জয়পুর।
3. প্রথম কোন মহানগর যেখানে একটি ভাসমান বাজার তৈরি হবে?
উঃ কলকাতা
4. চীনের বেজিং শহর পরবর্তী শীতকালীন অলিম্পিক আয়ােজন করতে চলেছে সেটা কোন সালে ঘটবে ?
উঃ 2022
5. সুপ্রিম কোর্টের বিচারক পদে সরাসরি নির্বাচিত হওয়া দেশের প্রথম মহিলা আইনজীবীর নাম কি ?
উঃ ইন্দু মালহােত্রা।
6. কোন লেখক ‘ইন্দিরা গান্ধী - এ লাইফ ইন নেচার’ বইটি লিখেছেন?
উঃ জয়রাম রমেশ।
7.উইম্বলডন ডাবল্সের শিরােপা জেতা প্রথম ভারতীয় মহিলার নাম কি?
উঃ সানিয়া মির্জা
8. কোন প্রাচীন গ্রন্থটি 'পঞ্চম বেদ নামেও পরিচিত?
উঃ মহাভারত।
9. বি সাই প্রণীত কোন খেলার সাথে যুক্ত?
উঃ ব্যাডমিন্টন।
10. ভারত বিশ্বের কততম বৃহত্তম জনবহুল দেশ ?
উঃ দ্বিতীয়।
11. কত সালে অলিম্পিকে প্রতিযােগিতামূলক খেলা হিসেবে ফুটবলকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল ?
উঃ 1908
12. পলাশীর যুদ্ধ কবে হয়েছিল?
উঃ 23 জুন 1757
13. মানব উন্নয়ন সূচী 1990 সালে কাদের দ্বারা বিকশিত হয়েছিল ?
উঃ মেহবুব-উল-হক এবং অমর্ত্য সেন।
14. ভারত তার সংবিধান দিবস কোন তারিখে উদযাপন করে ?
উঃ 26 নভেম্বর
15. রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কারের বিজেতারা কত নগদ টাকা পেয়ে থাকেন ?
উঃ 7.5 লাখ
16. মােহিনী আট্টম দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যবাহী নৃত্য, যার উদ্ভব ভারতের কোন অঙ্গরাজ্যের ?
উঃ কেরালা।
17. অর্ধবার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন' কে প্রকাশ করে?
উঃ ভারতীয় রিজার্ভ ব্যাংক।
18. কুচুপুড়ি ভারতের কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ?
উঃ অন্ধ্র প্রদেশ।
19. সরকারি ক্ষেত্রে সাইবার অ্যাটাক আটকাতে ও পূর্বাভাস পেতে কোন কেন্দ্রীয় মন্ত্রী নতুন দিল্লীতে প্রথম 'এনআইসি-সিইআরটি' চালু করেন?
উঃ রবি শঙ্কর প্রসাদ।
20. ভারতীয় অর্থনীতি প্রসঙ্গে, টারশিয়ারী সেক্টরের অধীনে কোন বিষয়টি রয়েছে?
উঃ স্বাস্থ্য
21. "Tee, Par, Flagstick" কিসের সাথে সম্পর্কিত?
উঃ গলফ
22. ভারতের মহাকাশ কর্মসূচিতে ক্রায়ােজেনিক ইঞ্জিনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কোন ব্যক্তি জনপ্রিয় ভাবে রকেট ম্যান’ নামে পরিচিত?
উঃ কে শিবন
23. কোন বিপ্লবী নেতা কিউবায় ভূমিসংস্কার এবং সাক্ষরতার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটান?
উঃ ফিডেল কাস্ট্রো।
24. প্রথম প্যারা অলিম্পিক ক্রীড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ 1960 সালে রােম, ইটালিতে।
25. ভারতে কোন সিসিলে রাষ্ট্রপতি তার প্রথম ভ্রমণে এসে দ্বিপার্শ্বিক স্বাক্ষর করেছেন?
উঃ ড্যানি ফোরে।
26. ব্রিহাদিস্ভারা মন্দির কোথায় অবস্থিত?
উঃ তাঞ্জাভুর।
27. কোন দেশের প্রতি বছর সম্মানিত অস্কার পুরস্কার অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়?
উঃ আমেরিকা।
28. ভারতের সবচেয়ে উত্তরে অবস্থিত রাজ্যটির নাম কি ?
উঃ জম্মু ও কাশ্মীর।
29. হিমালয়ের নামের অর্থ কি ?
উঃ হিমের আবাসস্থল।
30. থিরায়ত্তাম একটি রীতি অনুযায় প্রদর্শিত নাচ। এটি ভারতের কোন রাজ্যে উদ্ভূত হয়?
উঃ কেরালা।
31. ভারতের কোন রাজ্য ভূট্টার প্রধান উৎপাদক?
উঃ অন্ধ্র প্রদেশ।
32. প্রাণীর মধ্যে কোনটি “ব্রেডমােল্ড” নামেও পরিচিত?
উঃ রিজোপাস।
33. ধূসর বিপ্লব কার সাথে সম্পর্কিত ?
উঃ সার।
34. ভারতে জলাভূমি সাধারণত কি নামে পরিচিত ?
উঃ জোয়ার বন।
35. কে “আর্ট অফ লিভিং” –এর প্রবক্তা এবং প্রচারক?
উঃ শ্রী শ্রী রবি শঙ্কর।
36. 'ইলিয়ারাজ' কোন ক্ষেত্রে অবদানের জন্য পরিচিত?
উঃ সঙ্গীত।
37. “ইন্টারপ্রিটার অফ ম্যালাডিজ” বইটি কে লিখেছেন ?
উঃ ঝুম্পা লাহিড়ি।
38. ভারত সরকারের কোন মন্ত্রক আর্থিক নীতি প্রণয়ন করে?
উঃ অর্থ।
39. ভারতের পূর্বপ্রান্তে অবস্থিত প্রতিবেশী দেশের নাম কি ?
উঃ বাংলাদেশ।
40. গির অঞ্চলের শুষ্ক পর্ণমােচী অরণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উঃ গুজরাট
41. ভারতীয় সংবিধানে প্রথম কত সালে সংশােধনটি করা হয় ? 
উঃ 1951
42. কুর্দি জনগােষ্ঠী কোন দেশের জাতিগত সম্প্রদায়?
উঃ ইরাক।
43. তেলেগু দেশম পার্টি কোন রাজ্যের রাজনৈতিক দল?
উঃ অন্ধ্র প্রদেশ
44. 19 ও 20 শতকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ফিকশান উপন্যাস কোনটি ?
উঃ গােরা ও ঘরে বাইরে।
45. একটি রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন?
উঃ রাষ্ট্রপতি।
46. কোন নদী উত্তর ভারতে প্রবাহিত হয় ?
উঃ বিয়াস (বিপাসা) ,ব্রহ্মপুত্র, চেনাব।
47. বিশ্ব অ্যানিমেশন দিবস কবে পালন করা হয় ?
উঃ 28শে অক্টোবর।
48. রাজস্থান কোন খনিজ ভাণ্ডার নামে সুপরিচিত ?
উঃ তামা
49. হাজারীবাগ খনি সমূহে কোন ধাতুগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায়?
উঃ তামা
50. ভারতের দ্বিতীয় চন্দ্র-অভিযানের নাম কি ?
উঃ চন্দ্রযান 2
General knowledge Part 3 Click here
আগের পর্ব দেখতে ক্লিক করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url