Railway Group D 2018 General Knowledge solved paper part-1

Railway Group D 2018 General Knowledge solved paper
1. রবীন্দ্রনাথ ঠাকুরের বানানাে প্রতিষ্ঠানটি কোনটি?
উঃ বিশ্ব ভারতী
2. ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুদা কোথায় অবস্থিত?
উ: ঝারখন্ড।
3. জাতীয় পেনশন প্রকল্পতে যােগ দেওয়ার সর্বোচ্চ ব্য়স হলাে ___
উঃ 65
4. নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত?
উঃ উত্তরাখণ্ড
5. হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি?
উঃ ধর্মশালা।
6.ট্রিপ অ্যাভভাইসার ট্র্যাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডসে 'টপ 10 ল্যান্ডমার্ক্স -এর মধ্যে বিশ্বে 5ম স্থান অধিকার করেছে কোনটি?
উঃ তাজমহল
7. _____ হল দক্ষিণ গােয়ার সৈকতগুলির মধ্যে প্রাচীনতম, বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় সমুদ্র সৈকত।
উঃ কোলভা।
8. দ্বিতীয় মহিলা পাইলট যিনি সম্প্রতি একটি জঙ্গী বিমান চালান, ওনার নাম কি?
উঃ ভাবনা কান্থ
9. রানী রামপাল কোন ভারতীয় ক্রীড়া দলের অধিনায়িকা?
উঃ হকি
10. কাপু সংরক্ষণ বিল কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
উঃ অন্ধ্রপ্রদেশ
11. রাংপাে শহর কোথায় অবস্থিত ?
উঃ সিকিম
12. ব্যবস্থা তন্ত্রের কার্যকরীতা ও স্পষ্টতা নিশ্চিত করার জন্য ভারতীয় রেল দ্বারা ওয়্যাগন, কোচ এবং লােকোমোটিভ ট্র্যাকিং করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
উঃ রেডিও-ফ্রিকোয়েন্সি সনাক্তকরণ ট্যাগ
13. "প্রথম” হল একটি এনজিও যেটি এই ক্ষেত্রে কাজ করে:
1. কৃষি
2. প্রযুক্তি
3. স্কুল শিক্ষা ও শিক্ষণ
4. স্বাস্থ্য
উঃ 3. স্কুল শিক্ষা ও শিক্ষণ।
14. ট্যাক্সোনমির পিতা হিসেবে কাকে বিবেচ্য করা হয়?
উঃ লিনেয়াস। 
15. প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী কোথায় চার ধাম মহাসড়ক উন্নয়ন প্রকল্প বা চারধাম মহামার্গ বিকাশ পরিযােজনার শিলান্যাস করেছিলেন?
উঃ দেরাদুন।
16. ভারতের ক্রিকেটের বাের্ড অফ কন্ট্রোলের (বিসিআই) প্রধান দফতর কোথায় অবস্থিত?
উঃ মুম্বাই
17. প্রধানমন্ত্রী মােদির জন্মদিন সারা দেশে পালন করা হয় ___ নামে।
উঃ সেবা দিবস
18. বিখ্যাত আন্দোলনকারী (অ্যাক্টিভিস্ট) ইরম শর্মিলা চানু '____ এর লৌহ মানবী’ রূপে অধিক খ্যাত।
উঃ মনিপুর
19. 2017 সালের জুনে নীচের কাকে ভারত সরকার মনােনীত করেছিল জিএসটি প্রচারের জন্য?
উঃ অমিতাভ বচ্চন
20. কাটাবন কোথায় পাওয়া যায় ?
উঃ রাজস্থানে।
21. প্রথম কোন ভারতীয় মহিলা ব্যাডমিন্টনে কোরিয়া ওপেন সিরিজ জয় করেছেন?
উঃ পি.ভি. সিন্ধু
22. কে হিন্দী সংস্করণের ‘বিগ বস-11’কে সঞ্চালনা করেন?
উঃ সলমন খান।
23. ASSOCHAM এর পুরাে নাম কি?
উঃ অ্যাসােসিয়েটেড চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
24. পশ্চিমবঙ্গের কয়টি দেশগুলির সাথে সীমানা রয়েছে ?
উঃ 3 টি।
25. ভারতের সর্বপ্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
উঃ সুকুমার সেন।
26. বাস্কেটবল খেলা কে উদ্ভেবন করেছিলেন ?
উঃ ডাঃ জেম্স নাইস্মিথ
27. অরুণ শৌরি এই বইয়ের লেখক কে ?
উঃ অনিতা গেটস বেইল।
28. সােমনাথ মন্দিরটি ভারতের কোন রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত ?
উঃ গুজরাট।
29. মিলখা সিং-এর ছেলে জীভ মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত?
উঃ গলফ
30. মধ্য প্রদেশে কতগুলি জাতীয় উদ্যান আছে?
উঃ 10 টি
31. ডিজিটাল মিডিয়াম কি নামে পরিচিত ?
উঃ থার্ড মিডিয়াম।
32. কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে ভারতে জাতীয় গণিত দিবস পালিত হয়?
উঃ শ্রীনিবাস রামানুজম।
33. 1793 সালে কে ভারতীয় সিভিল সার্ভিস চালু করেছিল ?
উঃ লর্ড কর্নওয়ালিস।
34. লােন ওয়েভার' শব্দটি কিসের সাথে সম্পর্কিত?
উঃ কৃষি।
35. ভারতীয় 2000 টাকার ব্যাংক নােটের উল্টো দিকে অঙ্কন করা মঙ্গলযানটি কি দর্শায়?
উঃ মহাকাশে ভারতের আন্তঃগ্রহ প্রথম অভিযান।
36. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ, গােল-গম্বুজ কোথায় অবস্থিত?
উঃ বিজয়পুরা।
37. ___ একটি উগভােক্তাদের থেকে আদায় করা কর যা উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত সরবরাহ শৃঙ্খলার (supply chain) প্রতি ধাপে যখনই মূল্য সংযােজন করা হয়, তখনই পণ্যের উপর এটি ধার্য করা হয়।
উঃ ভ্যাট
38. বিখ্যাত ফুটবল খেলােয়াড় মারাদোনা কোন দেশের অধিবাসী?
উঃ আর্জেন্টিনা।
39. কোন খেলােয়াড়ের আত্মজীবনীর নাম ‘প্লেয়িং ইট মাই ওয়ে’?
উঃ শচীন তেন্ডুলকর।
40. ইন্ডিয়া (India) নামের ব্যুৎপত্তি ঘটেছে কোথা থেকে?
উঃ সিন্ধু (indus ) নদী।
41. 2017 সালে প্রকাশিত 'আই ডু হােয়াট আই ডু' বইটির লেখক কে?
উঃ রঘুরাম রাজন।
42. সুন্দরবন টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে।
43. গণিতজ্ঞে প্রথম শূন্যের ধারণা কে প্রদান করেন ?
উঃ আর্যভট্ট
44. ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোন গােষ্ঠীর অংশ?
উঃ বিশ্ব ব্যাংক।
45. প্রথম ভারতীয় হিসাবে কাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) দ্বারা ইহসান দোগরামাচি পরিবার স্বাস্থ্য প্রতিষ্ঠা পুরষ্কার প্রদান করা হয়েছে?
উঃ ডঃ বিনােদ পাল।
46. কোন ভারতীয় রাজ্য তিনটি রাষ্ট্রের সীমান্তে অবস্থিত?
উঃ সিকিম
47. কোন দিনটিকে ভারতে সংবিধান দিবস হিসাবে পালন করা হয়?
উঃ 26শে নভেম্বর।
48. ঝিল্লি দলবেহেরা কোন ক্রীড়ায় তার কৃতিত্বের জন্য সুপরিচিত?
উঃ ওয়েট লিফ্টিং
49. কোন সালে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন (National Rural Health mission NRHM) ভারতে চালু হয়েছিল?
উঃ 2005
50. পারসীদের পবিত্র গ্রন্থের নাম কি ?
উঃ জেন্দ আবেস্তা।
Next Part 2 General knowledge
Railway group D physics and chemistry solved paper দেখতে ক্লিক করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url