রক্তপাত হলে কীভাবে রক্ত তঞ্চিত হয় ?

রক্তপাত হলে কীভাবে রক্ত তঞ্চিত হয় ?
উত্তর: আঘাতের ফলে রক্তনালি কেটে গেলে রক্তক্ষরণ হতে থাকে। এই সময় অনুচক্রিকা ফেটে যায় ও ফাটা অনুচক্রিকা থেকে থ্রম্বােপ্লাস্টিন বা থ্রম্বােকাইনেজ উৎসেচক নিঃসৃত হয়। এই থ্রম্বােকাইনেজ প্লাজমায় অবস্থিত প্রােথ্রম্বিন এবং ক্যালশিয়াম আয়নের সঙ্গে বিক্রিয়ায় সক্রিয় থ্রমবিন গঠন করে। এই সক্রিয় থ্রমবিন এরপর প্লাজমা-প্রােটিন ফাইব্রিনােজেনকে ফাইব্রিনে রূপান্তরিত করে। কাটা অংশে ফাইব্রিনের স্তরগুলি (ফাইব্রিন পলিমার) জমতে থাকে। এই ফাইব্রিন পলিমার ও মৃত রক্তকণিকাগুলি একত্রে কাটা অংশের ওপর একটি স্তর গঠন করে ও রক্ত ধীরে ধীরে জমাট বেঁধে যায় বা সঞ্চিত হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url